ট্রাফিক পুলিশ

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ অক্টোবর, ২০১৫, ১০:২১:০৪ রাত



ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে

রোডের মোড়ে মোড়ে ডানা মেলে।

কাগজ বিহীন গাড়ি নহে ,

চেহারাতে আরাম খোঁজে।

চুপিচুপি কথা বলে ,

শত টাকায় পকেট ভরে।

টাকা হাতিয়ে , দেয় ছেড়ে।

চুল ওয়ালা বাগনা আটকা গেলে ,

মামুর সাথে ফোন করে মৃদু হেসে

সাথে সাথে বাগ্নার ছাড়া মেলে।

ট্রাফিক পুলিশ নাম কে রখেছে ?

জানতে পারলে দিতাম ভুল ধরিয়ে ,

ট্রাফিক পুলিশ আইন মানেনা ,

ঘোষ তাদের আসল সাধনা।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345193
০৯ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টেরিফিক কবিতা!!
১১ অক্টোবর ২০১৫ রাত ০১:২৯
286494
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ট্রাফিক পুলিশ শুনলি ভিক্ষা চাইবে Tongue
345208
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:২২
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : ট্রাফিক পুলিশ আইন মানে না? ভাইয়া পুলিশের ডান্ডার বাড়ি খাইলে বুঝবা
১১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩১
286495
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আমি ওদের ভয় পাই ভাই যেমনটা ভয় পাই শহরের গুন্ডা ভিক্ষুকদের ঠিক তেমন ভয়
345238
১০ অক্টোবর ২০১৫ রাত ০৪:০১
শেখের পোলা লিখেছেন : সুইস ব্যাঙ্কে ওদের একাউন্ট না থাকলেও সাদ আহলাদতো আছে নাকি? ওরা পিছিয়ে পড়বে কেন?
১১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩১
286496
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ওদের ভয় পাই ভাই যেমনটা ভয় পাই শহরের গুন্ডা ভিক্ষুকদের ঠিক তেমন ভয় Tongue
345274
১০ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৪
আবু জান্নাত লিখেছেন : সব চোরের বাচ্চ।
১১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩১
286497
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue Tongue শুনলি ভিক্ষা চাইবে
345292
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৭:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আইনতো সব গরিবের জন্য।
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
286582
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া ঠিক বলেছেন
345300
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৯
হতভাগা লিখেছেন : গরীব মানুষ , দুই চার পয়সা চাইয়া লয় । না হইলে বউ পোলাপান নিয়া যাইব কৈ ?
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
286583
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাইলে ভিক্ষুক নাম দেয় না কেন ?Tongue
১৩ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৩
286625
হতভাগা লিখেছেন : সবাই ভিক্ষুক , তবে ভিন্ন ভিন্ন নামে করে
345322
১১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনৈতিকতা সমর্থনযোগ্য নয়!!
কিন্তু রাষ্ট্রীয় কলাকৌশলই এজন্য সবচেয়ে বেশী দায়ী!!

বাস্তবে তাদের বেতন-ভাতা-সুবিধাদি খুবই নিম্নমানের, সম্মানজনক সাধারণমানের জীবনযাপনও অসম্ভব!!
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
286584
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,,রাষ্টের এই বিষয়ে কিছু করার সময়ের দাবি
345371
১২ অক্টোবর ২০১৫ রাত ০১:০০
আব্দুল গাফফার লিখেছেন : এ আর নতুন কি?এরাও তাল মিলেয়ে চলছে, চলতে দিন ।
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
286585
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া বাধা দিলে লাঠি দিয়ে পেদানি দিবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File