প্রবাসে রাজনীতি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ এপ্রিল, ২০১৬, ১০:২০:০৪ রাত
রাজনীতি যদিওবা একসময় শান্তিময় ছিল কিন্তু এখন অশান্তির খোরাক বলা যায়। বাংলাদেশের রাজনীতি কি অবস্থায় আছে সেটা বলে বুঝাতে হয়না সবাই জানেন। প্রতিহিংসা আর ক্ষমতার অপব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ দেশের রাজনীতি। কল্যাণের জন্য রাজনীতি হলেও আজ অকল্যাণই বেশি হচ্ছে। তবে রাজনীতিকে ঘৃণা করা বাঞ্ছনীয় নয় বরং রাজনীতির সঠিক পদ্ধতি মেনে নিয়ে রাজনীতির মাঠ লেবেল প্লেইং করতে হবে।
দেশ পেরিয়ে বিদেশে দেশীয় রাজনীতির পদচারণ দীর্ঘদিন থেকে। দেশের রাজনীতির অবস্থান নির্ণয় করে বলতেই হয় প্রবাসে রাজনীতি করা ঠিক নয়। প্রবাসে এসে বিদেশের পরিবেশে দেশীয় রাজনীতি করতে গিয়ে তিনটি সমস্যা দেখা দেবে। যা দেশের জন্য, প্রবাসীদের জন্য সর্বোপরি নিজের জন্য ক্ষতিকর। রাজনীতি না করে সামাজিক সংগঠনের মাধ্যমে দেশের মান রক্ষা করা সঠিক পথ বলে মনে করি। দলাদলি করার চেয়ে দেশীয় সঠিক সংস্কৃতিকে প্রসার করা বেশি জরুরি। নেতা নেতা ভাব না মেরে প্রবাসে শান্ত থাকাটাই শ্রেয়।
প্রবাসে রাজনীতি করতে গিয়ে প্রথমেই বিপদ হবে দেশের। আমরা হিংসা এবং নিজে দাদা( কইন মারামারি) এই নীতিতে অনেক অগ্রসর। হিংসা থেকে হিংস্র হয়ে মারামারি করতে পিছপা হয় না মানুষ। দাদা ভাবের ফলে ভেতরে ভেতরে ক্ষমতা পাওয়ার লড়াইয়ের মাধ্যমে দেশের মত গ্রুপিং করে মারামারি করে দেশের ইজ্জত মারতে সময় লাগবেনা। আমি নিজে দেখেছি এখানে দেশের বড় দুটি দলের প্রতিটি শাখায় একাধিক গ্রুপ। যার ফলে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বা হবে। দেশের মত প্রবাসেও মঞ্চে বসা নিয়ে কিলাকিলি আর ঘুষাঘুষি চলে যার মাধ্যমে দেশের সম্মান নষ্ট হচ্ছে। এসবের ফলে দেশের মানুষ সম্পর্কে বিদেশীদের ধারণা ভালো থাকবে বলে মনে হয়না। স্বাধীন দেশ সম্পর্কেও খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে এবং আরো হবে। রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে টেলিভিশনে মুখ দেখানোর চেয়ে দেশের সম্মান অনেক বড়। প্রবাসে রাজনীতি করে মুখ দেখাতে গিয়ে নিজের ক্ষতি করার প্রয়োজন মনে করিনা। কর্মস্থলে সমস্যা দেখা দেবে যা সকল প্রবাসীর বুঝার কথা।
প্রবাসে রাজনীতি নয় বরং প্রবাসীদের মধ্যে ঐক্য তৈরি করে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য কাজ করা সময়ের দাবি। দেশে দেশে এমনিতেই আমাদের অবস্থান খুব একটা সঠিক সীমায় নয়। বর্তমান সময়ে আমাদের দেশ, দেশের মানুষ এবং প্রবাসীদের স্বার্থে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ছে।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিন দেশীরা তাই কয়
যেথায় তিনটা বাঙ্গালী একত্রিত হয়
সেথায় চারটা দলের জন্ম লয়।
রমজান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের সর্বশেষ পর্বে পোস্ট করার জন্য আপনার লেখাটি প্রস্তুত করে নিন।
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর- এলিট
সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন
মন্তব্য করতে লগইন করুন