নয়া দিগন্ত পত্রিকর ফেসবুক পেজের এডমিনদের একটু নজরে রাখুন।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ নভেম্বর, ২০১৫, ০২:১৮:১৫ রাত

দৈনিক নয়া দিগন্ত পত্রিকা মানেই হক এবং শালীন বলেই জানতাম। আবার অনেকের মতে নয়া দিগন্ত পত্রিকা হচ্ছে আলেম উলামাদের সমর্থক ,মজলুমের সমর্থক এমনকি অনেকে বলে পত্রিকাটি নাকি বিশেষ কোনো ইসলামী দলের পরিপোষক। হ্যা আমরা পত্রিকাটির লিখায় তা মনে করেছিলাম।

দেশের প্রতিটি পত্রিকার রয়েছে অফিসিয়ালি ফেসবুক পেজ। যেখানে পত্রিকার লিংক শেয়ার করা হয় যাতে করে পাঠক বৃদ্ধি হয়।দেশের অনেক পত্রিকার ফেসবুক পেজ রয়েছে যেসব পেজে শুধু অশ্লীল খবরের লিংক শেয়ার করা হয়। সকল পত্রিকার ন্যায় নয়া দিগন্তেরও ফেসবুক পেজ রয়েছে। সার্বিক বিবেচনায় কখনো কেউ নয়া দিগন্ত পত্রিকার পেজে অশ্লীল খবরের লিংক আশা করতে পারেনা। কিন্তু সেটা হচ্ছে বারবার অশ্লীল খবরের লিংক শেয়ার করে পাঠকদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যারা পত্রিকাটির খবরের দৃষ্টিভঙ্গি দেখে খুশি হতাম আজ আমরা হতাশ। বারবার পত্রিকাটির ফেসবুক পেজে বার্তা পাঠিয়ে ও কোনো সুরাহা হচ্ছে না। এমন কি আমার পরিচিত অনেকে পত্রিকা অফিসে ফোন করে বিষয়টা জানিয়েয়্ছেন। পত্রিকাটির অনলাইন থেকেই এই পেজের লিংক পাওয়া যায় এতেই প্রমানিত অফিসিয়ালি পেজ।

নয়া দিগন্ত পত্রিকা পরিবারকে অনুরুধ জানাচ্ছি আপনাদের ফেসবুক পেজের এডমিনদের একটু নজরে রাখুন। পত্রিকাটির শালীনতা যারা নষ্ট করতে যাচ্ছে তাদের চিন্নিত করেন অন্তত পত্রিকাটির খাতিরে।

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349333
১১ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫১
কাহাফ লিখেছেন : নয়া দিগন্ত থেকে এমন কেউই আশা করে না!
সময়ের সাথে ভাসিয়ে দিচ্ছে স্বকীয়তা নয়া দিগন্ত! এটা কাম্য নয়!
আশা করি- কর্তৃপক্ষ সুনজর দিবেন এ ব্যাপারে!
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২২
289997
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
349349
১১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৪
আহমদ মুসা লিখেছেন : বিষয়টি বিব্রতকর।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২২
289996
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া
349387
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৩
জাইদী রেজা লিখেছেন : বিষয়টি বিব্রতকর।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২২
289995
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া
349391
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০০
শফিউর রহমান লিখেছেন : সম্ভবত ওটা নয়া দিগন্তের অফিসিয়াল পেজ নয়। কেউ তার নিজের ইচ্ছায় ঐ নামে পেজ খুলেছে, বেশী লাইক পাবার আসায়।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২২
289994
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অফিসিয়ালি পেজ এটা কনফার্ম
349436
১১ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু পেজ নয় টাইম লাইনেও এমন বিব্রতকর বিজ্ঞাপন চলে আসে।
১২ নভেম্বর ২০১৫ রাত ০২:৩০
290045
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি বিশ্বাস করে যারা নয়া দিগন্তে কাজ করেন তাদের অনেকেই এই ব্লগে আসেন। বিষয়টা নিয়ে চিন্তা করবেন বলে আশাবাদী।
354422
১৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
মোঃ আবু তাহের লিখেছেন : আশ করি তারা সেদিকে নজর দিবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File