নিজের মন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আধিপত্য
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ আগস্ট, ২০১৫, ০২:৪৪:১৮ রাত
আধিপত্য শব্দটির অনেক ওজন। এই শব্দের সাথে সহজে নিজেকে জড়ানো বা নিজের করে নেওয়া যায়না । কিন্তু সবাই চেষ্টা করে এই শব্দের সাথে নিজেকে জড়াতে বা শব্দকে নিজের করে নিতে। আধিপত্য শব্দটি একটা মহত শব্দ কিন্তু বর্তমানে এই শব্দের মাধ্যমে সমাজে মারামারি হতাহত হয়। আমরা প্রতিদিন পত্র পত্রিকায় দেখি আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত কিংবা নিহতের খবর। আসলে কি আধিপত্য শব্দটি খুনির জন্য দায়ী ? আধিপত্য সবাই চায় আর চাওয়াটাই শ্রেয়।
একজন মানুষ শুরুতেই তার মনের বেলায় নিজের আধিপত্য চায়। মনের বেলায় নিজের জ্ঞানকে কাজে লাগানোর জন্য প্রথমেই জরুরি আধিপত্য। এ ক্ষেত্রে আমার মতে দুটি উদাহরন দেওয়া জরুরি _
এক , কখনো কখনো নিজের মাথায় দুই রকম চিন্তা দ্বারা কাজ করে। একটি কাজকে দুটি মাধ্যমে করার চিন্তা চলে আসে আর তখনই শুরু হয়ে যায় নিজের মনের মধ্যে মানসিকতার ধন্দ। কিন্তু এখানে যদি একটি চিন্তা দ্বারা থাকত তাহলে সহজে কাজের শুরু করা যেত।কাজের সফলতার বিষয় সম্পূর্ণ আলাদা। মন কখনো এটা চায় কখনো অইটা চায় এরকম করলে ইচ্ছা পূরণে নিজেকে অনেক পিছনে ফেলে দেওয়া হবে। আর সেজন্যই জরুরি মনের মধ্যে আধিপত্য বিস্তার।
দুই , যদি অন্যের বুদ্ধিতে নিজের মনকে পরিচালনা করা হয় অবশ্যই এখানে মনের বেলায় নিজের আধিপত্য আর থাকে না। নিজের চাওয়াকে যদি অন্যের মাইন্ডের প্লানে চাওয়ার চেষ্টা করা হয় তাহলে সেখানে হার মানার সম্ভাবনা থাকবে। হতে পারে এমন , যে আপনাকে বুদ্ধি দিচ্ছে সে আপনার ভালো চায়না বা তার বুদ্ধি সঠিক নয় যা আপনার বিপক্ষে যাচ্ছে। এখানে যদি মনের একক আধিপত্য বিস্তার থাকে তাহলে সহজেই কাজ শুরু করা যেত।
মনের আধিপত্য বিস্তারের পর সমাজের সর্বক্ষেত্রে সঠিক ও সুন্দর সংস্কৃতির আধিপত্য বিস্তার করা জরুরি। কিন্তু বর্তমান সমাজে ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করতে দেখা যায়। শুধু কি তাই ? যে পন্থায় তারা তাদের এই করা চেষ্টা করে যাচ্ছে তা আইন লঙ্গন। মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে প্রতিদিন ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য আহত নিহতের খবর। এটাকে কিন্তু আধিপত্য বলে না এটাকে সন্ত্রাসী বলে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে খেলার মাঠ সব জায়গায় ক্ষমতার ধন্দ।ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য কলমের বদলে পিস্তল হাতে নিতে দেখা যাচ্ছে ছাত্রদের। প্রাণ যাচ্ছে মেধাবীদের , সন্তান হারা হচ্ছেন শতশত বাবা মা। বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে শিক্ষাঙ্গন।ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য পড়া লিখার বদলে তালা ঝুলতেছে প্রতিষ্টানে।
কলেজ , বিশ্ববিদ্যালয়ে ,কোর্টে , প্রেসক্লাবে কিংবা রাজনীতির মাঠে সঠিক ও সুন্দর সংস্কৃতির আধিপত্য বিস্তার করতে হলে প্রয়োজন সঠিক ও ন্যায়ের মাধ্যম। সঠিক ও ন্য্যায়ের মাধ্যমে আধিপত্য বিস্তার করতে পারবে সেই সমাজ যে সমাজে রয়েছে ধর্মভীরু ,দেশপ্রেমিক ,মানব প্রেমিক শিক্ষিত লোক । উচ্চশিক্ষিত হলে শুধু হবে না প্রয়োজন সুশিক্ষিত যে মানুষের মাধ্যমে সমাজের উপকার হয় ,দেশের উপকার হয়।
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাধারণত কেউ কাউকে নিজের উপর প্রাধান্য বিস্তার করতে দিতে চায় না । পরিবেশ , পরিস্থিতি ও নিজের যোগত্যার উপর নির্ভর করে আধিপত্যে থাকবে , না কি স্বাধীন থাকবে।
মন্তব্য করতে লগইন করুন