প্রবাসে কাকুর রাজনীতি

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ জানুয়ারি, ২০১৬, ০১:৩৪:৫৯ রাত



দেশ থেকে আসছে কাকু দুই টাকা কামাতে

বড় ভাইয়ের সঙ্গ পেয়ে ঢুইক্কা গেছে রাজনীতিতে।

নেতা হইছে কাকু টাকা ছেড়ে ,

মিটিং করে প্রবাসের নানান শহরে।

১০ জনে হয় সমাবেশ , মহা সমাবেশ ২০ জনে,

কাকু কিন্তু সামনে থাকে ,

সন্ত্রাসীর ভাব মারে দূর প্রবাসে।

একদিন কাকু চাকুরী রাইখা গেছে প্রোগ্রামে ,

ভাব মারছে তার চেয়ে বড় কোন হালারে।

দেশ থাইকা দেখছে সবাই কাকু টিভির গ্লাসে ,

ফেসবুকের ইনবক্স ফাইট্টা গেছে শুভেচ্ছাতে।

পরের দিন কাকু গেল কাজেতে ,

গিয়ে দেখে গেছে সব ফিনিশ হয়ে ,

এবার কাকু বিমান করে বাংলাদেশে !!

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356041
০৩ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪৩
আফরা লিখেছেন : ভাল হইছে বিদেশে আবার বাংলাদেশের রাজনীতি কিসের ।
০৩ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪৯
295653
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এদের ভাবসাব দেখে মনে হয় প্রেসিডেন্ট হয়ে গেছে
356044
০৩ জানুয়ারি ২০১৬ রাত ০২:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া । আজ পুরনো একটা লেখায় আপনার কমেন্ট পেয়ে আপনার কথা ভাবছিলাম। কেমন আছেন ভাইয়া?
১২ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৭
296093
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,,আমরা সবাই একই পরিবারের সবাইকে সবাই মনে রাখতেই হবে . প্লিজ আমার ফেসবুক আইডি
https://www.facebook.com/ami.b.cai.9
356046
০৩ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৯
শেখের পোলা লিখেছেন : ভ্যালারে কাকু বেঁচে থাক চিরকাল৷
১২ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৭
296094
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File