পবিত্র রমজানে ইফতারি প্রথা গ্রাম্য সালিশের মাধ্যমে নিষিদ্ধ করা হোক
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ জুলাই, ২০১৫, ০৬:৫০:১৯ সন্ধ্যা
আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে ইফতারি প্রথা নামের সমাজিক এই ব্যাধি। মেয়ের বাবা মায়ের ঘুম নষ্ট করেছে এই ব্যাধি। এক সময় ছিল ২- ৩ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ আর এখন ১০ -২০ হাজারে গিয়ে পৌছেছে । লক্ষ্য লক্ষ্য টাকা খরছ করে মেয়ের বিয়ে দেবার পর মেয়ের বাবা মা শান্তিতে থাকতে পারেনা। আর এই অশান্তির কারণ সমাজের কুসংস্কার।
ইফতারি প্রথাকে আমি কুসংস্কার বলতে একটু ও কার্পন্য করতে পারিনা কারণ এটা সমাজের জন্য অশান্তির কারণ। কোনো রকমের অশান্তি সংস্কৃতির অংশ হতে পারেনা। সংস্কৃতি সুন্দর ও শান্তির হলে পরে সমাজের জন্য মঙ্গল। যে সমাজের সংস্কৃতি যত উন্নত এবং শান্তির সে সমাজ ততই সামাজিক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। সমাজের শান্তির জন্য অন্তত এই ব্যাধি দূর করতে হবে সমাজ থেকে।
বাধ্য করে ইফতারি দেওয়ানো কখনো রমজানের পবিত্রতা রক্ষার মধ্যে পরেনা। রমজানের পবিত্রতা রক্ষা হবে তখন যখন অন্যকে কষ্ট থেকে রক্ষা করা অশান্তি থেকে সরিয়ে নিয়ে আসা।
এখন সময়ের দাবি পবিত্র রমজানে ইফতারি প্রথা গ্রাম্য সালিশের মাধ্যমে নিষিদ্ধ করা হোক। গ্রাম্য সালিশে ঘোষণা করা হোক আগামী থেকে যে বা যারা এই ফালতু সংস্কৃতি লালন করবে সে গ্রাম্য সালিশের মাধ্যমে শাস্তি পাবে। তবে আপনজনকে নিয়ে ইফতার করা আর বাধ্যতা মূলক ইফতারি প্রথা এক নয়।
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাথে এক মত ,ধন্যবাদ
চক বাজারকে রেহাই দিচ্ছেন কেন ?
বড় বাপের পোলারা খায় বা বড় লোকের মায়েরা খায় - এসব কি সাধারণ আইটেম ?
মন্তব্য করতে লগইন করুন