জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল Love Struck Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩১:২৪ সন্ধ্যা

ভাব-সমপ্রসারণ "জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল" স্কুল জীবনে কমন ছিল। এই ভাব-সমপ্রসারণ শিখেছি পরীক্ষার পেপারে মার্কের জন্য ( আমি আমার কথা বলছি )। কিন্তু সামাজিক জীবনে এই কথার বিশাল মুল্য রয়েছে তা বুঝতে পারিনি তখন। সামাজিক জীবনে অনেক বিষয় আছে যা মানবিক বিবেচনায় ঘৃণিত। এই ঘৃণিত বিষয়ের মধ্যে একটি হচ্ছে বংশ আভিজাত্যের বড়াই বা লড়াই। কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্যতা পায় বিবেকবান মনুষত্বের কাছে সেটা ভাবনার বিষয়।

সবাই জানে জন্মের ব্যাপারে মানুষের নিজের কোনো ভূমিকা থাকে না। উঁচু-নিচু, ধনি বা দরিদ্র পরিবারে জন্ম হতে পারে যে কারো। এই জন্ম হওয়াটা তার ইচ্ছা বা কর্মের ওপর নির্ভর করে না। মহান রবের ইচ্ছে মোতাবেক সৃষ্টি হয় সব কিছু। আল্লাহর ইচ্ছে মোতাবেক যদি মানব জাতির জন্ম হয়ে আপনি বিশ্বাস করেন তাহলে এই আপনি আবার কখনো কারো বংশ নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।

এটা ঠিক যে সমাজে মান মর্যাদার পরিধি আছে কিন্তু সেটা কর্মে জন্মের পরিচয়ে নয়। পৃথিবীতে মানুষের প্রকৃত বিচারে তার জন্ম-পরিচয় তেমন গুরুত্ব বহন করে না। প্রত্যেক ব্যক্তি কর্ম-অবদানের মাধ্যমেই পাবে মর্যাদার আসন , হয় বরণীয় স্মরণীয়। সমাজের নিচু তলায় জন্ম নিয়েও মানুষ কর্মে অনেক বড় হতে পারে । একই সমাজে বসবাস করে একে অন্যের বংশ নিয়ে প্রশ্ন তুলে ভেদাভেদ সৃষ্ঠি করা অহেতুক হিংসা সৃষ্টি করা ছাড়া কিছুই নয় । সমাজের কিছু লোক অন্যের উপর আধিপত্য স্থাপন করে ছোট বড় ভেদাভেদ সৃষ্টি করেছে।

চরিত্রগত মান বিবেচনা করা সমাজে ব্যক্তির অবস্থান নির্ণয় করা জরুরি। কারো আচরণে রেগে তার বাপ দাদার পরিচয় খোঁজতে গিয়ে সময় নষ্ট না করে এই ব্যক্তির অপকর্মকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে সঠিক পথে চলতে সহায়তা করুন। কারো নষ্টামি তার বাবার কুকর্মের ফল নয় বরং এটা তার চরিত্র। শিক্ষক যদি নিম্ন বংশের হন ( জানিনা নিম্ন বংশ বিষয়টা কি লোকে বলে তাই বলা ) তবু ও ছাত্র শিক্ষকের চেয়ারে বসতে পারেনা।

সুতরাং,

জন্মের পরিচয় নয় কর্মের পরিচয়ে দিয়ে মানুষের ভেদ বিচার করা উচিত।

বিষয়: বিবিধ

৩২২০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339245
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : যেমন বৃক্ষের পরিচয় তার ফলে। ধন্যবাদ৷
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
280619
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাই
339262
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
আবু জান্নাত লিখেছেন :
জন্মের পরিচয় নয় কর্মের পরিচয়ে দিয়ে মানুষের ভেদ বিচার করা উচিত।

ভাইরে যদিও কথাটি ১০০% সঠিক, কিন্তু বর্তমান সমাজে গরীবের বউ সবার ভাবী। ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪১
280652
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক বলেছেন ভাই ,,ধন্যবাদ Good Luck
339286
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৫
আফরা লিখেছেন : আপনার লিখাটা ভালই হয়েছে ধন্যবাদ ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৩
280653
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
339292
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত



হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও।
নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেযগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।



০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৬
280654
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,ধন্যবাদ
339297
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জন্ম পরিচয় দিয়ে মানুষকে বিচার করাই যেন এখন নিয়ম।
সেটা অতি হাই সোসাইটি হোক কিংবা গ্রাম দেশে। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিরোধি।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৭
280655
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত ,ধন্যবাদ
339321
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন :
জন্মের পরিচয় নয় কর্মের পরিচয়ে দিয়ে মানুষের ভেদ বিচার করা উচিত।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৬
280835
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck ধন্যবাদ
339345
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪১
হতভাগা লিখেছেন : চমৎকার ভাব-সম্প্রসারণ হয়েছে ।

এর জন্য আপনাকে ১০ এর মধ্যে ৮ দেওয়া হল ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৭
280836
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাকি দুই খন্ডে গেল ?
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৭
280845
হতভাগা লিখেছেন : সম্প্রসারণের কি শেষ আছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File