চেতনা হারাতে চাইনা Tongue Tongue

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ আগস্ট, ২০১৫, ১০:২৮:০৮ রাত



দড়িময় আজকের ফেসবুক ,

বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে কষ্ট ,

ব্যথায় থমকে গেছে ষাঁড়ের বুক ।

চেতনা হয়ে গেল নষ্ট ,

দড়ি গলায় ঝুলিয়ে ,

ষাঁড় বাচতে চান মরে ।

দড়ি আমরা দেব না ,

চেতনা আমরা হারাব না ।

শাহবাগের বিরিয়ানি ,

আপনি মরলে পাবনা জানি ।

কাইন্দা কাইন্দা বলে মিডিয়া "জয় চেতনা "

ষাঁড়ের কিছু হবেনা !

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338714
৩০ আগস্ট ২০১৫ রাত ১১:০৭
আবু জারীর লিখেছেন : সাঈদী হুজুরের গলায় দড়ি পরানর স্যারের সে কই চেষ্টা অথছ আজ নিজেই নিজের গলায় দড়ি পড়াতে চাচ্ছে। এটাই হয়ত আল্লাহর মাইরের সামান্য নমুনা।
৩০ আগস্ট ২০১৫ রাত ১১:২৫
280153
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ সকল সকল ক্ষমতার মালিক
338716
৩০ আগস্ট ২০১৫ রাত ১১:৪৩
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ষাঁড় গো,আপনি গলায় দড়ি দিলে রাজাকারদের বিচার চাইবো কে???
338733
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কতজনকে দড়িতে ঝুলাইতে চাইলেন এখন নিজের গলায়....
338749
৩১ আগস্ট ২০১৫ রাত ০৪:২১
প্যারিস থেকে আমি লিখেছেন : একখান কবিতা হইছে সেই রকম।
338760
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৪
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2015/08/31/299866

স্যার বৃষ্টিতে ভিজতেছেন কেন ? উনার না গলায় দড়ি দেবার কথা ?

নাকি এটা কথার কথাই থেকে যাবে যেমনটা হয়েছিল বয়স,সময়,সামর্থ্য সবকিছু থাকা সত্ত্বেও উনার মুক্তিযুদ্ধে না যাওয়া ।

সমবয়সী অনেকেই তো গিয়েছিল , এমনকি কৃষক, দিনমজুররাও । স্যারের অবস্থা তো ওদের চেয়ে খারাপও ছিল না !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File