ট্রাফিক পুলিশ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ অক্টোবর, ২০১৫, ১০:২১:০৪ রাত
ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে
রোডের মোড়ে মোড়ে ডানা মেলে।
কাগজ বিহীন গাড়ি নহে ,
চেহারাতে আরাম খোঁজে।
চুপিচুপি কথা বলে ,
শত টাকায় পকেট ভরে।
টাকা হাতিয়ে , দেয় ছেড়ে।
চুল ওয়ালা বাগনা আটকা গেলে ,
মামুর সাথে ফোন করে মৃদু হেসে
সাথে সাথে বাগ্নার ছাড়া মেলে।
ট্রাফিক পুলিশ নাম কে রখেছে ?
জানতে পারলে দিতাম ভুল ধরিয়ে ,
ট্রাফিক পুলিশ আইন মানেনা ,
ঘোষ তাদের আসল সাধনা।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনৈতিকতা সমর্থনযোগ্য নয়!!
কিন্তু রাষ্ট্রীয় কলাকৌশলই এজন্য সবচেয়ে বেশী দায়ী!!
বাস্তবে তাদের বেতন-ভাতা-সুবিধাদি খুবই নিম্নমানের, সম্মানজনক সাধারণমানের জীবনযাপনও অসম্ভব!!
মন্তব্য করতে লগইন করুন