ব্লগ আমার বাড়ি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ এপ্রিল, ২০১৫, ১২:৪৮:৪১ রাত
ব্লগ কে আমরা একটি বাড়ি মনে করি। আর সেই বাড়ির সদস্য হচ্ছেন একেকজন ব্লগার। আমাদের বাড়িতে পূর্বের মত নেই মায়া মহব্বত নেই আপনজনের আগমন। গ্রামের একটি পরিবারের মত সবাই নিজ নিজ বউ বাচ্চা নিয়ে সময় পার করতেছেন কেউ আর কারো খোজ নেয় না। তবে সবাই বাড়িটিকে অনেক ভালোবাসে।
আজ কয়েকটা দিন থেকে ফেসবুকে অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের এই " টুডে ব্লগ " বাড়িকে আবার ভালোবাসায় জমিয়ে রাখার। আমাদের বিশ্বাস আমরা আবার আমাদের আপনজনদের কাছে পাব ,আমরা আবার ব্লগে সময় দেব ,আমরা ব্যস্ততার মধ্যে ও সময় করে ব্লগ বাড়িতে নিজের বাড়ি মনে করে এক বার দেখতে আসবো। আমাদের কথা বলার একটি বাহক মনে করে ব্লগে পোস্ট দেব।
ব্লগার লিখেন নিজের জন্য শুধু নয় দেশের জন্য দশের জন্য তাই ব্লগকে ও জমাতে হবে দেশের জন্য দশের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইসলাম বিদ্ধেষী ব্লগারদের কারণে আজ ব্লগ ও ব্লগার নামটা কলঙ্কিত করার পায়তারা চলছে। আমাদের নাম এখন ব্লগার তাই নিজের নামকে সম্মানের সাথে উপস্থাপনের জন্য ব্লগে পোস্ট দেওয়ার মাধ্যমে প্রমান করতে হবে নিজেকে। আমরা যদি ব্লগ থেকে দুরে থাকি নাস্তিকরা নিজেদের কে প্রচার প্রসারে সুযোগ পেয়ে যাবে। এই দু চারটা কুলাঙ্গার দের প্রতিহত করতে হলে আমাদের শত শত ব্লগার ভাইদের সামান্য ত্যাগই যতেষ্ট।
সবার আগে আমি বলতেছি------- আমি ব্লগে আছি আমার বাড়ি মনে করে আর আমার বাড়ি আবার ভালোবাসায় ভরপুর করবই।
সবাই বলেন আমরা আছি আমরা থাকব ,,,,,
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাহিন ভাই, ঠিক বলেছেন, গত ক’দিন ধরে ফেসবুকে চেষ্টা করা হচ্ছে আমাদের পরিবার কে আবারো সরব করে তুলতে। একটি গ্রুপ খোলা হয়েছে সাহিন ভাই, আব্দুর ভাইয়ের উদ্যোগে, এই গ্রুপ তৈরির উদ্দেশ্য ব্লগারদের মাঝে ঐক্য স্থাপন , কিন্তু এই ঐক্যইবা কেন হঠাৎ এমন প্রয়োজন হয়ে পড়ল? তা আর কিছুই নয়। ব্লগের যাচ্ছে তাই অবস্থা দূরীকরণ, থমকে যাওয়া ভাব কাটিয়ে উঠা, বাঘা বাঘা ব্লগারদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালানো আর গরিবিয়ানাকে সমৃদ্ধির পর্যায়ের নিয়ে আসাই মূলত এই গ্রুপ তথা ঐক্য প্রতিষ্ঠা। আশা করি, গ্রুপের সব সদস্য বিষয়টি মাথায় রাখবেন।
ধন্যবাদ অতি যৌক্তিক কথা বলার জন্য।
আমার ভাই আপ্নের ভাই শাহিন ভাই শাহিন ভাই....
আমার ভাই তোমার ভাই সান বাংলা বদ্দা (এখানে ভাই চলত নো )
প্রতিনিয়ত ব্লগে লেখা প্রকাশিত হচ্ছে কিন্তু মন্তব্যের অভাবে ব্লগটি সুনসান.... শুন্যতা ...!
প্রথমে ব্লগটি কেমন ছিলো? ব্লগারেরা একটু ভেবে দেখুন!! ভেবে বসে থাকলে চলবেনা মন্তব্যের প্রতিযোগিতা হতে হবে,
আমরা ঐক্যবদ্ধভাবে এ কাজটি করতে পারলে ব্লগটিকে ঠিক আগের জায়গায় ফিরিয়ে নেয়া যাবে।
আমাদের বাড়িটিকে সুন্দর করতে যা করা প্রয়োজন তা করার লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। (((আমরা কি পারব??)))
মুখের কথা নয় কাজে প্রমাণ কারার দৃঢ় প্রত্যয়ে ঐক্যের হাতে হাত রাখলাম।।
আমরা আর ফিরে যাব না ব্লগ ছেড়ে।
ভাইয়া একটু ও পরামর্শ নয় অনুরুধ ,,গত কয়েকদিন থেকে ফেসবুকে অনেক রকম প্রচেষ্টার পর আজকের অবস্থান ,,,এখন থেকে নতুন কিছু দেখার সম্ভাবনা রয়েছে ,,তবে জানিনা কতটুকু হয়।
তিতা থেকে মিষ্ট ভাষা ফিরে আসবে এটাই প্রত্যাশা।
আজকের এই লেখাটি স্টিকি করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি!
ব্লগ চলবে আপন গতিতে ব্লগার সবাই থাকবে তার পাশে।
জনাব ধন্যবাদ হাজিরার জন্য।
বিদগ্ধ ব্লগারদের পোস্ট বেশী বেশী আসতে হবে,সাথে সাথে অন্যের লেখায় তাদের মন্তব্য ও প্রতি মন্তব্য সাধারণ ব্লগার কে উৎসাহিত করবে!
বিষয়টায় খেয়াল দেয়া দরকার!!
আমরা খুনের পক্ষে নয় লিখনির মাধ্যমে ওদের বিতারিত করব ,আর তখন আর কারো ভয় থাকবে না।
বাড়িতে মেহমান (নতুন মুখ) আসলে তাদেরকে আপ্যায়ন (উৎসাহিত) করা প্রয়োজন।
আমি এখনো বাড়ির আঙ্গিনায় আছি,তবে বেডরুমে পৌছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাথে আছি সাথে থাকবো ইনশাআল্লাহ।
লোকমান নিজেকে নতুন বললেন আর আপনারা সবাই........ মেনে নিলেন!!!!! আমি মানিবার পারিলামনা...... লোকমান সাহেব ব্লগকে আগেই বাড়ি বানিয়ে নিয়েছেন!!
আসুন বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলি.......! @লোকমান
অন্তরে অমৃত না থাকলে কি কলমে এভাবে ভালোবাসার ছোঁয়া লাগে?!!
আপনার পারিবারিক বন্ধনের সাথে সম্পৃক্ত হতে পেরে একজন সদস্যা হিসাবে আমিও গর্বিত এবং আনন্দিত।
আবেগমথিত সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ ভাইয়া ।
তবে চেষ্টাকরিব আসতে।
মন্তব্য করতে লগইন করুন