যে দেশের এমপি কুত্তার বাচ্চা বলে শিশুকে গুলি করে সেই দেশ কেমন আছে ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ অক্টোবর, ২০১৫, ১১:৩২:২৭ রাত
সরকার আর সরকারী ব্যক্তি দুই মিলেই জনগনের অবস্থান। সরকার যা সিদ্ধান্ত নেবে সেটা জনগনের সিদ্ধান্ত। সরকার অন্তর্জাতিক নানান বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেটা সেই দেশের জনগনের সিদ্ধান্ত বলে পরিচিতি পাবে। সরকারী ব্যক্তি এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যা করবেন তা জনগনের হয়ে করবেন।
গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আবোল-তাবোল গালাগালি করে নিজের পিস্তল দিয়ে গুলি করেছে বলে জানিয়েছে গুলিবিদ্ধ শিশু সৌরভ (১০)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ এনটিভিকে এ তথ্য জানিয়েছে।
সে বলেছে, আমি ব্যায়াম করবার লাগছি। এমপি লিটন গাড়িখ্যান বামনডাঙ্গা থেকে আইসছে। আসিয়ে থামাইল, থামাইয়া আবোল তাবোল কয়, কুত্তার বাচ্চা কয়, কয়া গুলি মারিল।’ (সুত্র :RTNN )
সরকারী এমপি যখন কুত্তার বাচ্চা বলে গুলি করে তখন রাজন হত্যা আর হ্যাপী নির্যাতনের বিচার চাওয়া দেশের জনগনের জন্য বেমানান। সিলেটে রাজন নামের এক শিশুকে হত্যা করা হয়েছিল চুরির অপবাদ দিয়ে। হ্যাপী নামের এক গৃহকর্মী শিশুকে নির্যাতন করে আহত করেছিল ক্রিকেটার শাহাদাত।
আমরা যদি এমপির গুলি করা মেনে নিয়ে নিরবে বসে থাকতে পারি তাহলে অন্যান্য হত্যা ,নির্যাতনের বিরুদ্ধে কথা বলা অহেতুক। আর যদি কথা বলতেই হয় প্রথমে সরকারী এমপির বিরুদ্ধে কথা বলতে হবে । শিশুকে গুলি করার অপরাধে সঠিক বিচার চাইতে হবে। জনগনের ভোটের অধিকার হরণ করে ক্ষমতায় বসে যা মন চায় তা করতে দেওয়া যায় না। দেশের মধ্যে একেরপর এক কর্মকান্ড করা হচ্ছে যা জাহেলি যুগকেও হার মানাচ্ছে। দেশের জনগনের একটাই কাজ হওয়া জরুরি ভোট বিহীন ক্ষমতা দখলকারী সরকারেকে আন্দোলনের মাধ্যমে বিদায় করে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনা ।
বর্তমানে দেশের রূপ কি যে ভয়াবহ তা বলার বাকি থাকে না। এমপি রাগ করে শিশুকে গুলি করে। বিদেশী নাগরিক খুন হয় ,ছাত্র-ছাত্রীদের পুলিশ দিয়ে মারা হয়।এসব দেখে বারবার একটা প্রশ্ন দেখা দিচ্ছে দেশ কেমন আছে ? যে দেশের এমপি কুত্তার বাচ্চা বলে গুলি করে সেই দেশ কেমন আছে ?
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অতিসত্তর এরা বিলিন হবে ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন