" সিবিএফ "
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ আগস্ট, ২০১৫, ০৭:৪৫:৩৫ সন্ধ্যা
আপনি কি জানেন ধার্মিক ও দেশপ্রেমিক ব্লগারদের " সিবিএফ " নামে একটি প্লাটফর্ম রয়েছে ? দেশ বিদেশে শত শত ব্লগারদের নিয়ে গঠিত এই প্লাটফর্মে রয়েছেন উচ্চশিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবিরা। যারা দেশের প্রতি ব্লগ সাইটে শালীন সংস্কৃতি, সাহিত্য ,ইতিহাস ,রাজনীতি ,শিক্ষানীতি ,সমাজনীতি নিয়ে লিখা লিখি করেন। সরকারের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা মূলক লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের সরকার ,সংবিধান ও সামাজিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই " সিবিএফ " কাজ করে যাচ্ছে ।
" সিবিএফ " এর মূল কাজ হলো সুন্দর সমাজের স্বপ্ন দেখা। " সিবিএফ " বিশ্বাস করে সুষ্ট সংস্কৃতির মাধ্যমে সমাজের উন্নতি হওয়া সম্ভব। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে লিখালিখির কোনো স্থান নেই এই প্লাটফর্মে। " সিবিএফ " এর সদস্য শুধু লিখা লিখি করে বসে থাকেনা সমাজের নানা কাজে সরাসরি জড়িয়ে রয়েছে। জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে ,শিশু নির্যাতন , নারী নির্যাতনের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে। যুব সমাজের জন্য ধুমপান বিরুধী কর্মসূচি হাতে নিয়েছে বারবার।দেশেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কয়েকটি কর্ম সূচী পালন করেছে। " সিবিএফ " এর লেখকরা শহরে শহরে আবর্জনা কুড়িয়েছে।
আসুন " সিবিএফ " কে চিনি " সিবিএফ " কে জানি ,,আমরা প্রথমেই ফেসবুক পেজের মাধ্যমে পরিচিতি হতে চাই
https://www.facebook.com/bdcbf?pnref=story
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
বিশ্বাসী মানুষদের এই সংগঠন তার পদচারণা বেগবান রাখবে-এই শুভ কামনা!!
০ সিবিএফ এর ব্লগাররা ধার্মিক এটা বুঝলাম , দেশপ্রেমিকও । তবে কোন দেশ ?
সিবিএফের ব্লগারদের প্রায় সবাই শিবিরিয়ান । আর কে না জানে এরা বাংলাদেশের অভ্যুথ্থানের সময় বিপক্ষে কাজ করা জামায়াতেরই একটা সংগঠন । না এদের নেতারা ৭১ এ তাদের কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে, না শিবির । তাই এদেরকে বাংলাদেশ প্রেমিক বলতে পারছি না ।
চাপাতিলীগ নয় এটাই বেশি।
এগিয়ে যাক সিবিএফ
এগিয়ে যাক সিবিএফ ।
মন্তব্য করতে লগইন করুন