দুই কম সাত পরিচয় করিয়ে দিল আমাদের জাত

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ জানুয়ারি, ২০১৬, ০২:৫০:২৯ রাত



ছবি : খুন হওয়া পরিবারের নিকট আত্বীয়

৭ ,৭ ,এর পর আজ পাচ। গতকাল নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর পূর্বে নারায়ণগঞ্জে দুইবারে আরো ১৪ জন খুন হয়েছেন। বড় পরিসংখ্যান বলে বিশ্ব জানে ছোট পরিসংখানে খুন হলে চাপা থাকে। বিশ্ব মিডিয়ায় বারবার নারায়ণগঞ্জের নামের পাশেই খুনের খবর যুক্ত হচ্ছে। আমাদের দেশ নিরাপত্তাহীন হিসেবে পরিচিতি পাচ্ছে।

৭ ,৭ এবার দুই কম সাতে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের জাত। কিন্তু বিশ্বাস কর হে পৃথিবী আমরা অনেকে আজও রাইফেল, পিস্তল ভালো করে ধরে দেখিনি। চাপাতি ,রামদার সাথে ১৭ কোটি বাংলাদেশির কোনো সম্পর্ক নেই হাতে গুনা সন্ত্রাসী ছাড়া। নারায়ানগঞ্জ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অংশ কিন্তু খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে এটা সত্য আমরা খুনিদের কাছে বন্দী ,খুনিরা খুন করে পালায় সুষ্ট বিচার কয়টা হয় সেটা জানিনা তবে অধিকাংশের বিচার হয়না।

লাশের পর লাশ গুনে গুনে সাতে সাত। লাশের রাজ্য যেন না হয় সেই কামনা করি। যে হারে নারায়ানগঞ্জে একের পর এক খুনের ঘটনা হচ্ছে , সে জন্য ভয় হয় না জানি কবে বিশ্বের এক নাম্বার খুনের সিটি ঘোষণা করা হয়। দেশের প্রশাসন এমনকি সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলরা বারবার বলে আসছেন দেশ শান্তিতে আছে। কিন্তু খুন খারাবি হওয়ার ফলে মূলত খুনের আতঙ্কে আছে দেশের মানুষ। প্রশাসনের সুষ্ট তদন্তে গাফলতির কারণে একের পর এক খুনের ঘটনা সৃষ্টি হচ্ছে যা স্বাধীন দেশের জন্য বেমানান।

অতিশীঘ্রই যদি খুনের ত্রাস হিসেবে পরিচিত নারায়ানগঞ্জের সকল হত্যার বিচার এবং শান্তি প্রতিষ্টার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া না হয় দেশের জন্য বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়াবে নারায়ানগঞ্জের সকল হত্যাকান্ড। রাজনৈতিক বিচার শিতিল করে দেশের জনগনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দেশের প্রশাসন সঠিক দযিত্ব পালন করবে বলে আমরা আশা করি। যদিও এই আশাকে অনেকে ব্যঙ্গের সর্দি বলে দাবি করেন তবুও আশাবাদী হিসবে নিজেকে অবিচল রাখলাম।

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357081
১৭ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৩৩
শেখের পোলা লিখেছেন : নিজের বিচার কেউ নিজে করেনা৷ অন্যকেই করতে হবে৷
১৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩৯
296371
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিচার শুরু হবে সময় মত
357094
১৭ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রিয়তমা! লাশের পর লাশ দিয়ে আমরা প্রতিষ্ঠা করব উন্নয়ন।
১৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪১
296372
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লাশের মাধ্যমেই আমরা এগিয়ে যাব
357114
১৭ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২০
আব্দুল গাফফার লিখেছেন : আল্লাহ তুমি রহম করো প্রিয় দেশটাকে অকার্যকর করতে শুকুনের নজর পড়েছে। ধন্যবাদ
১৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪২
296373
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একমাত্র আল্লাহর সাহায্য আমাদের দেশকে আবার শান্তিময় করে তুলবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File