লাশের মিছিল
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ এপ্রিল, ২০১৬, ০৩:৩৯:৩৫ দুপুর
মানবতা হারিয়ে গেছে,
জাহেলিয়াত জেগে উঠেছে।
আনন্দ পালিয়ে গেছে,
আর্তনাদ বাতাসে বাসছে।
লাশের মিছিল লম্বা হচ্ছে,
স্বাধীনতা লজ্জা পাচ্ছে!!
গুলির পর গুলি
চলছে রক্তের হোলী।
গুলি খাচ্ছে প্রতিবাদী
নিরব ক্ষমতা লোভী,
বিচার হবেরে পাপী
হাসরে পাবিনা মুক্তি!
( পুলিশের গুলিতে গণহত্যার নিন্দা জানাই। বাঁশখালিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন পর্যন্ত ৮ খুন হয়েছেন পুলিশের গুলিতে। আরো অন্তত ৬০ জন গুলিবিদ্ধ)
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ জীবিত মানুষগুলোকে রক্ষা করো।
আমীন।
সরকারী বাহিনীর জুলুমের নিন্দার জন্য উপযুক্ত শব্দ/ভাষা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে!
গুলি করেছে গা'য়
তাই বলে কি পুলিশের সাথে
পাঙ্গা নেওয়া যায় ?
মন্তব্য করতে লগইন করুন