ওরা দেশপ্রেমিক নয় ওরা দালাল
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ জুন, ২০১৫, ০৭:০৬:০২ সন্ধ্যা
মুরগি সাপ্লাইয়ার মুরগি কবির বলেছে ভারত বিদ্বেষী মনোভাব দেশকে তালেবানি রাষ্ট্র বানাচ্ছে। তার এই বক্তব্যের কোনো যুক্তি আছে বলে মনে হয় না বরং বলা যায় সে যে ভারতের পা চাটা গোলাম তার প্রমান দিয়েছে নিজে। সীমান্তে ফেলিঁর লাশ , টিপাই - ফারাক্ষা বাধ আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মত আন্তর্জাতিক আইন লঙ্গন করেছে ভারত। সে দিকে লক্ষ না দিয়ে শুধু ৭১ এর দোহাই দিয়ে যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চাচ্ছে মুরগি কবির তাদের মধ্যে অন্যতম।
কুটনৈতিক পদ্ধতি আর ভারত নীতি এক চোখে দেখলে হবে না ভারত হচ্ছে আমাদের পাশের রাস্থ তাদের বেলায় অন্য রকম কৌশলিক নীতি গ্রহণ করতে হবে। ভারতের মত একটি বিশাল বড় দেশের সাথে যেমন দন্ধ কাম্য নয় তেমনি এতো মাখামাখি ও ভালো নয়।
কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় মুরগি সাপ্লাইয়ার মুরগি কবির ভারতকে বাপ দাদার আসনে আসীন করে রেখেছে। তাদের মতে ভারতের ক্ষেত্রে বাংলাদেশ উদার মনা এবং উজার করে দেয়ার মনোভাব তৈরী করতে হবে।
মুরগি কবিরের মত অনেক আছে যাদের মতে ভারত মানেই নিজের অস্তিত্ব তাদের মতে ভারতের পক্ষে থাকা মানে স্বাধীনতার পক্ষে থাকা। গত কয়েকদিন পূর্বে কালো বিড়াল সুরঞ্জিত বলেছে ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু বিড়াল সাহেব জানেনা এদেশের মানুষ কারো বিরুদ্ধে কথা বলে না দেশের পক্ষে কথা বলে আর সেটা যদি কারো গায়ে লাগে কিছু করার নেই।আর সে জন্য বলতে হয় দেশের স্বার্থে বাংলাদেশের জনগণ জীবন দিতে প্রস্তুত বিদেশী কোনো রাষ্টের বিপক্ষে কথা বলা মামলি ব্যাপার।
জনাব কবির সাহেবদের বলতে চাই দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করুন বিদেশী দাদাদের দালালি ছেড়ে নিজের দেশকে ভালবাসতে শিখুন। বিদেশী দাদাদের পা না চেটে নিজের পায়ে জোতা দিয়ে চলে ফিরা করুন সাহসের সাথে সম্মানের সাথে। নয়তো সাবধান হয়ে যান মুখে লাগাম দিয়ে বসে থাকুন নয়তো দেশ থেকে বিতারিত হবেন।
বিষয়: বিবিধ
১৭৯৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্যা মোচুস
আমার পছন্দ হইয়ে নামটা...
সময় মতো ওরে বানাবে টোষ্ট.... পিলাচ পিলাচ পিলাচ ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন