১০০০ দিন ! কেউ কথা রাখেনি !

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ জানুয়ারি, ২০১৬, ০২:৩০:২১ রাত



আমাদের চোখের সামনেই অতিবাহিত হয়েছে ১০০০ দিন। ১০০০ দিনের হিসেবটা ছিল করুন এবং আর্তনাদের। ২০১৩ সালের ১১ এপ্রিল সম্পুর্ণ অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছিল ভারতীয় আধিপত্যবাদ, ধর্মদ্রোহী ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর , গণতন্ত্রপ্রেমী পত্রিকা দৈনিক আমারদেশ এর ছাপাখানা। গ্রেফতার করা হয়েছিল নির্ভিক কলম সৈনিক দেশপ্রেমিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। একসঙ্গে বেকার হয়েছিল পত্রিকাটির প্রায় ৪’শ সংবাদকর্মী। আর হতাশ হয়েছিলাম আমরা আমার দেশ পত্রিকার পাঠক। ছাপাখানা বন্ধ করে দেয়ার দীর্ঘ ১৮ মাস পর রহস্যজনক ভাবে আগুনে ভষ্মিভুত হয় বিএসইসি ভবনে অবস্থিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী দৈনিক আমারদেশ’র প্রধান কার্যালয়।

দেশের সকল মিডিয়া যখন জুলুম নির্যাতনে ছিল নিরব তখন আমার দেশ পত্রিকা ছিল সোচ্চার। নাস্তিক রাজীব হায়দার ওরফে থাবা বাবার ধর্মদ্রোহী ব্লগ পোস্ট প্রকাশ করা থেকে শুরু করে মানবতাবিরুধী ট্রাইবোনালের স্কাইপ কেলেঙ্কারী প্রকাশ করেছিল এই পত্রিকা। ভারতের আগ্রাসনের রূপ টিপাইমুখ বাধের বিপক্ষে সোচ্চার ছিল মজলুম সম্পাদক মাহমুদুর রহমান ও তার পত্রিকা। হেফাজত থেকে শুরু করে জামায়াতে ইসলামী ,বিএনপি সবার মূল খবরের কাগজ ছিল আমার দেশ পত্রিকা।

পত্রিকা বন্ধ করা হলো সত্যের পক্ষ নেওয়ায়। পত্রিকার সাংবাদিকরা চাকুরী হারালো সত্যের পক্ষে থাকায়। আন্তর্জাতিক এওয়ার্ডে ভূষিত এশিয়ার ক্ষ্যতনামা সিরামিক ইণ্জিনিয়ার ষাটোওর্দ্ধ বয়সী ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে গাড়ি পোড়ানো, ককটেল ফাটানো, রাষ্ট্রদ্রোহীতাসহ অন্তত ৭৮ টি মামলা দেওয়া হলো। তারপর শুরু হলো দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অকথ্য নির্যাতন।

নির্যাতনকারী নির্যাতন করবে এটা স্বাভাবিক কিন্তু মাহমুদুর রহমান যখন বাহিরে ছিলেন আমার দেশ যখন সচল ছিল অনেকে প্রশংসা করেছে। হেফাজতে ইসলামের বিরুদ্ধে যখন দেশ ব্যাপী হলুদ পত্রিকাগুলো মিথ্যে খবর প্রকাশ করে যাচ্ছিল ঠিক তখন এই পত্রিকা সত্য তুলে ধরেছিল।লন্ডনের দি ইকনমিক্স স্কাইপ কেলেঙ্কারী প্রকাশ করার পর আমার দেশ পত্রিকা সেটা ট্রান্সলেট করে জাতিকে জানিয়েছিল যার ফলে জামায়াতের প্রতি জনগনের বিশ্বাস তৈরী হয়েছিল।বিএনপির পক্ষের শক্তি বলা যেতে পারে আমার দেশ পত্রিকাকে।

কষ্টের কথা হলো আজ সবাই নিরব। কারো মুখে কথা নেই। কারো মায়া হয়না। কেউ কথা রাখেনি সবাই স্বার্থপর !! মাহমুদুর রহমানের মুক্তি চাই , আমার দেশ পত্রিকা পড়তে চাই !!

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356266
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০৪:২৪
শেখের পোলা লিখেছেন : মুক্তি হবেই ইনশাআল্লাহ৷
১২ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৫
296090
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশাআল্লাহ
356270
০৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৮:৩২
তট রেখা লিখেছেন : দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা, শোধিতে হইবে ঋন।
১২ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৫
296091
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশাআল্লাহ
356305
০৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৫
১২ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৫
296092
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Straight Face Straight Face

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File