লাশের মিছিল

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ এপ্রিল, ২০১৬, ০৩:৩৯:৩৫ দুপুর



মানবতা হারিয়ে গেছে,

জাহেলিয়াত জেগে উঠেছে।

আনন্দ পালিয়ে গেছে,

আর্তনাদ বাতাসে বাসছে।

লাশের মিছিল লম্বা হচ্ছে,

স্বাধীনতা লজ্জা পাচ্ছে!!

গুলির পর গুলি

চলছে রক্তের হোলী।

গুলি খাচ্ছে প্রতিবাদী

নিরব ক্ষমতা লোভী,

বিচার হবেরে পাপী

হাসরে পাবিনা মুক্তি!

( পুলিশের গুলিতে গণহত্যার নিন্দা জানাই। বাঁশখালিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন পর্যন্ত ৮ খুন হয়েছেন পুলিশের গুলিতে। আরো অন্তত ৬০ জন গুলিবিদ্ধ)

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364716
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : পশুর মাঝেও নীতিবোধ আছে। জীবন বাঁচানোর জন্য় পশুকে শিকার করতে হয় কিন্তু একটা শিকার পেয়ে গেলে সে আর কারো উপর ঝাপিয়ে পরেনা। একবার দেখেছিলাম একটা বাঘ এক মা পশুকে শিকার করার পর যখন দেখল তার এক ছোট বাচ্চা আছে, তখন সে কিছুক্ষন বাচ্চাটার দিক তাকিয়ে অপরাধবোধে ভুগছিল এরপর বাচ্চাটাকে নিজের কাছে আগলে রাখছিল। রাতের বেলায় যেন অন্য় কোন পশু তাকে শিকার না করে তার জন্য পাহারা দিচ্ছিল কিন্তু এদেশের আইনের পোশাক পরা লোকগুলোর মাঝে সেই বোধটুকুও নেই। এরা জাস্ট ভাইস সিটি গেমের মত চরিত্র হাতে অস্ত্র তাই মানুষগুলোকে মারতে পারলেই এরা অনাবিল আনন্দ পায়। গ্রামের মানুষ মরতেই পারে তাতে কার কি এসে যায়? ওদের আবার ভিটা বাড়ি লাগবে কেন? শহরের মানুষের আরাম আয়েশের জন্য় বিদ্যুত লাগবে, লাগবে শপিং মল, বিনোদন স্পট। আল্লাহ জীবিত মানুষগুলোকে রক্ষা করো।
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৪
302639
আবু জান্নাত লিখেছেন : আমারো তাই মনে হয়।
আল্লাহ জীবিত মানুষগুলোকে রক্ষা করো।
আমীন।
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৯
302653
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের দেশটাকে যেন শান্ত করেন
364724
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লাশের মিছিল হোক, মুক্তির মিছিল। ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৯
302654
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই অপেক্ষায় আছি ভাই
364746
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সরকারী বাহিনীর জুলুমের নিন্দার জন্য উপযুক্ত শব্দ/ভাষা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে!
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫০
302655
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শব্দ শেষ এখন যা আছে শুধুই ঘৃণা।
364747
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : রজণী যতই গভীর হয় প্রভাত ততই এগিয়ে আসে৷ধন্যবাদ৷
364797
০৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : জামায়াত শিবিরের উপর গুলি করার প্রেকটিস এখন সবার মাথায় ঠুকতেছে।
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৪
302640
আবু জান্নাত লিখেছেন : সত্য বলেছেন।
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫০
302656
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত
364813
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৫
আবু জান্নাত লিখেছেন : দলীয় ক্যাডারদের দিয়ে রক্ষী বাহিনী তৈরী করা হচ্ছে, তাইতো ক্যাডারদের আচরণই প্রকাশ করে যাচ্ছে। নিমকহালালী বলে কথা।

০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫০
302657
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নির্মমতার শেষ একদিন হবে ইনশা আল্লাহ
365194
১০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ফেরাউনের ক্ষমতাও স্থায়ী হয়নি, তাই এটা নিশ্চিত, ইতিহাস কাউকে ক্ষমা করবেনা
365331
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৭
হতভাগা লিখেছেন : পুলিশের কাজ পুলিশে করেছে
গুলি করেছে গা'য়
তাই বলে কি পুলিশের সাথে
পাঙ্গা নেওয়া যায় ?
367483
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : শুকরান জাঝাকাল্লাহ, অত্যন্ত যুগোপযোগী লেখা হয়েছে। আল্লাহ আপনার লেখনীর শক্তিকে আরো বাড়িয়ে দিন। আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File