ধন্যবাদ নাকি নিন্দা জানাবেন সেটা একান্ত আপনার ইচ্ছে।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৯:১২ সন্ধ্যা
জানি না আপনার আমার স্কুল-কলেজে পড়ুয়া বোনকে বাই সাইকেলে করে স্কুল কলেজে যেতে দেব কিনা। যদি আপনার মেয়ে কিংবা বোনকে সাইকেল নিজে চালিয়ে যেতে না দেন তাহলে অন্যের মেয়েকে বোনকে সাইকেলে চড়িয়ে কলেজ যেতে উত্সাহ দিয়ে দেশের সংস্কৃতি কোথায় নিয়ে যাওয়ার পায়তারা চলতেছে ? নারীর অধিকার মানে কি সাইক্লে চরে স্কুল কলেজে পাঠানো ? নারীর অধিকার মানে কি সাইকেলে বসা নারীর নারীর কাপড় বাতাসে উড়ানো পরিবেশ সৃষ্টি করা ?
যদি আপনার আমার বোনকে সাইকেলে করে কলেজ যেতে বাধা না দেই তাহলে এই কাজ কে মোবারকবাদ আর যদি আপনার আমার বোনকে সাইকেলে চরে যেতে বাধা দেওয়ার চিন্তা থাকে তাহলে এই কাজ নিন্দনীয়। ঠাকুরগাঁওয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর বিপক্ষে মত প্রকাশ করলেই সেকেল-গেয়ো ইত্যাকার নানা লক্বব জুতবে কপালে!
তবুও বলছি-আমি-আমার ফ্যামিলি এর বিরোধী সব সময়ই!!
মন্তব্য করতে লগইন করুন