চিত্কার করে কাদ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ মার্চ, ২০১৩, ১২:৫৪:২৭ দুপুর
আজ অচেনা এক বাংলাদেশের রুপ দেখা যাচ্ছে ।বর্তমানের এই রুপ গত ৪১ বছরেও দেখা যায়নি ।স্বাধীন দেশের এমন রুপ কল্পনা করা যায় না এবং অনাকাঙ্কিত ।যা দেশের স্বাধীনতা কে লজ্জা দেয় ।আজ দেশের ইঞ্চি ইঞ্চি সীমা রেখা কাদে ,আহাজারি করে, দেশ আজ প্রশ্ন রাখতে চায় তার বুক রক্তে লাল কেন ?তার মাটিতে কেন পরিচিত লাশ পরে থাকে ?তার বুকে চলমান নদীতে কেন বেওয়ারিশ লাশ বাসে ?তার বুকে গুলি কেনো ?তার বুকে বসবাসকারী জনগনের উপর অত্যাচার কেন ?তার জনগনের অধিকারের উপর কেন হস্তক্ষেপ ?তার জনগনের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় কেন ?তার বুকে বসবাসকারীদের মধ্যে এত হিংসা কেন ?তারা নিজেদের মধ্যে সম্মানিতদের সম্মান দিতে জানে না কেন ?সে আরো প্রশ্ন রাখতে চায় তাহলে কেন ১৯৭১ সালে স্বধীনতার জন্য যুদ্ধকরা হলো ?কেন লক্ষ লক্ষ প্রাণ দিতে হলো ?কিন্তু সে কার কাছে প্রশ্ন রাখবে ?কেইবা তার এই প্রশ্নের জবাব দেবে ?কেইবা থাকে সান্তনা দেবে ?সান্তনা দেবার মত কেউ নেই সবাই বেস্ত নিজেদের নিজ কর্মে ।কেউ বেস্ত অত্যাচারীর অত্যাচার থেকে নিজেও সমাজকে বাচতে ।কেউ বেস্ত ক্ষমতা ধরে রাখতে ।
আমি জানি ওর প্রশ্ন আমার কাছেও ।কিন্তু আমি যে তার প্রশ্নের উত্তর দিতে পারিনা ।আবার তাকে সান্তনা দিতেও পারিনা ।কিন্তু আমি তাকে একটি পরামর্শ দিতে পারি সেটা হলো ,তুই কাদ বেশি করে কাদ চিত্কার করে কাদ ।
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন