আসুন অটিজম শিশুকে ভালোবাসি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ এপ্রিল, ২০১৬, ০৬:১৭:৫৩ সকাল
প্রিয় পাঠক আপনি আপনার শরীরের যেকোনো একটি অংশে হাত দেন। এবার নিজে নিজেই বলেন কিসে হাত দিয়েছেন। আমি জানি সবাই সঠিক জবাব দিতে পারবেন। কিন্তু আমাদের মত অনেকে আছে যারা তার শরীরের অংশের নাম বলতে পারে না। আল্লাহ আমাদের অনেক ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আজ আন্তর্জাতিক অটিজম সচেতনা দিবসে। আসুন মন একটু বড় করি। একটু ভালোবাসা দেই সেই সব শিশুদের যারা মস্তিস্ক প্রতিবন্ধী। আমারা একটু সময় দেই তাদের যাদের পাশে নেই নিষ্ঠুর সমাজের বড় অংশ। মা - সন্তান 'সন্তান - মা আহারে কত বিশাল শব্দ।যে মায়ের সন্তান অটিজম সেই মায়ের অবস্থা চোখ বন্ধ করে একটু চিন্তা করি। মা চায় সন্তান সমাজের একজন পরিচিত নাগরিক হোক। কিন্তু অটিজম সন্তানের মা চায় এই সমাজ তার সন্তানের প্রতি একটি সহায়ক হোক, এই সমাজ থেকে একটু সহানুভূতি পাক।
অটিজম বা অত্মসংবৃতি হচ্ছে মস্তিষ্কের বিন্যাসগত সমস্যা যা বয়স তিন বছর হবার পূর্বেই প্রকাশ পায়। অটিজম শিশুদের মস্তিষ্ক বিকাশে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, যার ফলে শিশু শুধুমাত্র নিজের মধ্যে আচ্ছন্ন থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে । শিশু যখন শুধু নিজের মধ্যে আচ্ছন্ন থাকে তখন তার অন্যদের সাথে যোগাযোগ, সামাজিকতা, কথা বলা, আচরণ ও শেখা বাধাপ্রাপ্ত হয়। মানসিক সীমাবদ্ধতা ও একই কাজ বারবার করার প্রবণতা থেকে তাদের সনাক্ত করা যায়।
সকল শিশুর অধিকার আছে বাঁচার।আমরা চাই আমাদের অটিজম বন্ধুরা সমাজের সুস্থ মানুষের ভালোবাসা নিয়ে বেচে থাকুক। ব্যক্তিগত,সামাজিক সংগঠন কেন্দ্রিক সর্বোপরি রাষ্ট্রই উদ্যোগে অটিজম বন্ধুদের ভালোবাসা হোক। রাষ্ট্রীয় ভাবে অটিজম শিশুদের জন্য কিছু করা সময়ের দাবি। সকল মায়েদের কাছে একটাই দাবি অটিজম মায়ের অটিজম সন্তান রাস্তাঘাটে দেখা হলে বুকে নিয়ে আদর করবেন আর এটাই হলো ভালোবাসা।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের জাতির ছোটবোন এ বিষয়টির উপর কাজ করে চলেছেন৷ আমরা ব্যক্তিগত ভাবেও তা করব ইন শা আল্লাহ৷ ধন্যবাদ৷
যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ
আরেকটি বিষয় এর সাথে জুড়ে দিতে চাই-
দোবীনের ব্যাপারে মূর্খ মানুষগুলোও কিন্তু এক ধরণের প্রতিবন্ধী, তাঁরা অনেক কথাই সহজভাবে বোঝেননা, আমরা রূঢ় আচরণ করি, না-বোঝার কারণে মন্দ বলি! অথচ তাঁদের বোধশক্তির সীমাবদ্ধতার দাবী এটাই যে, সুন্দর আচরণে তাঁদেরকে বুঝিয়ে দেয়া হবে! যতক্ষণ তাঁরা না বোঝেন ততক্ষণ আমাদেরই অক্ষমতা!!
মন্তব্য করতে লগইন করুন