অজগরের মুখের মুক্তা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৩:১৫ রাত



কঠিন চেতনায় গাড়ির নিচে জোতা খুঁজি

অজগরের মুখ থেকে মুক্তা আনতে রাজি।

শিয়ালের মুখে গল্প শুনে খিলখিলাইয়া হাসি

শত্রুর কাছ থেকে লড়াইয়ের ফাইটিং শিখি।

ফেলানিকে গুলি করে ঝুলিয়ে রাখে কাঁটাতারে

বাবুলেকে লেন্টা করে উলঙ্গ শরীরে আঘাত করে

রাইফেলের ভট ভট শব্দে সীমান্ত শিশুর ঘুম যায় ভেঙে।

দেশের আমাজনতা বসে আছে মুখে আঙুল দিয়ে।

( আমাদের বিজিবেকে ট্রেনিং সার্টিফিকেট দিচ্ছে খুনি বিএসএফ)

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353865
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৮
আবু জান্নাত লিখেছেন : এই না হলে ডিজিটাল
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৫
293947
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাই আমরা আটকা আছি ডিজিটালে
353869
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০২:০৫
জোবাইর চৌধুরী লিখেছেন : সিকিম বানানোর পূর্বাভাস।
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:৫৯
293821
অপি বাইদান লিখেছেন : বাংলাদেশ সিকিম হতে পারলে মন্দ কি? গিজগিজ চোর, ছেঁচর ভুখা মুমিন ছাড়া বাংলাদেশে আর কি আছে?
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:৫৯
293822
অপি বাইদান লিখেছেন : বাংলাদেশ সিকিম হতে পারলে মন্দ কি? গিজগিজ চোর, ছেঁচর ভুখা মুমিন ছাড়া বাংলাদেশে আর কি আছে?
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৬
293948
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিকিম করার জন্যই শয়তানরা দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে
353873
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০২:২৮
আব্দুল গাফফার লিখেছেন : শিয়ালের কাছে মুরগি বরগা দেওয়া । দেশের মানুষ পাকিদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল বিশ্বাস হয় না । অনেক ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০১
293823
অপি বাইদান লিখেছেন : পবিত্র ফাঁকিস্তানের বিরুদ্ধে আল্লার মুমিনরা যুদ্ধ করেনি, করেছে রাজাকারী।
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৭
293949
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারতের গোলামী থেকে মুক্ত হতে হলে শুরুতে দালালদের চিনতে হবে
353928
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
হতভাগা লিখেছেন : বিএসএফ মনে করছে তার ছাত্র সঠিকভাবে তার দেওয়া শিক্ষা কাজে লাগাচ্ছে
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৭
293950
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি এটাই সার্টিফিকেটের মূল অর্থ
353957
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৮
293951
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া কাজের ফাঁকে লিখতে হয় আগের মত সুযোগ নেই তবুও সাথে আছি থাকব। ধন্যবাদ আপনাকে
353963
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুইটাই বাংলাদেশিকে গুলি করে। সো নো প্রবলেম!!!
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৮
293952
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের এ থেকে পরিত্রানের উপায় একটি হায়েনার বিদায়
354045
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৭
শেখের পোলা লিখেছেন : সিংহ থেকে শেয়াল সেখান থেকে এখন ভেড়া বানানো হচ্ছে৷ তারই সনদ দেওয়া হল৷
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৯
293953
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা বলেছেন ,ধন্যবাদ ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File