অন্তচক্ষে দেখেছিনু তাঁরে....!
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৯ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৫:১২ দুপুর
কবিতা:
মনিবকে প্রণাম করেছিল সবে দেহহীন ছিল যবে,
আত্নাদের মিছিল হতে সে কথা তুমিও বলেছিলে।
ছিলনা যখন সুঠাম দেহ, চর্মচক্ষু আর কর্নযুগল
অন্তচক্ষে তুমি সেদিন তোমার রবকে দেখেছিলে।
চক্ষুজোড়া ও কর্নকুহর আজ তিনি দিয়েছেন খুলে,
চর্মচক্ষে যায় না দেখা তাঁরে তাই কি গিয়েছ ভূলে?
সৃষ্টি তাঁহার কতই নিখুঁত দেখ হে্ দুটি চোখ মেলে!
অন্তচক্ষেই করো সন্ধান তাঁরে ফের দৃষ্টি ক্লান্ত হলে।
....................................................................
....................................................................
-তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?
অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। (সুরা -মুলক)
(কবিতায় দেহহীন মানে “আলমে আরওয়াহ” কে বুঝানো হয়েছে)
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন