মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -২০ ) Love Struck Good Luck Rose প্রবাসীদের সাথে দেশের বেইমানি

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ এপ্রিল, ২০১৫, ০১:১১:৫৮ রাত



প্রবাসীদের আরেক নাম দেশ প্রেমিক।প্রিয় দেশ থেকে যখন প্রবাসে চলে আসে তখন দেশের প্রতি আলাদা একটা প্রেম সৃষ্টি হয় মনের গহিনে। দেশে রেখে আসা মা বাবা স্বজন সবার জন্য চিন্তা করতে হয়।

দেশের প্রতি ভালবাসা শুধু নয় দেশর জন্য কিছু করার চেষ্টা করেন অনেক প্রবাসীরা। কথার মাধ্যেম , কাজের মাধ্যমে, লিখার মাধ্যমে , বুদ্ধি দিয়ে সর্বপরি আর্থিক ভাবে। কিন্তু যখন দেশ সেই প্রবাসীর সাথে বেইমানি করে তখন প্রবাসীরা অনেক আঘাত পায়।

আমার এক বন্ধু গত কাল আসছে দেশ থেকে। তার দেশের বাড়ি চট্রগ্রাম। সে গত ১ মাস পূর্বে দেশে যায় বাত্সরিক ছুটি কাটানোর জন্য। প্রবাস থেকে দেশে যাওয়ার ২ মাস পূর্ব থেকেই অনেক রকম প্লান করে রাখেন প্রবাসীরা কোথায় যাবেন কি করবেন ইত্যাদি । বন্ধুটি দেশে গিয়ে যে প্রতারণার শিকার হয়েছে দেশের প্রশাসনের কাছে তা অত্যন্ত কষ্টের এবং দেশের জন্য কলঙ্কের। দেশে যাওয়ার তিন দিন পরেই তার ২ বন্ধুদের নিয়ে শহরে যায় বেড়াতে । রাত ১১ টায় ফিরার পথে ট্রাফিক পুলিশ তাদের বহনকারী গাড়িটি থামিয়ে দেয় চেক করার নাম করে । শুধু মাত্র প্রবাসী বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে নেয় ট্রাফিক পুলিশ।গাড়িতে বসে থাকা ২ জন বন্ধুদের ৩ জন পুলিশ গাড়ির গ্লাস বন্ধ করে আটকে রাখে। বন্ধুটি দেখতে দেশের অন্য দু চারটি ছেলের মত নয় , অনেকটা আলদা এক কথায় স্মার্ট। পুলিশ গাড়ি থেকে নামিয়ে তার হাতে ধরিয়ে দেয় " ইয়াবার তিনটি বড়ি " এবং থাকে ওই পুলিশ ইয়াবি গুলো পকেটে রাখার জন্য বলে।সেই সময় আশপাশ থেকে আরো ৬ জন পুলিশ চলে আসে তাদের গাড়ির কাছে। ইয়াবার বড়ি পকেটে রাখতে অনিচ্ছা দেখালে সাথে সাথে তার দিকে বন্ধুক উচু করে রাখা হয়। বন্ধুটি ভয়ে পুলিশের দেওয়া ইয়াবা পাকটে রাখে। প্রায় ১০ মিনিট দাড়িয়ে রাখার পর অন্য এক পুলিশ আসে ঘটনাস্থলে এসেই ২৫ হাজার টাকা না দিলে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়। সে টাকা দিতে রাজি না হলে শেষ পর্যন্ত তার সাথে থাকা মোবাইল মানিব্যাগ নিয়ে গাড়িতে তুলে দেয়।কোনো রকম প্রতিবাদ দুরে থাক একটা শব্দ পর্যন্ত করার সুযোগ হয় নাই।

এ যখন দেশের পরিস্তিতি তখন বলতেই হয় দেশ থেকে প্রবাসে অনেক ভালো আছি।কোনো এক সময় আমরা দেখেছি দেশ থেকে আসার সময় সবাই বলে দিতেন প্রবাসে যাচ্ছ স্বচেতন থেক যাতে কোনো রকম বিপদে না পর। কিন্তু এখন প্রবাস থেকে দেশে গেলে আমরা বলে দেই ভাই দেশে যাচ্ছেন একটু সচেতন থাকবেন। শুনতে খারাপ হলে ও বলতে হয় প্রবাসীদের সাথে দেশ বেইমানি করতেছে। প্রবাসীর সম্মান দিতে দেশ সম্পূর্ণ রূপে ব্যর্থ। দেশের সরকার প্রশাসন দিয়ে প্রবাসীদের হয়রানির মাধ্যমে প্রবাসীদের সাথে বেইমানি করা ছাড়া আমি আর কিছুই বলতে পারিনা।

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316728
২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৩২
আফরা লিখেছেন : এসব শুনলে আর দেশে যেতে মন চায় না । আমি একবার দেশে গিয়েছিলাম ফিরে আসার সময় এয়ারপোর্টে যে আচরন পেয়েছি সেটা মনে হলেই আমার আর দেশে যেতে ইচ্ছা করে না ।
২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৬
257866
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এয়ারপোর্টের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যাবার পায়তারা শুরু হয়ে যায়। প্রবাসীদের সাথে এমন আচরণ কবে বন্ধ হবে জানিনা। প্রবাসীরা দেশের কাছে কিছুই চায় না একটু সম্মান চায় শুধু।
316732
২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
সান বাংলা লিখেছেন : কিছু কুরবানির গোস্ত আনতেছিলাম তো এয়ারপোর্টে এক চামুইচ বললো ভাই গোস্ত নেয়া নিষেধ আপনি স্যারের জন্য কিছু চা পানির ব্যাবস্থা করেন সমস্যা নাই আমি বলে দিব।বললাম আমি কিভাবে চা পানির ব্যাবস্থা করব? বলল আরে ভাই কিছু টাকা টুকা দিয়ে যান।পকেটে বিশ টাকা ছিল দিলাম। বললো এটা কি ভাই, ভিক্ষা দিলেন? বললাম ভাই চাইলেন তাই দিলাম আমার কাছে আর নাই না হয় গোস্ত রেখে দিন।
শালার বেটাঃ আপনারা যে কি করেন বলতে বলতে টাকাটা পকেটে ডুকালো আর বললো যান যান....
আমি মখার মত চাইয়া রইলাম,কেউ নাড়া দিস না..... হা হা হা....
২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৭
257871
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই কুত্তাদের মুখের ভাষা ও অনেক খারাপ ,,,অনেক কষ্ট লাগে এসব দেখে ,,আফসুস প্রিয় দেশ
২৫ এপ্রিল ২০১৫ রাত ০২:২৫
257877
সান বাংলা লিখেছেন : না আমার সাথে এপর্যন্ত কোন খারাপ হয়নি তবে এবার ভিক্ষা দিয়ে মখা হয়ে গেলাম...
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৫
258114
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
316745
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৫
শেখের পোলা লিখেছেন : ঐ বেইমানদের কাছে টাকাই সব৷ টাকার জন্য ওরা ওদের রমা বউ মেয়েকে দিতেও লজ্জা করেনা৷প্রবাসী মানেই অনেক টাকা৷ এর থেকে বাঁচার উপায় নেই৷
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১২
258010
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু আমরা প্রবাসীরা এদের থেকে বাঁচতে চাই
316754
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশের পুলিশ এর মত হারামজাদা আর কোন জাত নাই।
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১২
258011
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা কইছেন ভাইয়া
316765
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৬
egypt12 লিখেছেন : এটা এখন নব মগের মুল্লুক
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৩
258013
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু ওদের হাত থেকে সবাই বাচতে চাই
316812
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার লিখাটি পড়ে আমার এক তিক্ত অভিজ্ঞতার কথা মনে গেল।

আসলেই দেশটার অধঃপতন এক সীমাহীন পর্যায়ে চলে গেছে। মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৪
258014
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের করুন অবস্তা দেখে অনেক কষ্ট হয়
316828
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
সামছুল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৪
258015
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
316858
২৫ এপ্রিল ২০১৫ রাত ১০:২৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : কিছুকিছু অমানুষ আছে সব জায়গায়।
বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৯
258034
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের দেশের পুলিশে সেই অমানুষের সংখা বেশি
316945
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১০
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
258130
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
১০
317093
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুবই দুঃখজনক। গতমাসে আমার এক প্রতিবেশীকে রাত তিনটার দিকে এসে তার ঘরের সিঁড়ির নিচে কয়েকটি পেট্রোল বোমা রেখে দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। নেওয়ার আগে তাকে সাংঘাতিকভাবে মেরেছে।
পরের দিন পত্রিকায় দুই হাতে পেট্রোল বোমা ‍ধরিয়ে দিয়ে ছবি সহ প্রকাশ করেছে এবং লিখেছে- ‘জামায়াতের রুকন পর্যায়ের নেতা অস্ত্র সহ গ্রেফতার।’
আমি আল্লাহ নামে শপথ করে বলতে পারি- উনি জামায়াতের কেউ ছিলেন না। তার অপরাধ ছিল- তিনি নিয়মিত নামায আদায় করতেন এবং সন্ত্রাসীদেরকে তোয়ায করতেন না।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
258347
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া দেশের মধ্যে এই পুলিশের ড্রেস পরে যারা আছে ওরা পুলিশ নয় ভাই ওরা কাল সাপ
১১
317243
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:১৪
তিমির মুস্তাফা লিখেছেন : যদি বাংলাদেশে কোন পত্রিকায় আজ একটা খবর বের হয়, আগামী তিনদিন অর্থাৎ এপ্রিলের ত্রিশ তারিখের মধ্যে যারা দরখাস্ত জমা দিতে পারবেন, তারা আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ভিসা পাবেন। বিডিটূডের ওয়েব সাইটে এই দরখাস্তের বিশেষ ‘ফরম’ পাওয়া যাবে!
কি ঘটবে বলে মনে হয়! আমার সোনার বাংলা –রাতারাতি শ্মশান হয়ে যাবে! ঐ পুলিশ, সন্ত্রাসী, এমনকি সরকারের ‘গদ্দীনসীন আমলা বা কামলা কেউ বাদ থাকবে না!
এবার বলুন, দেশপ্রেমের সংজ্ঞা কি?

দেশের আইন/ শৃঙ্খলা/ বিচার পরিস্থিতি – পুলিশ-রাজনীতিক- দুষ্ট- বদমাইশ –চোরের রাজত্ব- এত খারাপ কিছুর পরেও, ঐ ‘পোড়া দেশকে আমরা সবাই কিন্তু সত্যিই ভালবাসি। ইনহাস্ত ওয়াতানম! ঐ তো আমার জন্মভূমি!
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৮
258392
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি কিন্তু প্রবাসীদের নাম দেশপ্রেমিক বলা যায় বলেছি দেশে থাকাকলীন সময়ের কথা নয়
১২
320555
১৭ মে ২০১৫ দুপুর ০৩:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দেশ থেকে আসার সময় ইমিগ্রেশনে প্রবেশের সাথে সাথে একটা ফরম পূরন করতে দেওয়া হলো, আমি ফরম টা একবার দেখেই পূরন করা প্রায় শেষ করে পেললাম। কিন্তু পুলিশ এসে আমার কাছ থেকে ফরমটা নিয়ে নিল, আমি নাকি সঠিকভাবে পূরন করতে পারবোনা! পুলিশ আমার উপকার করেই ছাড়বে! আহ, পুলিশের কি দেশপ্রেম! কি দরদ!! আমার পূরন করা ফরমটার শেষে একটা লাইন লিখলো মাত্র! আর হাতের লিখা নার্সারির বাচ্ছাদের আরোও সুন্দর হয়! পুলিশ মহোদয় একটু চেক করলো মাত্র ! সাথে সাথে ফিস দাবি করলো ৩০০ টাকা! আমি হঠাৎ বেকুপ বনে গেলাম, টাকা বের করতে একটু দেরি হচ্ছে এই জন্য যে কথাগুলো শুনলাম তা ভাষায় প্রকাশ করার মত না। পকেটে ২৩৭ টাকা ছিল তা পুরাই দিয়ে দিলাম, কারন হাতে সময় খুব কম, ব্যাগেজ জমা দেওয়ার জন্য লাইনে দাড়াতে হবে, তার উপর আমি সম্পুর্ণ নতুন। কিন্তু ভদ্র পুলিশ পুরা ৩০০ টাকা না দেওয়া পর্যন্ত আমাকে ছাড়তে নারাজ, এবার সে আমার মোবাইল নিয়ে নিতে চায়!! শেষে একান্ত বাধ্য হয়েই এক আংকেলের নাম বললাম, নাম শুনার সাথে সাথেই ছেডে দিল(আমি কারো পরিচয় দিয়ে চলতে পছন্দ করিনা তাই প্রথমে বলিনি)।
১৭ মে ২০১৫ রাত ০৮:০৭
261703
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আফসুস আমার প্রিয় বাংলাদেশের জন্য ,,সাথে ঘৃনা ধিক্কার কুত্তাদের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File