কলম কি লিখে ? ইসলামের পক্ষে কলম মানে কি ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ আগস্ট, ২০১৫, ০২:৩৪:০২ রাত



আপনি একজন মুসলিম কবি , সাহিত্যিক ,কলামিস্ট কিংবা সাংবাদিক। আপনার কলম কি লিখছে সেটা একটু লক্ষ্য রাখবেন। আপনি মুসলমান হয়ে আজ পর্যন্ত একটি সাহিত্য লিখেন নাই ইসলামের পক্ষে ,একটি কলাম লিখেন নাই ইসলামের পক্ষে ,একটি সংবাদ করেন নাই ইসলামের পক্ষে তাহলে সেই কলমের কোনো মুল্য নেই। আপনার লিখা লিখির সফলতা বলতে কিছুই নেই যদি আপনি আপনার আসল কাজ করতে পারলেন না।

কথা এই নয় যে আপনার কলম ইসলমের পক্ষে না লিখলে ইসলামের ক্ষতি হবে। কথা হচ্ছে আপনার ঈমানী দায়িত্বের। একজন মুসলিম কবি , সাহিত্যিক ,কলামিস্ট কিংবা সাংবাদিক লিখনির মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ করতে পারেন। ইসলমের পক্ষে কলম ধরা অর্থ হলো সকল জুলুম নির্যাতনের বিপক্ষে অবস্তান ,সে ক্ষেত্রে অমুসলিম জুলুমের শিকার হলে তার পক্ষে ও লিখা হলো ঈমানী দায়িত্ব। লিখনির মাধ্যমে সমাজে সুষ্ট সংস্কৃতির জন্ম দিতে পারলে আমার বিশ্বাস ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার কাজে অনেক সহায়ক হবে।

আমরা লক্ষ্য করছি সমাজে কিছু লেখক আছেন যাদের কলম শুধু ইসলামী ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে চলে। তাদের আসল টার্গেট হলো সমাজে নাম কমানো কিন্তু ওরা জানেনা সমাজের মূল্যায়ন আসল নয় আল্লাহর সান্নিধ্য আসল। মৌলবাধি কিংবা জঙ্গি বানিয়ে ইসলামের বিপক্ষে লিখে অর্থ উপার্জন করা যায়। তবে যারা মজলুমের পক্ষে নিজের পকেটের টাকার কলম দিয়ে লিখে আল্লাহর সান্নিধ্য পেতে মরিয়া তাদের সমান হতে পারেনা।

আপনি মুসলিম লেখক আপনার কলম যেন সত্য ও ইনসাফের পক্ষে লিখে। আপনার কলম যেন ইসলাম ও ইনসানিয়াতের পক্ষে লিখে। যেখানে জুলুম সেখানে আপনার কলম দিয়ে প্রতিহত করার চেষ্টা করতেই হবে অন্যতায় আপনি শুধু মাত্র মাথা মোটা নিছক কলম ব্যাপারী ছাড়া আর কিছু নয়। আপনার নামের পূর্বে লেখক লাগানো হাস্যকর।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338229
২৮ আগস্ট ২০১৫ রাত ০৩:১৭
শেখের পোলা লিখেছেন : সত্যনিষ্ঠ লেখনি৷ ধন্যবাদ
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
279915
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া
338239
২৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫৬
নাবিক লিখেছেন : "কলম ব্যাপারী" হুম উপাধীটা বেশ ভালোই দিয়েছেন Happy লেখাটা ভালো লাগলো।
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
279914
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া
338254
২৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাদের হৃদয় এর ঠিক নাই তাদের কলম থেকে আর কি আশা করা যায়।
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
279913
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
338262
২৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : তাইতো।
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
279912
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি
338420
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৫
আবু জান্নাত লিখেছেন : কলম ব্যপারীদের সংগীত শিল্পি আইনুদ্দীন আযাদ মরহুমরে ভাষায় শিক্ষিত শয়তান বলা হয়েছে। আপনার কলামটি ভালো লেগেছে।
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
279911
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া
338503
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত


ব্লগারদের "কলমসৈনিক" বা "কলমযোদ্ধা" পরিচয়টি উচ্চকিত হোক

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৫
279965
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,,আপনাকে ও অনেক ধন্যাবদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File