অজগরের মুখের মুক্তা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৩:১৫ রাত
কঠিন চেতনায় গাড়ির নিচে জোতা খুঁজি
অজগরের মুখ থেকে মুক্তা আনতে রাজি।
শিয়ালের মুখে গল্প শুনে খিলখিলাইয়া হাসি
শত্রুর কাছ থেকে লড়াইয়ের ফাইটিং শিখি।
ফেলানিকে গুলি করে ঝুলিয়ে রাখে কাঁটাতারে
বাবুলেকে লেন্টা করে উলঙ্গ শরীরে আঘাত করে
রাইফেলের ভট ভট শব্দে সীমান্ত শিশুর ঘুম যায় ভেঙে।
দেশের আমাজনতা বসে আছে মুখে আঙুল দিয়ে।
( আমাদের বিজিবেকে ট্রেনিং সার্টিফিকেট দিচ্ছে খুনি বিএসএফ)
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন