লতিফ সিদ্দিকীর সরকার বিজয়ী

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৭:১৯ রাত



আওয়ামী সরকারের অপ-কৌশলের কাছে হেফাজতে ইসলাম থেকে শুরু করে সকল ইসলামী রাজনৈতিক দল ও তৌহিদী জনতা পরাজিত। আমি শক্ত কন্ঠে বলতে পারি আওয়ামীলীগের সাথে আন্দোলনে জয়ী হওয়ার ক্ষমতা আজও দেশের কোনো ধর্মীয় দলের হয় নাই।এটাও জানি অনেকে বলবেন আওয়ামী সরকার অপশক্তি প্রয়োগ করে ক্ষমতার অপব্যবহার করে বিজয়ী হচ্ছে। আপনাদের এই কথা ও ফেলার মত নয় তবে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ ইসলামী রাজনৈতিক দল সমূহ বা তহিদী জনতা। ঢাল হিসবে ঈমানী শক্তি প্রয়োগের পদ্ধতি আজও শিখা হয় নাই।

অপ -কৌশলে আজ নাস্তিক লতিফ সিদ্দিকিকে সংসদে নিয়ে বক্তব্য প্রধান করতে সুযোগ করে দিল আওয়ামী সরকার। অনেকে বলবেন উনি পদত্যাগ করার জন্য সংসদে গেছেন। কিন্তু আমার কথা হলো সংসদে না গেলে কি পদত্যাগ করা যায় না ? আমরা দেখেছি দেশের প্রতিটি গ্রাম - গঞ্জ , শহর -বন্দরে নাস্তিক লতিফের বিরুদ্ধে মিছিল হয়েছে। সেই নাস্তিক আজ সংসদে প্রবেশ করে বক্তব্য দিয়েছে। আবার বক্তব্যের শেষে তওবা না করে সালাম দিয়েছে যা হাস্যকর ছাড়া কিছুই নয়। এই সেই ব্যক্তি যে তার রাজনৈতিক জীবনে বহুবার প্রকাশ্যে ইসলাম ও ইসলামের আকিদা বিশ্বাস নিয়ে কটুক্তি করেছে। আজ যদি সে আল্লাহর কাছে সংসদে দাড়িয়ে তওবা করে বক্তব্য দিত তখন আমরা মন থেকে ভালবাসতাম।

তবে ইনশা আল্লাহ এ দেশের তৌহিদী জনতা বিজয় অর্জন করবে সত্যের মাধ্যমে সঠিক কৌশলে। সময় আসবে লতিফদের মত ধর্মদ্রোহীরা পালবার পথ খোঁজে পাবেনা। মুসলিম , হিন্দু ,বৌদ্ধ , খ্রিষ্টান সহ সকল ধর্মের লোকের বসবাস বাংলাদেশে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যারা কাজ করে তাদের ঘৃনা করি।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339132
০২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪০
রক্তলাল লিখেছেন : সরকার মোটেও বিজয়ী না।

হাসিনা ইচ্ছা করেই কিছু বলির পাঠাকে সামনে ঠেলে দেয়। এ'বারের বলির পাঠা ছিল বলদ লতিফ।

সরকার বলেন কেনো বুঝিনা। বলুন সরকারে জোর করে বসে থাকা গুন্ডার দল।

বাইরের দেশগুলো থেকে চাপ এসেছে নিরবাচনের। পশ্চিমা দেশের সামনে সবচেয়ে উপযোগী মূলা হচ্ছে মৌলবাদ। লতিফকে পাঠা হিসাবে ব্যাবহার করে ধর্মীয় সেন্টিমেন্টকে চাঙ্গা করাটাই মুল উদ্দেশ্য ছিল।

হালে পানি পায়নি। এ'জন্যই নিজেদের মধ্যে কামড়াকামড়িটা একটু বেশি এখন।
আমি বলি বর্ডারে পাহারা বসাতে যেন একটা গুন্ডা পালিয়ে যেতে না পারে!




০২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৫১
280538
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লতিফের বক্তব্য দেওয়া একটা সফলতা লীগের জন্য। তবে এই সফলতা অল্প সময়ের জন্য।
আল্লাহ ইসলাম প্রিয় জনতাকে জয়ী করবেন ইনশা আল্লাহ তখন ওরা পালাবার সুযোগ পাবে না।
ধন্যবাদ
339136
০২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫০
হতভাগা লিখেছেন : এখন উনি কি নতুন দল বানাবেন ব্যা.না.হুদা / বি.চৌধুরী/অলি আহমেদের মত ?

যেহেতু ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন সেহেতু বাংলাদেশে থাকা ইসলামবিদ্বেষীরা তাকে প্রধান করে একটা দল বানাতেই পারে । নাস্তিকতার বেশধারী ইসলামবিদ্বেষী ব্লগাররা উনাকে গুরু মেনে এগিয়ে আসতে পারেন।
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
280604
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হলে হতে পারে ওদের টার্গেট সবসময় ইসলামের বিরুদ্ধে
339144
০২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাংলাদেশে যারা ইমানদার বলে নিজেদের দাবী করে কথা বলে, তাদের গতি কতটুকু শেখ হাসিনা তা আগেই নির্ণয় করতে পেরেছিলেন। তবলিগ জামায়াতে আখেরী মোনাজাতে অংশ নিয়ে শেখ হাসিনা ইসলামের আখেরী ক্ষতি পরিমান কত করেছেন সেটা কি আন্দাজ অনুমান করতে পারবে?

একদিকে হজ ও ওমরা করে অন্যদিকে মসজিদে হিন্দু ওসি ঢুকিয়ে মুসল্লী পিটানো, মাদ্রাসা বন্ধ করার মত কত সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কেউ কি প্রতিবাদ প্রতিরোধ করতে পেরেছে?

ইসলামী ফাউন্ডেশনের প্রধান বানানো হয়েছে, একজন অজ্ঞ এবং জাহেল প্রকৃতির মানুষকে। কবি রবীন্দ্রনাথকেও যদি সেই পদে বসানো যেত তাহলে মুসলমানদের উপকার বর্তমানের ব্যক্তিটির চেয়ে বেশী হত।

সরকার এগুলো জেনে বুঝে করেছে, যাতে করে ইসলাম আতুর ঘরে মারা পরে। আগের ইসলাম পালনকারীরা দৌড়ের উপর থাকুন, নতুন যারা তারা ভয়ে কোরআনকে জঙ্গী কিতাব বলে হাতে নিবেনা। বিশ বছর পরে মুসলিম সংখ্যা গরিষ্ট দেশে ইসলামের তালাশে হাতে ম্যাগনিফাইং গ্লাস নিতে হবে।

আবদুল লফিত কে বক্তব্য বিবৃতি দিতে দিলে কোন ধরনের প্রতিক্রিয়া হবে, সেটা সরকার আগেই মেপে নিয়েছেন। কেননা বাংলাদেশের মুসলমানদের ইমান মুখের মধ্য অন্তরের মধ্যে নয়।

মূলত যারা ইসলামের প্রচার প্রসারে কাজ করেন, তাদের অনেকেই অর্থ ও দয়ার কাছে বিক্রি হয়ে গেছেন। যারা এর প্রকৃত গুরুত্ব বুঝেন তাদের সামনে ফাসির দড়ি লটকিয়ে দেখানো হচ্ছে।

শেখ হাসিনা ইসলামের যত না ক্ষতি করেছে, তার চেয়ে বেশী ক্ষতি করেছে আলেম সমাজ। তারা নিজেরাই ঐক্যবদ্ধ থাকেনি বরং অন্যদের ঐক্য হবার ক্ষেত্রেও তারা বিরাট প্রতিবন্ধক। অনেক ধন্যবাদ
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩২
280591
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


জাযাকাল্লাহ শক্তভাবে তিক্ত সত্য উচ্চারণের জন্য!!
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
280605
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বপূর্ণ মন্তব্যের ঈমানী দাবি তুলে ধরায় ধন্যবাদ
339170
০২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : লতিফ সিদ্দিকি নিজেকে ঈমানদার দাবী করল...! দৃষ্টতা দেখালো আল্লাহর সাথে ক্ষমাচাইল তার গোলামদের কাছে..!আমার যা মনে হচ্ছে লতিফ সিদ্দিকি যে খান্দানি গোয়ার সন্দেহ নাই তবে সাথে সাথে ধর্ম বিষয়েও টোটাল মূর্খ্য...,তার এই অপরাধের জন্য তাকে তওবার মাধ্যেমে আল্লাহর কাছে জীবনের বাকী সময়টা শুধু চোখের জল ফেলে ক্ষমা চাইতে হবে তাইলেই ক্ষমার আশা করতে পারবে... ভালো লাগলো অনেক ধন্যবাদ।
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
280606
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
339205
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
280607
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : :Thinking :Thinking
339224
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
সবর করাই এখন আমাদের কাজ!!
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
280616
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
339472
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আওয়ামীলীগের অপকৌশলে সবাই সবসময় পরাস্ত এ আর নতুন কি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File