আর নয় যৌতুক
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৫:৪১ রাত
আসুন সবাই যাই দাঁড়িয়ে ,
এক সাথে কাথারে কাথারে।
হাতে হাত রেখে ,
বলুন সবাই সুরে সুর মিলিয়ে।
যৌতুক নামের জুলুম আর নয়।
চাইবে যে যৌতুক ,
জেল খানা যেন তার বাসস্থান হয়।
যৌতুক নিতে চায় যারা ,
সমাজে জায়গা পাবে না তারা ।
করতে চাই তাদের বর্জন।
যৌতুক নামের নির্যাতন ,
করতে চাই সমাজ থেকে কর্তন।
আর নয় যৌতুক ,
আর নয় বোনকে প্রহার অহেতুক
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজেদের হেডম নাই কিছু কারার তাই সাজে ভিক্ষুক,
যৌতুক খুরদের জন্য কান কাটা আইন চাই,
ধরে ধরে কান কেটে দেবে সচেতনরা...
ওদের সমাজচুত করা একঘরে করে রাখা দরকার...ওরা কুকুরের চেয়েও অধম ধন্যবাদ।
পড়লাম, দোয়া করি, যৌতুক শব্দটি বিলুপ্ত হোক
জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন