নারীর শ্লীলতাহানীতে ইনুর বক্তব্য দেশের মা বোনদের ইজ্জতে আঘাত করার মত
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ এপ্রিল, ২০১৫, ০৬:৪৭:০২ সন্ধ্যা
বর্ষবরণের নামে পুরো দেশ জুড়ে নারীর শ্লীলতাহানী ঘটেছে। লম্পটদের পরিকল্পিত লম্পটি কর্মকান্ডে দেশ ভয়ে কেপেছে। নারীরা ভয়ে মুখ লুকিয়ে পালিয়েছে। মায়ের সামনে সন্তানের বস্ত্র হরণ ,স্বামীর সামনে স্ত্রীর বস্ত্র হরণ সন্তানের সামনে মায়ের বস্ত্র হরণ এ যেন কুলাঙ্গারদের জন্য এক মহা উত্সবের পরিবেশ। দেশের একাদিক জায়গায় অপসংস্কৃতির দাপটে সুষ্ট সংস্কৃতির অপমান হয়েছে ।এসব কর্মকান্ড দেখে মনে হচ্ছে বদমাশ লুচ্চাদের হাতে দেশ যেন বন্দী।
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে নারী নিপীড়নের যে ঘটনা ঘটেছে সেটা একটি দেশের জন্য কলঙ্কের।বর্ষণের অনুষ্ঠানে প্রকাশ্য দিবালোকে কয়েক নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানীর ঘটনায় কলঙ্কিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকা সাতেহ লজ্জিত হলো দেশ । বর্ষবরণের মেলায় গিয়ে ধর্ষিত হয়ে প্রাণই হারালেন আরেক নারী। মুন্সীগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে। হায়েনার দল বৈশাখী মেলা থেকে প্রকাশ্য দিবালোকে শাহীন (৩০) নামে এক নারীকে অপহরণের পর ধর্ষণ করে। পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
দেশে যখন এ অবস্তা ঠিক তখন বেফাস বক্তব্যের অধিকারী কর্মী হীন নেতা হাসানুল হক ইনু বলে বর্ষবরণে নারীর শ্লীতাহানীর নাকি ঘটনা জঙ্গী ও তালেবানী চক্রান্ত। হাসানুল হক ইনুর বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে সে এই ঘটনায় লাভবান হয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিল করার সুযোগ পেয়ে গেল। যার কোনো সমর্থক নেই , কর্মী নেই সে যখন নেতা হয়েছে তখন বেফাস কর্মকান্ড বা বক্তব্য দেওয়া স্বাভাবিক কিন্তু সেই বেফাসের ও একটা লিমিট থাকা চাই। লম্পটদের কর্মকান্ডে দেশের জনগণ যখন প্রতিবাদে ফুসে উঠেছে ঠিক সেই মুহুর্তে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারী সমাজের প্রতি অসম্মান দেখানোর অধিকার ইনুকে কে দিয়েছে ? দেশের মা বোনদের ইজ্জত নিয়ে রাজনীতি করার সাহস দেখে অবাক হওয়া ছাড়া উপায় নেই।
মা বোনদের মর্যাদাপূর্ণ সুষ্ট সংস্কৃতি ছাড়া দেশের শালীন পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। লম্পটদের চেতনায় তালা ঝুলাতে হবে নয়তো দেশ ইজ্জতহীন হয়ে যাবে। এসব কুকর্ম যারা করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে না পারলে আগামীতে অন্ধ হয়ে চলাফেরা করতে বাধ্য হতে হবে।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারন তারাই এই সব চক্রান্তকারি। মন্ত্রি নিজেই তার সাখে জড়িত।
Related:
inuyasha
hasanul haque inu
shiba inu
inu and neko
Next page » Moderate SafeSearch is on
ছবিটি ইনু চরিত্রের অংশ!! ওনি এমন কথা বলতেই পারে।
মন্তব্য করতে লগইন করুন