মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা Love Struck Good Luck Rose( পর্ব -২৪ ) প্রবাসের পরিবেশ

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ জানুয়ারি, ২০১৬, ০২:৫৩:০১ রাত



উন্নত দেশের প্রথম পরিচিতি হচ্ছে তার রূপ।আর সেই রূপ হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন । সংযুক্ত আরব আমিরাতও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে রয়েছে। আমিরতের প্রতিটি স্টেটের বিশেষ স্থান সমূহ সাজানো হয়েছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের ন্যায়।এছাড়া এমনিতেই দেশের সবজায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার ত্রুটি নেই। আমিরাত শাসকের আলাদা বাত্সরিক বাজেট থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমিরাতে প্রায় ১৪০ দেশের অভিবাসী রয়েছে যাদের বেশিরভাগই উন্নত দেশের।

একটা বিষয় খেয়াল করলেই বুঝা যাবে আমিরাত সরকার পরিষ্কারের বিষয়ে কতটা সোচ্চার। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য কর্মী আনার চুক্তি হয়। এছাড়া নেপাল ,পাকিস্থান ,ভারত ,শ্রীলংকা থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কর্মী আনা হয় আমিরাতে। যারা বলদিয়ার ( Municipality ) অধীনে কাজ করেন। এছাড়াও বিভিন্ন ছাপ্লাই কোম্পানিও একই কাজের জন্য বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসে । ছাপ্লাইয়ের কর্মীরা বিভিন্ন কোম্পানিতে বাত্সরিক বা মাসিক চুক্তিতে কাজ করেন।

বাংলাদেশী প্রবাসীরা আমিরাতে নানান পেশায় রয়েছেন তবে অধিকাংশই সাধারণ কর্মী। আমরা বাংলাদেশী প্রবাসীরাও পরিষ্কার পরিছন্ন থাকার আপ্রাণ চেষ্টা করি। কিন্তু কিছু প্রবাসীদের কারণে আমাদের দেশের দুর্নাম হচ্ছে। এমনকি বিদেশীদের মুখে সরাসরি শুনতে হয় দুর্নামের কথা। অনেক সময় কিছু প্রবাসী ভাইদের অসচেতনতার জন্য সবাইকে লজ্জিত হতে হয়। দুবাই , শারজাহ শহরে রয়েছে বাংলা বাজার মূলত বাংলাদেশীদের লোক সংখ্যা বেশি বলে লোক মুখে স্থানের নাম লেগেছে বাংলা বাজার । দুবাই ,শারজাহ ছাড়া আরো দু একটা স্থান এমনটা রয়েছে। এসব বাংলা বাজারে গেলে বুঝাই যায় না বাংলাদেশ নাকি আমিরাত ?পানের পিক ,পানের কাগজের পেকেট ,হাকিম পুরী আর মিষ্টি জর্দার ক্যানে ভরপুর পুরো বাজার। বাজারের যে প্রান্তেই যাবেন দেয়ালে পানের পিকের দাগ পাবেন। আমিরতের পথে পথে আবর্জনা ফেলানোর জন্য চোখে পড়ার মত বড় বড় রঙিন ডাস্টবিন রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশী অনেক প্রবাসী সেটা ব্যবহার না করে দেখা যায় রাস্তার মধ্যেই আবর্জনা ফেলেন। এসবের কারণে যেমনটা পরিবেশ নষ্ট হচ্ছে পাশাপাশি দেশের মান বাংলাদেশী প্রবাসীদের ছোট করা হচ্ছে।

সামাজিক ভাবে সোচ্চার হওয়ার পাশাপাশি ব্যক্তিগত ভাবে ক্লিন থাকাটা জরুরি অন্তত নিজের জন্য। কর্মস্থলে নিজের কাপড় যেন পরিষ্কার থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কাপড় পুরোনো কিংবা নতুন বিষয় সেটা নয় পরিষ্কার থাকা হচ্ছে আসল। শরীরে কোনো রকম দুর্গন্ধ থাকা ঠিক নয়। তবে এটা ঠিক কিছু কাজ রয়েছে পরিষ্কার থাকা যায় না তবুও নিজের মত করে সোচ্চার থাকতে হবে।সহকর্মীদের পাশে দাঁড়ালে নিজেকে যেন কখনো দুর্বল মনে না হয় । ব্যক্তিগত পরিষ্কার পরিছন্ন থাকার কারনে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। যেমন সহকর্মীদের ভালো ব্যবহার উচ্চপদস্ত কর্মকর্তার ভালো ব্যবোহার পাওয়ার সম্ভাবনা থাকে।

আমার পরিচত এক প্রবাসী গত ৫ বছর থেকে একটি কোম্পানিতে কাজ করে আসছেন। উনার কাজ হচ্ছে অফিস পিয়নের। বিভিন্ন ফাইল পত্র এক টেবিল থেকে অন্য টেবিলে আনা নেওয়া করেন। দীর্ঘ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকায় সহজেই নিজের কাজ করতে পারেন কোনো রকম সমস্যা হয় না। কিন্তু একদিন এক অফিসার উনাকে তার অফিসে যেতে নিষেধ করেছে। উনি কষ্ট পাওয়ার কথা ছিল কিন্ত কষ্ট না পেয়ে বরং লজ্জিত হলেন। এর পেছনে একমাত্র কারণ উনি কখনো কখনো পান খেয়ে অফিসে যেতেন। আমার সাথে ভালো পরিচয় ছিল , উনি যখন পান খেতেন বাহারি রকমের জর্দা পানের সাথে লাগিয়ে খেতেন। খাওয়ার সময় অনেক দিন সার্টের মধ্যে পানের দাগ লেগে যেত। এসব জর্দার মধ্যে অন্য রকম একটা গন্ধ রয়েছে নতুন কেউ পাশে থাকলে খারাপ লাগতেই পারে। সেদিনও হয়তো এমন কোনো জর্দা পানের সাথে খেয়েছেন আর অফিসারের খারাপ লেগেছে। উনি আমাকে বলেছেন পূর্বেও নাকি অনেকবার উনাকে পান খেয়ে অফিসে না যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। যার ফলে এরকম সমস্যায় পরেছিলেন। বেশ কিছু দিন এভাবে চলার পর একদিন সেই অফিসার ডেকে নিয়ে থাকে বলেছেন সেদিন উনার মাথা ব্যথা করেছিল পানের গন্ধে তাই তিনি বাধ্য হয়ে অফিস যেতে নিষেধ করেছেন।তিনি আরো বলেছেন পানের ফিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অন্যতম বাধা । এর পর থেকে উনি আর পান খেয়ে অফিসে যান না এমনকি আগের মত পান খাওয়ার অভ্যাস নেই।

প্রবাস জীবনে একাকিত্বের প্রধান নমুনা হচ্ছে নিজের কাজ নিজে করতে হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ নিজেই করতে হয়। প্রবাস জীবনকে যে ভাবেই চিন্তা করবেন কষ্টের সেটা মানতেই হবে। প্রবাস জীবন কষ্টের হলেও নিজেকে মানিয়ে নিতে হবে আর সে জন্য সোচ্চার হতে হবে।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357351
২১ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৩৯
শেখের পোলা লিখেছেন : এমন অবস্থা বলেই তার নাম বাংলা বাজার৷ আমাদের এখানের বাংলা বাজার তত নোংরা নয়৷ তবে বিভিন্ন অনুষ্ঠানের মাঠে বাংলাদেশীরা তাদের পরিচয় রেখেই যায়৷
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০১:০৬
296712
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সচেতনতার অভাবে আমরা আমাদের মান কমাচ্ছি।
357406
২১ জানুয়ারি ২০১৬ রাত ১০:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই শিক্ষা আমরাপিছিয়ে সবসময়!
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০১:০৪
296711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যার ফলে আমদের অনে ক্ষতি হয়ে যাচ্ছে
357582
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৩
আবু জারীর লিখেছেন : পান খাওয়া লোকদের একটা স্বভাব হল তারা দেয়ালে বা বৈদ্যুতিক খামের গোড়ায় ত্যারছা করে পানের পিক ফেলে যা পরিবেশ নষ্ট করে। পরিবেশ স্বচেতন হওয়া প্রতিটি লোকের দায়িত্ব।
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০১:০৪
296710
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক কথা বলেছেন ,ধন্যবাদ Good Luck
358586
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : অথচ বাংলাদেশে আনা হয় কারিনাকে!
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৭
297481
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File