দৌড়া বাপু

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৮:৩৫ রাত



দৌড়া বাপু তীব্র গতিতে

জানিনা কখন কোন দিক থেকে

গুলি এসে লাগে বুকে।

কান দুটি জালাপালা হয়ে গেছে

সন্ত্রাসীর বুলেটের শব্দে ।

দৌড়া বাপু তীব্র গতিতে

পায়ের জুতা হাতে নিয়ে

জুতা পায়ে চলার পরিবেশ আর নাইরে

পরিবেশ নষ্ট হয়েছে

হিংসা - লালসার দুর্গন্ধে ।

দৌড়া বাপু তীব্র গতিতে

জানিস বাপু এই দেশ নিয়ে

অনেক স্বপ্ন ছিল মনে ,

আজ সকল স্বপ্ন ভুলে গিয়ে

চিন্তায় আছি বেঁচে থাকা নিয়ে !!

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342874
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর ও সঠিক কথাই লিখেছেন কবিতায়। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১১
284322
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,,আপনাকে অনকে ধন্যাবদ পড়ার জন্য
342876
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেীড়াইয়া ও লাভ নাই! বুলেট পিছনে ধাওয়া করবে।
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১২
284323
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইজান কি করলে বাঁচা যায় তাই একটা পদ্ধতি বের করলাম দৌড়
342877
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৫
বিনো৬৯ লিখেছেন : ভাই দৌড়াইলে কি বুলেটকে পেছনে ফেলা যাইব? তাইলে আজ থেইকাই দৌড়ানোর প্র্যাকটিস শুরু কইরা দিই। কী বলেন Tongue
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১২
284324
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উসাইন বোল্ট হইবার মন চায় নাকি ভাইজান ?
342886
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৫
শেখের পোলা লিখেছেন : চিন্তায় আছি বেঁচে থাকা নিয়ে। দুধ খাব বলে গরু কিনে এনে দেখি এটা গাই নয় দামড়া৷৷
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৩
284325
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যার ফলে দিশেহারা আমরা
342894
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৭
আফরা লিখেছেন : দৌড়াইলে ও গুলি থেকে বাচা যাবে না ।
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৩
284326
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সামান্য চেষ্টা মাত্র
342903
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৮
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : দৌড়শ্নে বাবা বেহুঁশ হয়ে,
পাবি ব্যাথে হুসট খেয়ে।
তুলবে না কেউ হাত বারিয়ে,
জান বাচাবি কোথায় গিয়ে।
এসে হয়তো আরেক গ্রুপ
মারবে পিঠে দারুপ দুরুপ।
দেশটা এখন রসাতলে,
কিলাভ হবে এসব বলে ?
(লিখাটা ভাল লেগেছে)
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৪
284327
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জানি জনাব লাভ নাই
তবু ও যে বাচতে চাই
342957
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৫
হতভাগা লিখেছেন : আর নয় দৌড় ঝাঁপ চেয়ে চেয়ে মার খাওয়া , এবার উঠে দাঁড়াতে হবে





It's pay back time


২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৫
284328
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার পদ্ধতি আরো উন্নত
342982
২২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

﴿قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ﴾
৮) তাদের বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছো তা তোমাদের কাছে আসবেই তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন৷ তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করছিলে৷
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৬
284329
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,,অনেক অনেক শুকরিয়া । Good Luck Good Luck Good Luck
343017
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০২
আবু জান্নাত লিখেছেন : আজ সকল স্বপ্ন ভুলে গিয়ে
চিন্তায় আছি বেঁচে থাকা নিয়ে
দারুন কবিতা। Give Up Give Up Give Up Give Up
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৮
284334
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ Good Luck Good Luck
১০
343294
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : দৌড়িয়ে যাব কোথায় ভাইজান।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
284556
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সামান্য চেষ্টা মাত্র

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File