আর যেন কোনো বোন লাঞ্চিত না হয়

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:৩৭ রাত



একেরপর এক অপকর্মে দেশ এগিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা বলার প্রয়োজন মনে হয় না। গত কালের পত্রিকার তিনটি শিরোনাম পড়লেই বুঝা যাবে দেশ কোন অভিমুখে যাচ্ছে। ১ , রাজধানীর সবুজবাগ এলাকায় প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষিত ২, রাজধানীর ভাটারায় নারী শ্রমিককে গণধর্ষণ ৩ ,নাজিরপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে পৃথক দু’টি মামলা। শিরোনাম তিনটি ৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখের । শিরোনাম বাংলা শব্দের হলেও কর্ম জাহেলি সময়কার। শিরোনাম সম্পর্কে সন্দেহ থাকলে তিন তারিখের যে কোনো জাতীয় পত্রিকা দেখে নেওয়ার অনুরুধ জানাচ্ছি।

গত নয় দিন পূর্বে হবিগঞ্জে লাঞ্ছনার শিকার হয় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) নবম শ্রেণিতে পড়া রুহুল আমিন রাহুল নামের বখাটে ছেলে লাঞ্চিত করেছে।লাঞ্চনার ভিডিওটি রাহুলের কোনো বন্ধুই করেছিল। চড়-থাপ্পড়েরপরে সেটি ফেসবুকে ছেড়ে অসহয় মেয়েটিকে পুনরায় লাঞ্চিত করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ কার্যত সেটা বুমেরাং হয়েছে। উল্টো মেয়েটি অপমানিত হওয়ার বিচার পাচ্ছে। ভিডিওটি সম্ভবত ২ তারিখ প্রথম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।যদিও বলা হচ্ছে গত ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ভিডিও চিত্রটি প্রকাশ হয়েছে। আর এক দিন পরই ফেসবুকের কল্যাণে দেশ প্রেমিক মানবতার পক্ষের শক্তিদের হাতে এসে পৌছে। সাথে সাথে প্রতিবাদের ঝড় উঠে দেশে। একের পর এক লিখা আসতে থাকে ফেসবুকে , বোনটির পরিবার ফিরে পায় সাহস। সেই সাথে টনক নড়ে প্রশাসনের। গ্রাম বাসীর সহযোগিতায় অপরাধী গ্রেপ্তার হয় ।

ফেসবুকের কল্যাণে শিশু রাজন হত্যার কাহিনী ফাস হয়েছিল। ফেসবুকের কল্যাণেই রাজন হত্যার মূল আসামিকে প্রবাসীরা বিদেশেই বিদেশী প্রশাসনে গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছিল। ফেসবুকের মাধ্যমে অনেক কিছুই সম্ভব শুধু প্রয়োজন বিবেক। আজকের সময়ে দেশে মজলুমের পক্ষের মিডিয়া নেই যা আছে সব পা চাটা গোলাম। তাই সকল দেশপ্রেমিক ফেসবুক ব্যবহারকারীদের আরো সচেতন হতে হবে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে অনলাইনের মাধ্যমে। ব্লগের পাশাশি ফেসবুকে যদি তীব্র ভাবে প্রতিবাদ করা যায় যেকোনো অপরাধের বিচার হবে বলে অনেকটা বিশ্বাস করা যায় শিশু রাজন হত্যার পর থেকে। প্রশাসনে দলীয় করণ থেকে শুরু করে বিচার ব্যবস্থার ত্রুটি ,গুম খুন ,ছিনতাই, রাহাজানি সব কিছুর বিরুদ্ধে সোচ্চার হতে পারলে একটি সুন্দর সমাজ গঠনে নিজের ভূমিকার জন্য তৃপ্তি পেতে পারেন।

প্রশ্ন দেখা দিচ্ছে এসব অপরাধ দেখে এই ছেলেরা এত সাহস কোথায় পায় অল্প বয়সে বিশাল বড় বড় অপরাধের ? তাহলে কি ধরে নেওয়া যায় সমাজের বর্তমান পরিবেশ তাদের এসব শিখাচ্ছে ?প্রশ্ন দেখা দেয় কি শিক্ষা দিয়ে ওদেরকে বড় করে তোলা হচ্ছে ? আর যেন কোনো বোন এরকম লাঞ্চিত হতে না হয় সে জন্য অপরাধীকে আইনের মাধ্যমে সঠিক বিচার দাবি জানাচ্ছি। সন্তানের অপকর্মের জন্য পরিবারের জবাবদিহিতা মূলক পদ্ধতি যেন বিচার ব্যবস্থায় যোগ হয় সেই প্রত্যাশা।

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339628
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৩
আফরা লিখেছেন : আর যেন কোনো বোন এরকম লাঞ্চিত হতে না হয় সে জন্য অপরাধীকে আইনের মাধ্যমে সঠিক বিচার দাবি জানাচ্ছি। সহমত

০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
281094
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ আপনাকে
339635
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু একজনকে নয় বালিকা স্কুল এর সামনে এভাবে যারা শয়তানি করে সবাইকে ধরা প্রয়োজন।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
281095
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত Good Luck
339647
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : যে দেশে ধর্ষনের শতক পুরা করে মিষ্টি বিতরণ করা যায় সে দেশে এ আর এমন কি।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
281096
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন যেখানে জাতীয় ভাবে লুইচ্চামি শিখানো হচ্ছে এসব কিছুই না
339676
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৫
হতভাগা লিখেছেন : স্বামীর সংসারে মেয়েদের অশান্তি সৃষ্টিকারী কার্যকলাপও যদি এরকম ছড়িয়ে দেওয়া যেত ভিডিও করে !!!

এটাও চলে আসবে হাতে যখন ক্যামেরা সবসময়ই থাকে

মানসিকতা সবসময়ই একপাক্ষিক হলে সেই সব সমস্যা কোন কালেই সমাধান পাবে না ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
281097
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এক পক্ষের কথা বলিনি শুধু এই লাঞ্চিত হওয়া বোনটির পক্ষে কথা বলেছি
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৩৮
281213
হতভাগা লিখেছেন : কালকেও একটা ভিডিও বের হয়েছে । একই রকমের । মিরপুর ১ নং এ কোন মার্কেটের । বোঝাই যাচ্ছিল যে মেয়েটি ইচ্ছা করে এই কাহিনী করেছিল । কারণ চড় , লাথি খেয়েও কিন্তু সে ওখান থেকে সরে আসে নি ।

একই এরকম একটা ভিডিও বের হয়েছিল বছর ৩/৪ এক আগে অন্জন চৌধুরী ( নাট্য নির্মাতা চয়নিকার হাজবেন্ড)কে নিয়ে ।

ভিডিও দেখেই লোকটি সম্পর্কে বোঝাই যাচ্ছিল যে কি রকমের লুইচ্ছা । কিন্তু যে মেয়েটি এটা করিয়েছে তার দূর্বল অভিনয়ের কারণে অন্জনেরা এখনও তাদের দাপট চালিয়ে যাচ্ছে ।

কাউকে ফাঁসাতে গিয়ে যদি অভিনয় করা হয় এবং সেটা কাঁচা হয়ে যায় তাহলে আসল ক্রিমিনালের পার পাওয়া সহজ হয়ে যায় ।

339686
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
আবু জান্নাত লিখেছেন : দেশের প্রতিটি স্কুল কলেজেই এমন ঘটনা অহরহ ঘটেছে ঘটছে, শুধুমাত্র একজনকে গ্রেফতার করলে কি আর সব বন্ধ হবে?
চাই উদ্দ্যেগ, চাই সচেতনতা, চাই প্রশাসনিক সহয়তা। ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
281098
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের প্রতিটি স্কুলের সামনে পাহারা বসাতে হবে এই সব বদমাশদের গ্রেপ্তার করার জন্য
339739
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সরকার তো সিনেমা নাটকে সবসময় ভালবাসা শিখাইতেছে, হয়তো মেয়েটা ঐ ভালবাসায় রাজি হয়নি, তাই সোনার ছেলে একটু চেতনায় আঘাত খাইছে, এটা আর নতুন কি? এই রকম হাজারো ঘটনা সারাদেশে নিরবে ঘটতেছে। হয়তো ফেইসবুকের কল্যানে এই ঘটনা সবার সামনে এসেছে। ধন্যবাদ আপনাকে
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
281099
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এসব ঘটনার সমাপ্তি হবে দেহ্সের সংস্কৃতি বদলালে , ধন্যবাদ
340003
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু একজনকে নয় বালিকা স্কুল এর সামনে এভাবে যারা শয়তানি করে সবাইকে ধরা প্রয়োজন
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৯
281413
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত Good Luck
340028
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আর যেন কোনো বোন এরকম লাঞ্চিত হতে না হয় সে জন্য অপরাধীকে আইনের মাধ্যমে সঠিক বিচার দাবি জানাচ্ছি। সন্তানের অপকর্মের জন্য পরিবারের জবাবদিহিতা মূলক পদ্ধতি যেন বিচার ব্যবস্থায় যোগ হয় সেই প্রত্যাশা


যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২২
281435
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,,অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File