বাংলাদেশে শিব সেনা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ নভেম্বর, ২০১৫, ০১:২৬:৫৯ রাত



শিব সেনা সীমান্ত পেড়িয়ে এসেছে ,

কালো বিড়ালের বেশ ধরে।

সেই শিব সেনা , বাবরি মসজিদ যারা ভেঙ্গেছে ,

গরু খাওয়ার অপরাধে খুন যারা করেছে।

আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি দেখে ওরা জ্বলছে।

তাই সীমান্ত পেড়িয়ে আমাদের গায়ে লেগে ঝগড়া চাচ্ছে ,

মুসলিম দেশের মসজিদ মাদ্রাসা বন্ধ করার আবদার রাখছে।

বাংলাদেশের জমিন পবিত্র ,

হতে দেব না আমরা কলঙ্কিত।

মুসলিম বলেন আর হিন্দু বলেন একসাথেই বসবাসরত।

হাতে হাত রেখে আমরা আছি শক্ত।

ঐক্যের হুঙ্কারে পালাবে গন্ড মুর্খ ,

ইনসাফ জানে মুসলিম ,

নয় শিব সেনাদের মত জালিম !

বিষয়: বিবিধ

২৩০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348394
০৪ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৮
শেখের পোলা লিখেছেন : প্রভুরা তাদের গনিমতে পাওয়া দেশে দয়া করে থাকতে দিয়েছ৷ তাদের আদেশ নিষেধ আমাদের মানতেই হবে৷আমরা মুসলমান হলে মাথার মুকুটটা ছুঁড়ে ফেলতাম না৷
০৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৮
289270
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আফুসুস করাই আমাদের নসিবে
348408
০৪ নভেম্বর ২০১৫ রাত ০৩:৩৬
কাহাফ লিখেছেন :
মুসলমানিত্ব বিসর্জন দেয়ার ফলাফল আজকের করুণ এই পরিণতি!
সংখ্যাগরিষ্ট নামধারী মুসলিমদের সামগ্রিক উদাসীনতায় 'চোরা বিলাই'খ্যাত এই কুলাংগারের সাহস আছে বৈকি!
০৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৯
289271
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অর এবং ওদের সাহস দেখে হ্সুধু অবাক হচ্ছি
348413
০৪ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২১
হতভাগা লিখেছেন : এ কথা কোন মুসলমান নেতা হিন্দু ধর্মের ব্যাপারে বললে এতক্ষনে শাহবাগে প্রতিবাদ সমাবেশ বসে যেত
০৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৯
289272
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গ্রেপ্তার হয়ে রিমান্ড হয়ে যেত
348426
০৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:০০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই নেতা মহোদয় নিজেই একজন ভালো হিন্দু নয় তার মুখেরই কথা...তবে একজন কট্টর মুসলিম বিদ্বেশি তা তার কাজে কর্মেই প্রমান পাওয়া যায়...এই সব অসৎ লোকেরা যতদিন নেতা বলে বিবেচিত হবে ততদিনই রাজনিতির নিতি থাকবেনা.... অনেক ধন্যবাদ
০৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৫১
289275
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওদের মত বেয়াদব লোক যতদিন দেশের গুরুত্বপূর্ণ পদে থাকবে ততদিন আমাদের আফসুস করতে হবে।
348430
০৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৪
আবু জান্নাত লিখেছেন : হায়া শরম না থাকলে যা হয় আর কি! বস্তা ভরা টাকা চুরির অপরাধে যার লুকিয়ে থাকার কথা, সে আজ জনগনের সামনে মুখ দেখায়, এটাও কি কম!

০৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৫০
289274
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুই কান কাটা বলেই আজ সে লজ্জাহীন
348439
০৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোরের আবার জাত কি???
০৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৫০
289273
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কান কাটা বলেই সে এমন করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File