ইনু সাহেবের "ফাটুং ফাটুং"
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ মার্চ, ২০১৩, ০৬:৪৪:১৮ সন্ধ্যা
আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের মুখে সব সময় "ফাটুং ফাটুং" করে ,কিছু না কিছু বলার হউক সে কথা শালীনতার বেতর না হয় অশালীনতার অন্তর্ভুক্ত তাতে কিছু যায় আসেনা, কথা বলতেই হবে ।পরবর্তিতে তার কথায় কি হবে তা সে চিন্তা করে না ।এরকম একজন হলেন সমাজতন্ত্রীর গুরু নিজেকে অবস্য মহাগুরু মনে করেন পা থেকে মাথা পর্যন্ত রাজনৈতিক কিন্তু নিজের দল থেকে অন্যের দলের প্রতি আনুগত্য বেশি ।তিনি হলেন জনাব হাসানুল হক ইনু গত এক বছর থেকে উনার মুখ থেকে অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বিরোধী কথা একটু বেশি বের হচ্ছে যার ফলে উনি মন্ত্রী হতে পেরেছেন ।উনি পবিত্র সংসদে দাড়িয়ে সংসদের মান বজায় না রেখে এবং মাঠে ময়দানে যেখানে ইচ্ছে সেখানে বলে বেড়াচ্ছেন আরেকজন সংসদ সদস্যকে মাইনাস করার কথা । তিনি যাকে মাইনাস করতে চান তিনি শুধু সংসদ সদস্য নন তিনি সাবেক প্রেসিডেন্টের স্ত্রী এবং সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।ইনু সাহেব খালেদা জিয়া কে যেকারণে মাইনাস করার কথা বলেছেন তাহলো যুদ্ধঅপরাধী ও মৌলবাধি বাংলাদেশ জামায়াতে ইসলামী কে যদি ১৮ দলীয় জোট থেকে বিদায় না করা হয় ।তিনি জামায়াত কে নিষিদ্ধ করার কথা বলেন ইনু সাহেব কি একবার ও চিন্তা করেছেন উনি যেদিন জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রীর সাথে হাত মিলালেন ও তার সাথে বসে মিষ্টি মধুর কন্ঠে কথা বললেন তখন কি জামায়াত যুদ্ধঅপরাধী ও মৌলবাধি ছিলনা ? উনি কি চিন্তা করেন না জামায়াতে ইসলামী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ।তাদের নেতা কর্মী ,সমর্তক দেশের আনাচে কানাচে রয়েছে এবং নিজ দলের প্রতিক নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতেছে ।তারা উনার মত অন্য দলের প্রতিক নিয়ে রাজনীতি বা নির্বাচন করে না । আজ বাংলাদেশের মানুষ বড় অবাক হয়েছে হাসানুল হক ইনুর কথা শুনে ।ইনু সাহেবের কথার সাথে তাল মিলিয়ে এখন অবস্য দেশের প্রধান মন্ত্রী ও প্রায় এক সুরে গিত গাচ্ছেন সাথে আরও কয়েক চুনোপুটিরা ও একই গিত গাচ্ছেন ।একজন রাজনৈতিক বেক্তি হয়ে কেন আরেকজন রাজনৈতিককে রাজনীতির মাঠ থেকে মাইনাস করবেন ।হে যদি মাইনাস করতেই হয় তাহলে সামনের নির্বাচনে ইনু সাহেব বেগম জিয়ার বিরুদ্ধে সংসদ প্রার্তি হন তখন দেখা যাবে সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়ার মত ৩৭০ বা ৫৭০ টাও কি ভোট পান ?ইনু সাহেবের মত নেতারা কি দেখেনা বেগম জিয়ার সমাভেশে কি রকম লক্ষ লক্ষ মানুষ হয় ।ইনু কি দেখেন না বিএনপির এক আসনের ভোটার ইনুসাহেবের দলের মোট ভোটার হবে কি ?আজ শুধু বেগম জিয়া নয় আমদের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকেও যদি কেউ মাইনাস করার কথা বলে তাহলে তাকেও বাংলাদেশের মানুষ ধিক্ষার দেয়া ছাড়া উপায় থাকবে না ।কারণ এ দেশের মানুষ গণতন্ত্রের বেবস্তা ভোটের মাধ্যমে রায় দিয়ে থাকে কাকে তারা চায় আর কাকে চায় না এদেশে অন্যরকম মাইনাসের কোনো সুযোগ নেই ।তাহলে কিভাবে ইনু সাহেব বেগম জিয়া কে মাইনাস করবেন ? আজ প্রশ্ন জাগে তাহলে কি সিলেটের প্রিয় নেতা টিপাইমুখ বাধের প্রধান বিরুধী ইলিয়াছ আলীর মত তিন বারের প্রধান মন্ত্রীকে গুম করা হবে ?নাকি খুন করা হবে ?এই দেশের মানুষ কাউকে ভোট দেয়নি অন্যকে মাইনাস করার জন্য ।
আসলে কি ইনু সাহেব বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করবেন নাকি তার এই রাজনৈতিক শিষ্ঠাচার বিরোধী অগণতান্ত্রিক বক্ত্বব্য দেওয়ার কারণ তিনি হয়তো অনুধাবন করতে পেরেছেন একক ভাবে নির্বাচন করলে জামানত হারাবেন।তাই আওয়ামীলীগের নৌকা চড়ে আবার সংসদে প্রবেশ করতে চান।তাই একটু কথা বললেন যার কারণে আবার আওয়ামীলীগ তাকে সমর্তন করেবে বলে মনে করেন ।এটা উনার বেক্তিগত ইচ্ছে ,তবে মনে রাখতে হবে এ দেশের মানুষ কাউকে এতো পাউয়ার দেয়নি যে অন্যকে মাইনাস করতে পারবেন ।বাংলাদেশ সবার দেশ এখানে কেউ কাউকে মাইনাস করার সুযোগ নেই ।তাই সাবধান কলম ধুলাই ,গণ ধুলাই , অপেক্ষমান ভোট মাইনাস থেকে দূরে তাকার চেষ্টা করা ভালো ।
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন