নিশ্চয় কষ্টের পর স্বস্তি আসবে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ আগস্ট, ২০১৬, ০৮:১৮:২১ রাত
কষ্ট পেয়ে ভয় পাওয়ার কিছু নেই।বরং নিজের মনকে আনন্দের সংবাদ দিয়ে শান্ত রাখা ভালো। আনন্দের সংবাদ মহান আল্লাহ কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যে, নিশ্চয় কষ্টের পর স্বস্তি আসবে।
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا, إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ( সূরা আল - ইনশিরাহ ৫,৬ )
মহান আল্লাহ যেখানে কষ্টের পর স্বস্তির নিশ্চয়তা দিয়েছেন সেখানে কষ্টের স্টিম রোলারের নিচে পৃষ্ট হলেও ঈমানদার কখনো হতাশ হবেনা। দুর্বল ঈমান থাকলে কষ্ট পেয়ে ভয় পাবে। কষ্টের পাহাড় দেখে মহান রবের আরশের শান্তির কথা ভুলে যাবে। অন্যতায় জুলুমের চূড়ান্ত রুপ দেখেও হতাশ হবেনা।
দুনিয়ার কোন কষ্ট চিরস্থায়ী নয়। সামাজিক, পারিবারিক, মানসিক, শারীরিক, কষ্টের স্তর যেখানেই থাকুক সমাপ্তি হবেই হবে এমনটাই বলা হয়েছে। উক্ত আয়াত থেকে আমরা আরো জানতে পারলাম কষ্ট করেই কেবল স্বস্তি পাওয়ার মনোবাসনা জাগাতে হয়। কষ্টের মাধ্যমেই শান্তির সন্ধান করতে হবে।
আমরা জানি আমাদের নবী রাসুলদের কষ্টের ইতিহাস।সুতরাং আমরা কষ্ট পেয়ে থমকে যাওয়ার কিছুই নেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে একই ভাবে কষ্টের পর স্বস্তি আসবে। বিপদ - আপদ মহান রবের পরিক্ষা সরূপ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই স্বস্তি পাওয়া সম্ভব।
তবে কষ্টকে শান্তিতে রূপ দিতে চাইলে ঈমান মজবুদ করতে হবে। মহান রবের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে।
বিষয়: বিবিধ
১৭৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
অনেক দিন পর গুরুত্বপূর্ণ ও উপকারী একটি প্রাণ শীতল করা লিখা নিয়ে হাজির হওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
সমকালীন রসূল পর্যন্ত কষ্ট ও অস্থিরতা প্রকাশ করেছেন!!
যদিও আল্লাহতায়ালার ওয়াদা সত্য!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
“ তার চেয়ে ভাল কথা আর কি হতে পারে, যে মানুযকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে, আমি সাধারণ মুসলমানদের মধ্য হতে একজন। (সূরা হা মীম সিজদা আয়াত-৩৩)
collected
জাযাকাল্লাহ খায়ের।
মন্তব্য করতে লগইন করুন