বিয়ের ব্যাপারে বাবা-মার দায়িত্ব।
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ২০ অক্টোবর, ২০১৪, ০১:৪২:০১ দুপুর
কোন সন্তান বিয়ের উপযুক্ত হলে তাকে বিয়ে করানো বাবা-মার অন্যতম দায়িত্ব।
বাবা-মার দায়িত্ব হিসেবে তাঁরা সন্তানকে এব্যাপারে উৎসাহিত করবে এবং বিয়ের খরচ বাবা-মাই বহন করবে।
বর্তমানে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে সন্তান পড়াশোনা শেষ করে চাকরী নেবে তারপর বিয়ের জন্য টাকা-পয়সা জোগাড় করবে তারপর বিয়ে করবে।
আমার মতে এটা একটি খ্রীষ্টানী এবং ইহুদীবাদী শয়তানী ট্র্যাডিশন। তবে হ্যাঁ, কোন সন্তান যদি বিয়ে করতে না চায় বাবা-মা জোর খাটাতে পারেনা।
দুঃখজনক হলেও সত্য যে আমরা নামে মুসলমান কিন্তু সামাজিকতায় ইহুদী-খ্রীষ্টানদের নিয়ম-নীতি অনুকরন করে চলেছি যার পরিনাম অশান্তি!
রাসুলুল্লাহ সাঃ বলেছেন “যে বিয়েতে যত কম খরচ হয় সে বিয়েতে তত বরকত বেশী”। আমরা নামে নবীর উম্মত কিন্তু কাজের বেলায় নই। ইসলামের বিধান থেকে দূরে সরে গিয়ে আমরা নিজেরাই সাফারার কিন্তু আমাদের হুঁশ হয়না।
বর্তমানে ট্র্যাডিশনালী একটি বিয়ের জন্য বাবা-মা কিংবা ছেলেকে কমপক্ষে হলেও তিন/চার লক্ষ টাকা জোগাড় করতে হয়। কারন বিয়ে মানে বিশাল আয়োজন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে কার্ড ছাপিয়ে নিমন্ত্রন করা, আলোকসজ্জা, গেইট সাজানো, আরো কত কি?
অথচ একমাত্র বিয়ের জন্য এতো আয়োজন। কেউকি একটু ভেবে দেখে? নিকটতম বহু গরীব প্রতিবেশীরাও নিমন্ত্রন পায়না এসব বিয়েতে। তারা কি কষ্ট পায়না?
পোলাও-বিরিয়ানীর ঘ্রান কি তাদের নাকে পৌঁছায় না? তাদের রূহ কি বদদোয়া দেয়না?
সমাজের বৃত্তবান কিছু লোককে আচ্ছামত ভূড়ি ভোজন করিয়ে বাকী গরীব মানুষকে কষ্ট দেয়া কি ইসলাম সমর্থন করে? জানি, চাইলেই সহজে এই রীতি-নীতি সমাজ থেকে বিদায় নেবেনা, কিন্তু দুকলম লিখে নিজেদের মাঝে সচেতনতা বৃদ্ধিতো করতে পারি। শুধু সচেতনতাই নয় বিকল্প মডেলও উপস্থাপন করতে হবে ইনশাআল্লাহ।
বিয়ে যে কারো জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ন বিষয়। উপযুক্ত হওয়ার পরপরই বিয়ে করা অাবশ্যক। বিয়ের খরচ জোগাড় করতে করতেই যদি কেউ যৌবন পার করে দেয় তবে তার দায় কে নেবে? তার দায় তাকেই নিতে হবে।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
..................................
সত্যিই বলেছেন............ধন্যবাদ
৩০ এর আগে বিয়ে হয়না বললেই চলে।
৩০ এর পর এটা একটা দু্র্বিষহ কন্ট্রাক্ট।
ব্যতিক্রম আছে,কিন্তু ব্যতিক্রম কোন উদাহরন না।আমার পরিচিত কিছু পরিবারে বাচ্চা না হওয়া নিয়ে চরম ফিতনা।তাদের দেখলে...
সত্যিই......ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন