Good Luck Rose নিজের মন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আধিপত্য Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ আগস্ট, ২০১৫, ০২:৪৪:১৮ রাত

আধিপত্য শব্দটির অনেক ওজন। এই শব্দের সাথে সহজে নিজেকে জড়ানো বা নিজের করে নেওয়া যায়না । কিন্তু সবাই চেষ্টা করে এই শব্দের সাথে নিজেকে জড়াতে বা শব্দকে নিজের করে নিতে। আধিপত্য শব্দটি একটা মহত শব্দ কিন্তু বর্তমানে এই শব্দের মাধ্যমে সমাজে মারামারি হতাহত হয়। আমরা প্রতিদিন পত্র পত্রিকায় দেখি আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত কিংবা নিহতের খবর। আসলে কি আধিপত্য শব্দটি খুনির জন্য দায়ী ? আধিপত্য সবাই চায় আর চাওয়াটাই শ্রেয়।

একজন মানুষ শুরুতেই তার মনের বেলায় নিজের আধিপত্য চায়। মনের বেলায় নিজের জ্ঞানকে কাজে লাগানোর জন্য প্রথমেই জরুরি আধিপত্য। এ ক্ষেত্রে আমার মতে দুটি উদাহরন দেওয়া জরুরি _

এক , কখনো কখনো নিজের মাথায় দুই রকম চিন্তা দ্বারা কাজ করে। একটি কাজকে দুটি মাধ্যমে করার চিন্তা চলে আসে আর তখনই শুরু হয়ে যায় নিজের মনের মধ্যে মানসিকতার ধন্দ। কিন্তু এখানে যদি একটি চিন্তা দ্বারা থাকত তাহলে সহজে কাজের শুরু করা যেত।কাজের সফলতার বিষয় সম্পূর্ণ আলাদা। মন কখনো এটা চায় কখনো অইটা চায় এরকম করলে ইচ্ছা পূরণে নিজেকে অনেক পিছনে ফেলে দেওয়া হবে। আর সেজন্যই জরুরি মনের মধ্যে আধিপত্য বিস্তার।

দুই , যদি অন্যের বুদ্ধিতে নিজের মনকে পরিচালনা করা হয় অবশ্যই এখানে মনের বেলায় নিজের আধিপত্য আর থাকে না। নিজের চাওয়াকে যদি অন্যের মাইন্ডের প্লানে চাওয়ার চেষ্টা করা হয় তাহলে সেখানে হার মানার সম্ভাবনা থাকবে। হতে পারে এমন , যে আপনাকে বুদ্ধি দিচ্ছে সে আপনার ভালো চায়না বা তার বুদ্ধি সঠিক নয় যা আপনার বিপক্ষে যাচ্ছে। এখানে যদি মনের একক আধিপত্য বিস্তার থাকে তাহলে সহজেই কাজ শুরু করা যেত।

মনের আধিপত্য বিস্তারের পর সমাজের সর্বক্ষেত্রে সঠিক ও সুন্দর সংস্কৃতির আধিপত্য বিস্তার করা জরুরি। কিন্তু বর্তমান সমাজে ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করতে দেখা যায়। শুধু কি তাই ? যে পন্থায় তারা তাদের এই করা চেষ্টা করে যাচ্ছে তা আইন লঙ্গন। মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে প্রতিদিন ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য আহত নিহতের খবর। এটাকে কিন্তু আধিপত্য বলে না এটাকে সন্ত্রাসী বলে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে খেলার মাঠ সব জায়গায় ক্ষমতার ধন্দ।ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য কলমের বদলে পিস্তল হাতে নিতে দেখা যাচ্ছে ছাত্রদের। প্রাণ যাচ্ছে মেধাবীদের , সন্তান হারা হচ্ছেন শতশত বাবা মা। বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে শিক্ষাঙ্গন।ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য পড়া লিখার বদলে তালা ঝুলতেছে প্রতিষ্টানে।

কলেজ , বিশ্ববিদ্যালয়ে ,কোর্টে , প্রেসক্লাবে কিংবা রাজনীতির মাঠে সঠিক ও সুন্দর সংস্কৃতির আধিপত্য বিস্তার করতে হলে প্রয়োজন সঠিক ও ন্যায়ের মাধ্যম। সঠিক ও ন্য্যায়ের মাধ্যমে আধিপত্য বিস্তার করতে পারবে সেই সমাজ যে সমাজে রয়েছে ধর্মভীরু ,দেশপ্রেমিক ,মানব প্রেমিক শিক্ষিত লোক । উচ্চশিক্ষিত হলে শুধু হবে না প্রয়োজন সুশিক্ষিত যে মানুষের মাধ্যমে সমাজের উপকার হয় ,দেশের উপকার হয়।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335046
১১ আগস্ট ২০১৫ সকাল ০৫:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ইদানিং বেশ কঠিন বিষয়ে লেখালেখি করছেন।
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
277178
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক বিষয়েই ইচ্ছে করে লিখার ,,ধন্যবাদ ভাই পড়ার জন্য
335060
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪২
হতভাগা লিখেছেন : আধিপত্য বিস্তার নির্ভর করে অন্যের কাছে নিজের গ্রহন যোগ্যতা কি রকম সেটার উপর । গ্রহন যোগ্যতা ভাল সেন্সেও হতে পারে , আবার ভয়ের কারণেও হতে পারে।

সাধারণত কেউ কাউকে নিজের উপর প্রাধান্য বিস্তার করতে দিতে চায় না । পরিবেশ , পরিস্থিতি ও নিজের যোগত্যার উপর নির্ভর করে আধিপত্যে থাকবে , না কি স্বাধীন থাকবে।
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০১
277179
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক মূল্যবান কথা বলেছেন ভাইয়া ,,আগামী কয়েকদিন পরে এই লিখা আরো একটু বড় করে ইনকিলাবে পাঠাব ,আপনার এই মন্তব্য আমার লিখার মধ্যে যোগ করে নিতে পারি যদি অনুমতি দেন।
335100
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাহ! শুধু আধিপত্য না। আধিপত্যবাদের নতুন থিওরী বলা যায়! ভাল লাগল আপনার ব্যাখ্যা এবং দৃষ্টিভঙ্গি.. ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০২
277180
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মূল্যায়ন মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File