আর নয় যৌতুক

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৫:৪১ রাত



আসুন সবাই যাই দাঁড়িয়ে ,

এক সাথে কাথারে কাথারে।

হাতে হাত রেখে ,

বলুন সবাই সুরে সুর মিলিয়ে।

যৌতুক নামের জুলুম আর নয়।

চাইবে যে যৌতুক ,

জেল খানা যেন তার বাসস্থান হয়।

যৌতুক নিতে চায় যারা ,

সমাজে জায়গা পাবে না তারা ।

করতে চাই তাদের বর্জন।

যৌতুক নামের নির্যাতন ,

করতে চাই সমাজ থেকে কর্তন।

আর নয় যৌতুক ,

আর নয় বোনকে প্রহার অহেতুক

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342418
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : শামিল হইলাম।
১৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
283888
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
342425
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : যৌতুক নেয়া এবং দেয়া দুটাই অপরাধ৷
১৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
283889
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি হ্যা ,ধন্যবাদ
342457
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : যৌতুক তারাই চায় যাহারা সমাজে কৌতুক...
নিজেদের হেডম নাই কিছু কারার তাই সাজে ভিক্ষুক,
যৌতুক খুরদের জন্য কান কাটা আইন চাই,
ধরে ধরে কান কেটে দেবে সচেতনরা...
ওদের সমাজচুত করা একঘরে করে রাখা দরকার...ওরা কুকুরের চেয়েও অধম ধন্যবাদ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
283890
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই কুকুর গুলোরে মানুষ করতে হলে প্রয়োজন সমাজিক ঐক্য ,ধন্যবাদGood Luck
342536
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
পড়লাম, দোয়া করি, যৌতুক শব্দটি বিলুপ্ত হোক

জাযাকাল্লাহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File