আসসালামু আলাইকুম স্যার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩১ আগস্ট, ২০১৫, ০৩:১২:০৪ রাত
আজ আপনার মন অনেক খারাপ। আপনার মায়াবী ছেলেরা আজ আপনার মনে আঘাত দিয়েছে। আমরা জানতাম এটা হবে কারন ওরা সন্ত্রাসী হিসেবে পরিচিত , যা আপনি দেখে ও না দেখার অভিনয় করে আসছেন। জনাব অধ্যাপক জাফর ইকবাল সাহেব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা থেকে শিক্ষা নেন। শিক্ষার কোনো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা যায়। জনাব আপনি শিখুন ছাত্র আর সন্ত্রাসীদের মধ্যকার পার্থক্য। আপনি একজন দেশের পরিচিত লেখক ,অধ্যাপক সাহেব আপনাকে জ্ঞান দেওয়ার কল্পনাও আমি করিনা। তবে জনাব এটা বলতে পারি আপনাকে অনুরুধ করার ক্ষমতা রাখি। সেই সুত্রে বলছি প্লিজ জনাব সাদা কে সাদা বলেন আর কালো কে কালো।
আপনি সংস্কৃতি নামের বেহায়াপনার পক্ষে না লিখে যদি বিরুদ্ধে লিখতেন তাহলে হয়ত আপনার স্ত্রীর শাড়ি ধরে টানাটানি করার ক্ষমতা ছাত্র নামের সন্ত্রাসী বেয়াদবদের হত না।আপনার চোখের সামনে বাবার সমতুল্য শিক্ষকদের কলার ধরে কেউ টান দিতে পারত না। একটা বিষয় আমরা জানি তা হলো ,আপনি যা লিখেন এই আজকের হামলাকারী ছাত্ররা পড়ে কারন তারা আপনার সমর্থিত রাজনৈতিক দলের কর্মী। প্লিজ স্যার লিখুন সত্যের পক্ষে। আপনি মুসলমান তাই মুসলিম সংস্কৃতির পক্ষে লিখুন দেখবেন সমাজে অনেক প্রভাব পরবে আপনার লিখার । আপনি বাঙালি সংস্কৃতি নামের রমনার বটমূলে নাচের আসরের পক্ষে না লিখে মানুষ হতে সন্ত্রাসীদের শালীন হওয়ার পক্ষে লিখুন।
স্যার আপনাকে আবার অনুরুধ করে বলছি আপনি শিখুন শিখতে বয়স লাগে না। আপনাদের কাছ থেকে আমরা শিখব আপনাদের মত জ্ঞানী গুনি মানুষের এ দেশে অনেক জরুরি ছিল কিন্তু আপনে বামে চলেন। আশা করব আপনি ডানে আসবেন অন্তত আজকের দিনের শিক্ষা থেকে।আমার এই লিখা আপনার কাছে পৌছলে প্লিজ স্যার রাগ করবেন না বরং আমার জন্য দোয়া করবেন। আপনি অনেক বড় হতে পারেন কিন্তু আপনি আমার ধর্মীয় ভাই তাই আবার বলছি স্যার আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য লিখিনি একজন ভাই হিসেবে ওপর ভাইয়ের কাছ এলিখেছি শিখুন আমাদের ও কিছু শিখান ।
স্যার ভালো থাকবেন আল্লাহ আপনাকে আমাকে সঠিক সমজ দান করুন ,আমীন ইয়া রব !!
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন