Love Struck Good Luck Rose মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা (পর্ব - ২৩ ) Love Struck Good Luck Rose পরিষ্কার পরিছন্ন

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১১:২৪ রাত



উন্নত দেশের প্রথম পরিচিতি হচ্ছে তার রূপ।আর সেই রূপ হয় পরিষ্কার পরিচ্ছন্ন । সংযুক্ত আরব আমিরাতও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। আমিরতের প্রতিটি স্টেটের বিশেষ স্থান সমূহ সাজানো হয়েছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের ন্যায়। আমিরাতে প্রায় ১৪০ দেশের মানুষ রয়েছে যাদের বেশিরভাগই উন্নত দেশের। আমিরাত শাসকের আলাদা বাত্সরিক বাজেট থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য।

একটা বিষয় খেয়াল করলেই বুঝা যাবে আমিরাত সরকার পরিষ্কারের বিষয়ে কতটা সোচ্চার। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য কর্মী আনার চুক্তি হয়। এছাড়া নেপাল ,পাকিস্থান ,ভারত ,শ্রীলংকা থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কর্মী আনা হয় আমিরাতে। যারা বলদিয়ার ( Municipality ) অধীনে কাজ করেন। এছাড়াও বিভিন্ন ছাপ্লাই কোম্পানিও একই কাজের জন্য বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসে । ছাপ্লাইয়ের কর্মীরা বিভিন্ন কোম্পানিতে বাত্সরিক বা মাসিক চুক্তিতে কাজ করেন।

বাংলাদেশী প্রবাসীরা আমিরাতে নানান পেশায় রয়েছেন তবে অধিকাংশই সাধারণ কর্মী। আমরা বাংলাদেশী প্রবাসীরাও পরিষ্কার পরিছন্ন থাকার আপ্রাণ চেষ্টা করি। কিন্তু কিছু প্রবাসীদের কারণে আমাদের দেশের দুর্নাম হচ্ছে। এমনকি বিদেশীদের মুখে সরাসরি শুনতে হয় দুর্নামের কথা। অনেক সময় কিছু প্রবাসী ভাইদের অসচেতনতার জন্য সবাইকে লজ্জিত হতে হয়। দুবাই , শারজাহ শহরে রয়েছে বাংলা বাজার মূলত বাংলাদেশীদের লোক সংখ্যা বেশি বলে লোক মুখে স্থানের নাম লেগেছে বাংলা বাজার । দুবাই ,শারজাহ ছাড়া আরো দু একটা স্থান এমনটা রয়েছে। এসব বাংলা বাজারে গেলে বুঝাই যায় না বাংলাদেশ নাকি আমিরাত ?পানের পিক ,পানের কাগজের পেকেট ,হাকিম পুরী আর মিষ্টি জর্দার ক্যানে ভরপুর পুরো বাজার। বাজারের যে প্রান্তেই যাবেন দেয়ালে পানের পিকের দাগ পাবেন। আমিরতের পথে পথে আবর্জনা ফেলানোর জন্য কখে পড়ার মত বড় বড় রঙিন ডাস্টবিন রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশী অনেক ভাই সেটা ব্যবহার না করে দেখা যায় রাস্তার মধ্যেই আবর্জনা ফেলেন।

সামাজিক ভাবে সোচ্চার হওয়ার পাশাপাশি ব্যক্তিগত ভাবে ক্লিন থাকাটা জরুরি অন্তত নিজের জন্য। কর্মস্থলে নিজের কাপড় যেন পরিষ্কার থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কাপড় পুরোনো কিংবা নতুন বিষয় সেটা নয় পরিষ্কার থাকা হচ্ছে আসল। শরীরে কোনো রকম দুর্গন্ধ থাকা ঠিক নয়। তবে এটা ঠিক কিছু কাজ রয়েছে পরিষ্কার থাকা যায় না তবুও নিজের মত করে সোচ্চার থাকতে হবে।সহকর্মীদের পাশে দাঁড়ালে নিজেকে যেন কখনো দুর্বল মনে না হয় । ব্যক্তিগত পরিষ্কার পরিছন্ন থাকার কারনে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে।

প্রবাস জীবনে একাকিত্বের প্রধান নমুনা হচ্ছে নিজের কাজ নিজে করতে হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ নিজেই করতে হয়। প্রবাস জীবনকে যে ভাবেই চিন্তা করবেন কষ্টের সেটা মানতেই হবে। প্রবাস জীবন কষ্টের হলেও নিজেকে মানিয়ে নিতে হবে আর সে জন্য সোচ্চার হতে হবে।

আমার পরিচত এক প্রবাসী গত ৫ বছর থেকে একটি কোম্পানিতে কাজ করে আসছেন। উনার কাজ হচ্ছে অফিস পিয়নের। বিভিন্ন ফাইল পত্র এক টেবিল থেকে অন্য টেবিলে আনা নেওয়া করেন। দীর্ঘ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকায় সহজেই নিজের কাজ করতে পারেন কোনো রকম সমস্যা হয় না। কিন্তু একদিন এক অফিসার উনাকে তার অফিসে যেতে নিষেধ করেছে। উনি কষ্ট পাওয়ার কথা ছিল কিন্ত কষ্ট না পেয়ে বরং লজ্জিত হলেন। এর পেছনে একমাত্র কারণ উনি কখনো কখনো পান খেয়ে অফিসে যেতেন। আমার সাথে ভালো পরিচয় ছিল , উনি যখন পান খেতেন বাহিরী রকমের জর্দা পানের মধ্যে দিয়েই খেতেন। এসব জর্দার মধ্যে অন্য রকম একটা গন্ধ রয়েছে নতুন কেউ পাশে থাকলে মাথা ব্যথা করবে। সেদিন ও হয়তো এমন কোনো জর্দা পানের সাথে খেয়েছেন আর অফিসারের খারাপ লেগেছে। উনি আমাকে বলেছেন পূর্বেও নাকি অনেকবার বলা হয়েছিল পান খেয়ে উনার অফিসে না যাওয়ার জন্য।কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। বেশ কিছু দিন এভাবে চলার পর একদিন সেই অফিসার ডেকে নিয়ে থাকে বলেছেন উনার মাথা ব্যথা করে এসব গন্ধে। এর পর থেকে উনি আর পান খেয়ে অফিসে যান না এমনকি আগের মত পান খাওয়ার অভ্যাস নেই।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343737
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিরাত বা কাতারে যখন অপরচ্ছিন্নতার জন্য কোন বাংলাদেশির বিরুদ্ধে ব্যাবস্থা নেয় তখন মিডিয়ায় শোর উঠে যে ওরা আমাদের দরিদ্র বলে অবজ্ঞা করছে। আর এই কাজ যখন সিঙ্গাপুর বা থাইল্যান্ড এ করে তখন আহা! ওদের দেশে কি ভাল আইন!
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৩
285162
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত। অনেকে গালাগালিও করে। ধন্যবাদ ভাই
343755
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৫
দ্য স্লেভ লিখেছেন : বাঙ্গালীরা সবখানেই প্রায় একই রকম করে। ....আমি নিজেই ঘরে ...ইয়ে মানে তেমন একটা গোছালো নই....Happy
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪২
285164
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের সবার এ ক্ষেত্রে আরো একটু সোচ্চার হতে হবে। ধন্যবাদ ভাইয়া
343757
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৯
আবু জান্নাত লিখেছেন : বাঙ্গালীর মত কাচরা জাতি পৃথিবীতে খুব কমই আছে। যেমন পান খাওয়া, যেখানে সেখানে পিক ফেলা, যেখানে সেখানে বিড়ি সিগারেট পান করা, কথায় কথায় গালি গালাজ করা, সুন্দর ব্যবহার না জানা, অল্পতেই মারামারি। ইত্যাদি
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
285244
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর ব্যবহার না জানা ,এটাই আসল
343766
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক কিছু জানলাম। Love Struck
খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
285245
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck
343785
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২০
শেখের পোলা লিখেছেন : হিন্দী সিয়ালগুলো যদি এসব দেখাত তাহলে অন্ততঃ আমাদের মহীলা ও বাচ্চারা শিখে ফেলত৷আমরা সহজে বদলাবার নয়৷
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
285246
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ।ধন্যবাদ Good Luck
343787
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২৬
হতভাগা লিখেছেন : মধ্যপ্রাচ্যে আপনারা প্রবাসীরা বেশ লাক্সারীর ভেতরেই আছেন
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
285247
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের কিছু কালচার প্রবাসে চালু করতে গিয়েই সকল সমস্যা
343862
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০১ নভেম্বর ২০১৫ রাত ১১:০৮
289029
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File