ভ্যাট
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩২:৩৮ রাত
পড়তে হলে দিতে হবে ভ্যাট
নয়তো উনাদের ভরবে কেমনে পেট।
উনারা এখন করেন দাদাগিরী ,
করেছেন নতুন আইন জারি
ভ্যাট ছাড়া পড়া লিখা চলবে নাহি।
কিন্তু উনারা ভুলে গেছে ,
ছাত্র সমাজ জাগলে পরে ,
অনেক কিছুই করতে পারে।
সচেতন সমাজ জেনেগেছে ,
সরকারী বেতন বেড়েছে ,
হবে প্লাস ছাত্রদের এই ভ্যাটে।
পণ্য নয় পড়া লিখা ,
ছাত্র সমাজ পণ করেছে
ভ্যাট তারা দেবেনা।
আসুক যত বুলেট গুলি
ছাত্র সমাজই আসল শক্তি।
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষা for VAT
মন্তব্য করতে লগইন করুন