বৌদ্ধ বিহারে বনভন্তের মমি!
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৩ মে, ২০১৪, ০৬:৩৮:১০ সন্ধ্যা
রাঙ্গামাটি ঘুরতে গিয়ে শুনলাম বৌদ্ধবিহারে একটি মমি রয়েছে
যেটা তাদের ধর্মীয় নেতা ভনভন্তের।
বনভন্তে কয়েকদিন আগে ইহলোক ত্যাগ করেন।
তার ভক্তরা বনভন্তেকে মমি করে বিহারের ভেতরে গ্লাসের শোকেশে রেখে দিয়েছে।
মূলত মমি দেখার আগ্রহ থেকেই বিহারে প্রবেশ করলাম।
সেখানে আবার জুতা খুলেও প্রবেশ করতে হলো।
ভেতরে একটি গ্লাসের শোকেসে বনভন্তের মমি দেখতে পেলাম।
মোবাইলে ছবি তুললাম, পরে অাবার মুছেও দিয়েছি।
ভাবলাম তার ছবি দিয়ে আমার কি হবে?
বিহারের ভিক্ষুদের জিজ্ঞেস করলাম বনভন্তে কার অনুসারী ছিলেন?
তারা বলল গৌতুম বুদ্ধের।
আমি আবার বললাম গৌতুম বুদ্ধের মমি কোন দেশে আছে?
বলল, না তাকে মমি করা হয়নি।
বললাম, বনভন্তে কি মৃত্যুর আগে মমি করার কথা বলে গিয়েছিলেন?
তারা কোন উত্তর দেয়নি।
সেখানে কিছুক্ষন অপেক্ষা করার পর দেখলাম কিছু লোক ভন্তের মমির সামনে জমিনে মাথা ঠেকিয়ে প্রণাম করছে।
চলে আসার পূর্বে সেখানে বিশাল একটি মন্তব্যের বই দেখতে পেলাম।
জানতে পারলাম প্রতিদিনের সকল মন্তব্য-পরামর্শ গুলো ভিক্ষুরা একত্রে পড়ে।
এই বইতে বিশ্বের নামিদামী লোকের মন্তব্য সংরক্ষিত আছে।
আমিও সুযোগ পেয়ে গেলাম কিছু লেখার।
লিখলাম- “একশ্বেরবাদী গৌতুম বুদ্ধ ধ্যান সাধনার মাধ্যমে সর্বশক্তিমান এক পরম ঈশ্বরের সন্ধান লাভে স্বামর্থ হয়েছিলেন। তাঁর শিক্ষা ছিল ধ্যান সাধনা করা এবং কেবল এক ঈশ্বরের বন্দনা করা, অন্য কারো নয়। তিনি একথা বলেননি যে তোমরা প্রতিকৃতি তৈরী করে বুদ্ধের বন্দনা কর। সুতরাং গৌতুম বুদ্ধের আদর্শের আলোকে তার নির্দেশনা মেনে চলাই শ্রেয়। ধন্যবাদ”
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন