শিশুর ইচ্ছের প্রাধান্য

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ আগস্ট, ২০১৫, ০১:৩৪:৩৩ রাত



শিশুর ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উত্তম। পড়ার টেবিল থেকে খেলার মাঠ পর্যন্ত শিশুর ইচ্ছের প্রতি নজর রাখা ভালো। শিশু কোন বিষয়ে বেশি পারদর্শী সেটা লক্ষ্য রাখতে হবে আর সেই মোতাবেক তার অগ্রগতির জন্য পরিবারের সবাইকে কাজ করতে হবে নিজ অবস্থান থেকে। শিশুদের প্রতি জোর করে কিছু চাপিয়ে দেওয়া ভালো না। মনে করেন একটি শিশু ভালো চিত্র অঙ্কন করে আপনি তার এই বিষয়ে নজরদারি করে উত্সাহ না দিয়ে উল্টো শিশুটিকে ইঞ্জিনিয়ারিং শেখাতে চাপ দিচ্ছেন। আপনার চাপে সে চেষ্টা করবে ঠিকই কিন্তু ফলাফলে থাকবে শূন্য ।অনেক শিশু আছে ছোট বেলা থেকেই খেলায় অনেক ভালো। যে শিশু খেলাতে পছন্দ করে তার পড়া লিখার পাশাপাশি খেলার বিহ্সয়কে ও গুরুত্ব দিতে হবে।

শিশুর মেজাজের কথা বিবেচনা করে তার সাথে আচরণ করতে হবে। অনেক সময় দেখা যায় শিশুর ইচ্ছের বাহিরে অনেক কাজ করা হয় যেমন , আদর করতে গিয়ে শিশুটির গালের মধ্যে চিমটি মারা হয় যা শিশুর শারীরিক ক্ষতি হয়। শিশুর মুখের মধ্যে মুখ লাগিয়ে চুমু দেওয়া হয় যা শিশুর মারাত্মক রোগের কারণ হতে পারে। শিশুর ঘুমানোর সময় না হওয়া সত্বেও জোর করে ঘুম পড়ানোর চেষ্টা করা হয় যা শিশুকে মানসিকভাবে আঘাত দেয়। খাবারের বেলায় দেখা যায় জোর পূর্বক খাওয়ানো হচ্ছে এতে করে শিশুটির খাদ্যাভ্যাসের ত্রুটি দেখা দিতে পারে।

শিশুর ইচ্ছের বাহিরে কিছু করা ঠিক নয় বরং তার বিশেষত্বকে কাজে লাগিয়ে আগামী দিনের একটি নক্ষত্র রূপে তৈরী করুন।শিশুর মানসিক ও শারীরিক উন্নতির জন্য ইচ্ছের প্রাধান্য অনেক জরুরি। আরেকটা কথা মনে রাখতে হবে ইসলামী শিক্ষার বিষয়ে গাফলতি নয় বরং ইসলমী শিক্ষাকে সামনে রেখে ইচ্ছে পূরণে এগিয়ে যেতে হবে। বা যেকোনো ধর্মের বেলায় ধর্ম কে দুরে রেখে নয় বরং ধর্মীয় শিক্ষাকে সঙ্গ করে এগিয়ে যেতে হবে শিশুর সাথে তার লক্ষে।

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337035
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালোই লিখেছেন,যা আমাদের কাজে লাগবে।
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০১
278903
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
337054
২০ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন :
''শিশুর ঘুমানোর সময় না হওয়া সত্বেও জোর করে ঘুম পড়ানোর চেষ্টা করা হয় যা শিশুকে মানসিকভাবে আঘাত দেয়।''


০ রাতে যদি না ঘুমিয়ে বাবা মাকে সজাগ রাখে তখন বাবা সকালে অফিসে কিভাবে যাবে বা মাই বা কিভাবে সকালে উঠে বাচ্চা ও বাচ্চার বাবার জন্য খাওয়া রেডি করবে ?
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০২
278904
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জোর না করে কৌশলী হলে ভালো হয়,ধন্যবাদ
337063
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বিষয়টা এই দেশের বেশিরভাগ অভিভাবকই বুঝতে চাননা। তারা মনে করেন মা-বাবা ই সন্তান এর ভাল সবচেয়ে বেশি বুঝে। এভাবে তারা নষ্ট করেন সন্তান এর জিবন। ক্ষতিকর কিছু যদি করতে চায় তাহলে যুক্তি দিয়ে সন্তান কে না বুঝিয়ে তারা ধমক দিয়ে নিবৃত করতে চান।
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০২
278905
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের সাথে একমত ,ধন্যবাদ
337078
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০২
278906
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
337100
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পরামর্শ, শিশুদের শিশু হিসেবে বাচতে দেওয়াই শ্রেয়, তাদের উপর কোন কিছুই চাপিয়ে দেওয়া ঠিক নয়। সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০২
278907
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের সাথে একমত , আপনাকেও ধন্যবাদ
337105
২০ আগস্ট ২০১৫ দুপুর ০১:০২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Rose
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০২
278908
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
337150
২০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

শিশুর ইচ্ছের প্রাধান্য দিতে হবে তবে অবশ্যই ভারসাম্য রক্ষা করে!এ জন্য অভিভাবকের শিশুপালন এবং শরীয়ত উভয়ের সঠিক জ্ঞান থাকা জরুরী!

চমৎকার পোস্টের জন্য শুকরিয়া!
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০৩
278909
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের সাথে একমত , আপনাকেও ধন্যবাদGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File