প্রাণের চেয়ে প্রিয়
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ আগস্ট, ২০১৬, ১২:২৭:৫৮ রাত
বিয়ের সময় হবে বদল মালা
সেই স্বপ্নে ছিল বিভোর ছকিনা।
স্টার জলছা নিয়ে এলো কিরণমালা
মালা বদলের স্বপ্ন খেলো তাড়া।
ছকিনা এখন পাক্কা ভুলামনা
কিসের খাবার কিসের আবার পড়া।
দেখতেই হবে দিনে রাতে কিরণমালা
প্রাণের চেয়ে প্রিয় স্টার জলছা।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্টার জলছা নিয়ে এলো কিরণমালা
মালা বদলের স্বপ্ন খেলো তাড়া ভালো লাগলো অনেক ধন্যবাদ
আরো কত কিছু ঘটবে, অপেক্ষা করুন!
ইতিমধ্যে গত কয়েকদিনে পানিতে ডুবে ও আগুন লেগে পূত্র/কন্যারা মারা গেছে- যাদের মায়েরা কিরণমালা দেখাতে ব্যস্ত থাকায় সন্তানের বিপদ টের পায়নি!
আল্লাহতায়ালা এ জাতিকে ক্ষমা করুন!!
আচ্ছা , কলিকাতার দাদাদিদিরা কি এরকমই অস্থির ?
মন্তব্য করতে লগইন করুন