ভারতের উগ্রতা মেনে নেওয়ার মত নয়

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ অক্টোবর, ২০১৫, ১১:৪৭:৪৯ রাত



ভারতের মুসলমানদের উপর উগ্রবাদীদের হিংস্র হামলার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান সহ হিন্দু সম্প্রদায়কেও প্রতিবাদ করতে হবে। ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশের পাশের দেশ ভারতে যখন গরু গোসত খাওয়ার অপরাধে খুন করা হচ্ছে। খুনের বিপক্ষে পার্লামেন্টে কথা বলার কারণে মুসলিম এমপিকে কিল ঘুষি মেরে রক্ত ঝরাচ্ছে ঠিক সেই মুহুর্তে বাংলাদেশ নিরব থাকা চলবে না। ভারতীয় হাইকমিশনের সামনে গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যেম এর প্রতিবাদ করতে হবে । বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কেও এর প্রতিবাদ করতে হবে যাতে করে ভারত বুঝতে পারে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতির দেশ আর ভারতে উগ্রবাদী জঙ্গির বসবাস।

বাংলাদেশ থেকে কটুর হুশিয়ারী উচ্চারণের মাধ্যমে ভারতের জঙ্গি ও উগ্রতাকে ঘৃনা দেখাতে হবে। বাংলাদেশের হিন্দু নেতৃবৃন্দ ভারতের ধর্মীয় নেতাদের সাথে এবিষয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশের পার্লামেন্ট থেকে ভারতের এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা জরুরি। একের পর এক সাম্প্রদায়িক হামলা ,খুন মেনে নেওয়া যায় না। ভারতের মজলুম মুসলমানের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। ভারতের মজলুম মুসলমনের নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না। সে ব্যাপারে আন্তর্জাতিক মহলে প্রচার ও প্রসার করে জানান দিতে হবে। আর এটা প্রথমেই শুরু করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একটি ক্লিন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর পাশের দেশ উগ্র ধর্মীয় মনোভাব নিয়ে উগ্র হিন্দু দ্বারা মুসলিম খুন হবে সেটা মেনে নেওয়া যায় না। ভারতের মজলুম মুসলমানের পক্ষে শুধু ধর্মীয় ভাবে নয় মানবিক দৃষ্টিতেও কথা বলতে হবে। আমরা পত্র পত্রিকায় দেখেছি ভারতের অনেক হিন্দু ধর্মীয় নেতারা মজলুম মুসলমানের পক্ষে অবস্থান নিয়েছেন।

ভারতের হিন্দু অনেক নেতা যদি সেটা করতে পারে আমাদের দেশে কেন পারবে না ? দল মত নির্বিশেষে পাশের দেশের মজলুমের পক্ষে কথা বলা নৈতিক ও ঈমানী দায়িত্ব।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345087
০৯ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কেও এর প্রতিবাদ করতে হবে যাতে করে ভারত বুঝতে পারে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতির দেশ আর ভারতে উগ্রবাদী জঙ্গির বসবাস।
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:১৬
286346
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদGood Luck Good Luck
345089
০৯ অক্টোবর ২০১৫ রাত ০১:০৩
শেখের পোলা লিখেছেন : বাংলাদেশে অনেক বাহিনী আছে, পুলিশ,র্্যাব, গুম, খুন,প্রভৃতি৷ সব প্রতিবাদ মানা৷আমরা স্বাধীন দেশের নাগরিক৷
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:১৭
286347
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি হ্যা চুপ থাকতে হবে সবাইকে
345099
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:১১
মুক্ত কন্ঠ লিখেছেন : এই ক্রান্তিকালে আমাদেন নেতৃত্বের গুরুভারটা কে নেবে সেটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন!
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:২১
286349
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে ইনশা আল্লাহ কেউ না কেউ হল ধরবে
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:৪৯
286354
মুক্ত কন্ঠ লিখেছেন : সে প্রত্যাশায়ই আছি। ধন্যবাদ!
345117
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : মুসলিম দেশ বাংলাদেশেই খাটি মুসলিমরা নিরাপদ নয়,দাড়ি টুপি ওয়ালারা নিরাপদ নয় আর ভারত !!!
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৯
286412
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই আসল সমস্যা
345144
০৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশেই বোধহয় এখন নিষিদ্ধ হবে।
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪০
286413
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হতেও পারে Yawn
345150
০৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৯
আবু জান্নাত লিখেছেন : সহমত রইল, শুকরিয়া।
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪০
286414
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ!Good Luck Good Luck
345301
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫২
হতভাগা লিখেছেন : মোগেম্বো খুশ হুয়া
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
286580
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying
345321
১১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমরা দিন দিন অনুভূতিহীন ভীরু-কাপুরুষের জাতিতে পরিণত হচ্ছি!!

আমাদের শিক্ষকমন্ডলীও বিবেক-বিক্রীত এবং বিবেক-বিকৃত-
তাঁরাও এখন আর সত্য-ন্যায়ের জন্য জীবনবাজির শিক্ষা দেননা,
সত্য-ন্যায়ের জন্য জীবনবাজি রাখতেও ভয় পান!!
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
286581
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালিকুম সালাম ,,,আমরা এখন পা ছাতা জাতিতে পরিনিত হয়েছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File