আপনার অন্তর জগত কার দখলে....?

লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ০৯ এপ্রিল, ২০১৪, ১০:৩৫:১৫ সকাল



আজব দুনিয়াদারী! হাত-পা, মুখ-পেট সবই তাঁর। তাঁরই খাদ্যে ভরপুর এই ধরনী। শুধু হাত দিয়ে মুখে দেওয়া...ব্যাস...বাকী কাজটাও তাঁর। খাদ্য হজম করিয়ে দিয়ে তার ভিটামিন গুলো রক্তের মাধ্যমে সঞ্চালিত করার কাজটাও তাঁর......।

বিবেক বুদ্ধিও তাঁর দেওয়া। এবার কপালের কথা বলি.....।

এই কপালটা তাঁর.....এই জমিনটাও তাঁর, শুধু শুকরিয়া স্বরূপ দৈনিক ৫ বার কপালটি জমিনে ঠেকিয়ে তাঁর প্রশংসা করতে তিনি বলেছেন।

কপাল এবং জমিন দুটিই তাঁর। তাঁর জমিনে তাঁরই সৃষ্ট কপাল ঠেকবে তাঁর স্মরনে শুধু এইটুকুই.....।

বন্ধুরা.....যারা নামাজ ছেড়ে দিলেও মনে বিন্দুমাত্র অনুসোছনা জাগেনা বুঝে নিবেন আপনার অন্তর জগত আর আপনার নেই ওটা অনেক আগেই ইবলিশের দখলে চলে গেছে।

আপনার চোখ আছে কিন্তু আপনি অন্ধ। প্রতিনিয়ত আপনি আল্লাহর আদেশ অমান্য করে মস্তবড় কুফরী করে চলেছেন.....।

যদিও মাঝে মাঝে হঠাত আপনি নিজ থেকে বলে উঠেন....নাহ! আর নামাজ ছেড়ে দেওয়া যাবেনা......কাল থেকে নিয়মিত নামাজ ধরব......। কিন্তু সত্যি কথা কি জানেন?

আজ ইবলিশ তাঁর দায়িত্বে একটু অবহেলা করেছে বলে আপনার মনে একটু অনুসোছনা এসেছে। কিন্তু কাল থেকে আপনি নামাজ ধরবেন এটা জানার পর আগামী কাল ইবলিশ তাঁর ডিউটি কঠিনভাবে পালন করবে। তাই আগামী কাল থেকে নামাজ শুরু করা আপনার জন্য আজকের চেয়ে বহুগুন কঠিন হবে।

বন্ধু, আগামী কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এটার নিশ্চয়তা আছে কি? কোন নিশ্চয়তা নেই...। তাই আজ থেকেই শুরু করুন না.....।

আজ থেকে কেন, এখন থেকেই শুরু করুন শয়তানকে সুযোগ দিবেন কেন?

কি? ভাবছেন পরনের পোশাক নোংরা? সমস্যা কি....... ওটা পাল্টিয়ে নিন। আর অতিরিক্ত না থাকলে যা আছে তা দিয়েই শুরু করুন......আল্লাহ ক্ষমাশীল।

কিংবা ভাবছেন আপনি সুরা বিশুদ্ধভাবে পড়তে জানেননা এইতো......? মনে রাখবেন নামাজের জন্যই সুরার প্রয়োজন.....এখানে নামাজ বিশেষ করে রুকু এবং সিজদা মুখ্য বিষয়। তাই যতটুকু পারেন তা দিয়েই নামাজ পড়ুন আর আস্তে আস্তে দুএকটা করে সুরা মুখাস্ত করার চেষ্টা করুন। সবচেয়ে উত্তম হল জামাতে নামাজ পড়া....কারন ওখানে সুরা পড়ার প্রয়োজন কম।

ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204925
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৭
জেদ্দাবাসী লিখেছেন : মাশাআল্লাহ!খুব সহজ সরল ভাষায় অসাধারন কথা গুলি । আল্লাহ আপনার উপর রহমত করুন ।
লেখা চালিয়ে যান
204933
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আসসালামু আলাইকুম জেদ্দাবাসী ভাই। যদি সত্যিই আপনি জেদ্দাবাসী হোন তবে পবিত্র মক্কাহ অাপনার খুবই কাছে। ওমরাহতে গেলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ
204934
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার এই লেখায় আমি অন্তত একটু নড়ে উঠলাম! অনেক ধন্যবাদ আপনাকে!
204944
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আসসালামুঅালাইকুম। ভাই, আমার ব্লগে আপনাকে স্বাগতম। Good Luck Good Luck Rose
204970
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
204975
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আসসালামুঅালাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ।
Rose Rose
205009
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ It Wasn't Me!
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
153986
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আসসালামুঅালাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ।
205403
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
226668
২৬ মে ২০১৪ রাত ০৯:১২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File