আসসালামু আলাইকুম স্যার Good Luck Love Struck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩১ আগস্ট, ২০১৫, ০৩:১২:০৪ রাত



আজ আপনার মন অনেক খারাপ। আপনার মায়াবী ছেলেরা আজ আপনার মনে আঘাত দিয়েছে। আমরা জানতাম এটা হবে কারন ওরা সন্ত্রাসী হিসেবে পরিচিত , যা আপনি দেখে ও না দেখার অভিনয় করে আসছেন। জনাব অধ্যাপক জাফর ইকবাল সাহেব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা থেকে শিক্ষা নেন। শিক্ষার কোনো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা যায়। জনাব আপনি শিখুন ছাত্র আর সন্ত্রাসীদের মধ্যকার পার্থক্য। আপনি একজন দেশের পরিচিত লেখক ,অধ্যাপক সাহেব আপনাকে জ্ঞান দেওয়ার কল্পনাও আমি করিনা। তবে জনাব এটা বলতে পারি আপনাকে অনুরুধ করার ক্ষমতা রাখি। সেই সুত্রে বলছি প্লিজ জনাব সাদা কে সাদা বলেন আর কালো কে কালো।

আপনি সংস্কৃতি নামের বেহায়াপনার পক্ষে না লিখে যদি বিরুদ্ধে লিখতেন তাহলে হয়ত আপনার স্ত্রীর শাড়ি ধরে টানাটানি করার ক্ষমতা ছাত্র নামের সন্ত্রাসী বেয়াদবদের হত না।আপনার চোখের সামনে বাবার সমতুল্য শিক্ষকদের কলার ধরে কেউ টান দিতে পারত না। একটা বিষয় আমরা জানি তা হলো ,আপনি যা লিখেন এই আজকের হামলাকারী ছাত্ররা পড়ে কারন তারা আপনার সমর্থিত রাজনৈতিক দলের কর্মী। প্লিজ স্যার লিখুন সত্যের পক্ষে। আপনি মুসলমান তাই মুসলিম সংস্কৃতির পক্ষে লিখুন দেখবেন সমাজে অনেক প্রভাব পরবে আপনার লিখার । আপনি বাঙালি সংস্কৃতি নামের রমনার বটমূলে নাচের আসরের পক্ষে না লিখে মানুষ হতে সন্ত্রাসীদের শালীন হওয়ার পক্ষে লিখুন।

স্যার আপনাকে আবার অনুরুধ করে বলছি আপনি শিখুন শিখতে বয়স লাগে না। আপনাদের কাছ থেকে আমরা শিখব আপনাদের মত জ্ঞানী গুনি মানুষের এ দেশে অনেক জরুরি ছিল কিন্তু আপনে বামে চলেন। আশা করব আপনি ডানে আসবেন অন্তত আজকের দিনের শিক্ষা থেকে।আমার এই লিখা আপনার কাছে পৌছলে প্লিজ স্যার রাগ করবেন না বরং আমার জন্য দোয়া করবেন। আপনি অনেক বড় হতে পারেন কিন্তু আপনি আমার ধর্মীয় ভাই তাই আবার বলছি স্যার আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য লিখিনি একজন ভাই হিসেবে ওপর ভাইয়ের কাছ এলিখেছি শিখুন আমাদের ও কিছু শিখান ।

স্যার ভালো থাকবেন আল্লাহ আপনাকে আমাকে সঠিক সমজ দান করুন ,আমীন ইয়া রব !!

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338748
৩১ আগস্ট ২০১৫ রাত ০৪:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : ডান বাম বুঝিনা,মানুষ হলেই চলবে।
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২১
280280
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
338759
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪০
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২১
280281
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দড়ির টাকা আমরা সবাই মিলে দেওয়া উচিত
338784
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:১২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : না এসব ব্যক্তি ওগুলো বুঝবে বলে আমাদের মনে হয়না। তিনি চিন্তা করবেন, এসব ছেলেদের যা বুঝাতে চেয়েছেন তারা তা বুঝেনি। তিনি সেই দৃষ্টিকোণ থেকে গলায় দড়ি দেবার কথা বলেছেন। মনোগত ভাবে এই ব্যক্তি লাম্পট্যতার গোলাম। তিনি তার কুচিন্তার জগত বানাতে গিয়ে নিজের সন্তানদেরকেও রাস্তার মানুষে পরিনত করেছে। সেই ব্যক্তি কোনদিন মানুষ হবার নয়। অনেক ধন্যবাদ
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২২
280282
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
338798
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজের তৈরি আদর্শের ফাঁদেই এখন উনি!
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২৩
280285
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন Good Luck ধন্যবাদ
338807
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১২
আবু জান্নাত লিখেছেন : উনারে গলায় দরি দিতে মানা করছে কে ? উনি মরলে দেশ থিকে একটা আপদ কমবে । ষাঁড় এইতা আপনার জন্য একটা সতর্ক সংকেত । যদি বুজতে সক্ষম হন ।
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২২
280283
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
338853
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২২
280284
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File