Love Struck Good Luck Rose ব্লগ আমার বাড়ি Love Struck Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ এপ্রিল, ২০১৫, ১২:৪৮:৪১ রাত



ব্লগ কে আমরা একটি বাড়ি মনে করি। আর সেই বাড়ির সদস্য হচ্ছেন একেকজন ব্লগার। আমাদের বাড়িতে পূর্বের মত নেই মায়া মহব্বত নেই আপনজনের আগমন। গ্রামের একটি পরিবারের মত সবাই নিজ নিজ বউ বাচ্চা নিয়ে সময় পার করতেছেন কেউ আর কারো খোজ নেয় না। তবে সবাই বাড়িটিকে অনেক ভালোবাসে। Love Struck Broken Heart

আজ কয়েকটা দিন থেকে ফেসবুকে অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের এই " টুডে ব্লগ " বাড়িকে আবার ভালোবাসায় জমিয়ে রাখার। আমাদের বিশ্বাস আমরা আবার আমাদের আপনজনদের কাছে পাব ,আমরা আবার ব্লগে সময় দেব ,আমরা ব্যস্ততার মধ্যে ও সময় করে ব্লগ বাড়িতে নিজের বাড়ি মনে করে এক বার দেখতে আসবো। আমাদের কথা বলার একটি বাহক মনে করে ব্লগে পোস্ট দেব।

ব্লগার লিখেন নিজের জন্য শুধু নয় দেশের জন্য দশের জন্য তাই ব্লগকে ও জমাতে হবে দেশের জন্য দশের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইসলাম বিদ্ধেষী ব্লগারদের কারণে আজ ব্লগ ও ব্লগার নামটা কলঙ্কিত করার পায়তারা চলছে। আমাদের নাম এখন ব্লগার তাই নিজের নামকে সম্মানের সাথে উপস্থাপনের জন্য ব্লগে পোস্ট দেওয়ার মাধ্যমে প্রমান করতে হবে নিজেকে। আমরা যদি ব্লগ থেকে দুরে থাকি নাস্তিকরা নিজেদের কে প্রচার প্রসারে সুযোগ পেয়ে যাবে। এই দু চারটা কুলাঙ্গার দের প্রতিহত করতে হলে আমাদের শত শত ব্লগার ভাইদের সামান্য ত্যাগই যতেষ্ট।

সবার আগে আমি বলতেছি------- আমি ব্লগে আছি আমার বাড়ি মনে করে আর আমার বাড়ি আবার ভালোবাসায় ভরপুর করবই।

সবাই বলেন আমরা আছি আমরা থাকব ,,,,,

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ৬৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312322
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:৫২
নূর আল আমিন লিখেছেন : ইনশা আল্লাহ। আমাদের ব্লগ বাড়ি হবে ফুলের বাগানের মতোই
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১২
253365
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই প্রত্যাশায় রইলাম ভাই Good Luck Good Luck
312323
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:০১
shaidur rahman siddik লিখেছেন : আমিও মনে করি আমরা সবাই এক পরিবারের সদস্য,,,,,এখান থেকে আমরা সবার কথা শেয়ার করবো এবং একে অপরের পাশে থাকবো। আমরা আলচনা করবো দেশ এবং দেশের মানুষের, গল্প করবো,কবিতা লিখবো,হাসবো খেলবো, এবং সব সময় জমিয়ে তুলবো এই ব্লগবাড়ীকে। আমি আছি এবং যতদিন বেচে আছি পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৪
253366
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের ব্লগ বাড়ি আমরা জমাবো ,,অনেক ধন্যবাদ ভাই Good Luck Good Luck
312324
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : মুখ দেখে দেখে কমেন্ট করার অভ্যেস ত্যাগ না করলে ব্লগ যাচ্ছে তাই ভাবেই চলবে। কেউ ভাল লিখলে তাকে যেমন প্রশংসা বাণীতে ভিজিয়ে ফেলা হয়, ঠিক তেমনি নতুন হিসেবে কেউ ভাল মানের লিখা উপহার দিতে না পারলে তাকেও উৎসাহ পরামর্শ দেয়া অবশ্য কর্তব্য, কেননা ব্লগ একটা কমিউনিটি!

সাহিন ভাই, ঠিক বলেছেন, গত ক’দিন ধরে ফেসবুকে চেষ্টা করা হচ্ছে আমাদের পরিবার কে আবারো সরব করে তুলতে। একটি গ্রুপ খোলা হয়েছে সাহিন ভাই, আব্দুর ভাইয়ের উদ্যোগে, এই গ্রুপ তৈরির উদ্দেশ্য ব্লগারদের মাঝে ঐক্য স্থাপন , কিন্তু এই ঐক্যইবা কেন হঠাৎ এমন প্রয়োজন হয়ে পড়ল? তা আর কিছুই নয়। ব্লগের যাচ্ছে তাই অবস্থা দূরীকরণ, থমকে যাওয়া ভাব কাটিয়ে উঠা, বাঘা বাঘা ব্লগারদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালানো আর গরিবিয়ানাকে সমৃদ্ধির পর্যায়ের নিয়ে আসাই মূলত এই গ্রুপ তথা ঐক্য প্রতিষ্ঠা। আশা করি, গ্রুপের সব সদস্য বিষয়টি মাথায় রাখবেন।
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৫
253367
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের সাথে সহমত পূষণ করে আমি মেনে চলার চেষ্টা করব অন্যদের ও বিষয়টি বিবেচনায় আনার অনুরুধ করি।
ধন্যবাদ অতি যৌক্তিক কথা বলার জন্য। Good Luck Good Luck
312326
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : এবং ব্লগের সব ব্লগাররা আমার কথাগুলো মাথায় রাখবেন।
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৫
253368
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৪
253378
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমার মথায় কিন্তু চুল কমে যাচ্ছে........ মাথায় না রেখে মনে রাখলে বোধহয় আরো ভালো হত!!!
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
253382
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Applause Applause
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
253385
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাথায় রাখলে অনেক সময় মাথার গরমে সব পালিয়ে যায় তাই মনে রাখলে ভালো হয়।
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
253387
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গাজীর অনুভূতি গেলো কোথায়? গাজী ঘুমিয়েRolling on the Floor আছে নাকি?
০২ এপ্রিল ২০১৫ রাত ০২:০১
253389
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গাজী গাজী হইয়া গেছেন
312331
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
সান বাংলা লিখেছেন : ব্লগ বাড়িরতে একজন মাতব্বর দরকার আর সেটা হবেন শাহিন ভাই
আমার ভাই আপ্নের ভাই শাহিন ভাই শাহিন ভাই....
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:২৪
253371
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই বুজ্জি মেজবানে গেলে হুনছি যার লাগবে সে কয় ভাই আমার এই বন্ধুটারে একটু গোসত বাড়ায় দেন ,,,,মূলত হেতের লাগবে Tongue Tongue

আমার ভাই তোমার ভাই সান বাংলা বদ্দা (এখানে ভাই চলত নো )Crying Crying
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:২৮
253372
সান বাংলা লিখেছেন : ইজ্জত মাইরালছেTongue
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
253373
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যাহা সত্য তাহা বলিয়াছি হুজুর Tongue Tongue Tongue
312337
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগারেরা ব্লগ লিখে যায় মন্তব্য প্রত্যাশা করে....! কিন্তু মন্তব্য করার প্রয়োজনীয়তা অনুভব করেনা!

প্রতিনিয়ত ব্লগে লেখা প্রকাশিত হচ্ছে কিন্তু মন্তব্যের অভাবে ব্লগটি সুনসান.... শুন্যতা ...!

প্রথমে ব্লগটি কেমন ছিলো? ব্লগারেরা একটু ভেবে দেখুন!! ভেবে বসে থাকলে চলবেনা মন্তব্যের প্রতিযোগিতা হতে হবে,
আমরা ঐক্যবদ্ধভাবে এ কাজটি করতে পারলে ব্লগটিকে ঠিক আগের জায়গায় ফিরিয়ে নেয়া যাবে।

আমাদের বাড়িটিকে সুন্দর করতে যা করা প্রয়োজন তা করার লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। (((আমরা কি পারব??)))


মুখের কথা নয় কাজে প্রমাণ কারার দৃঢ় প্রত্যয়ে ঐক্যের হাতে হাত রাখলাম।।
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩১
253375
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে নিজেকে ব্লগে সরব রাখার প্রত্যয়কে স্বাগতম জানাচ্ছি।
আমরা আর ফিরে যাব না ব্লগ ছেড়ে। Good Luck Good Luck
312343
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৫
আবু জান্নাত লিখেছেন : আপনি কয়দিন পরে আসলেন জনাব, নিজেই তো নিয়মিত আসেন না, আবার সবারে পরামর্শ? Time Out Time Out Time Out
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
253383
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :
ভাইয়া একটু ও পরামর্শ নয় অনুরুধ ,,গত কয়েকদিন থেকে ফেসবুকে অনেক রকম প্রচেষ্টার পর আজকের অবস্থান ,,,এখন থেকে নতুন কিছু দেখার সম্ভাবনা রয়েছে ,,তবে জানিনা কতটুকু হয়।
০২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৯
253418
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবু জান্নাত.... কিন্তু কথা ঠিক বলেছেন! তবে শাহীন ভাই নিজেকে আগের জায়গায় ফিরিয়ে নেয়ার জন্য উদ্যোগী হয়েছেন! টুডে ব্লগকে ব্লগ বাড়ি বানাবার ইচ্ছা প্রকাশ করেছেন এতে আমরা আনন্দিত। আবু জান্নাতকে ধন্যবাদ জানাচ্ছি শুনতে তিতা লাগলেও কথাটি উপস্থাপন করার জন্য।

তিতা থেকে মিষ্ট ভাষা ফিরে আসবে এটাই প্রত্যাশা।
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০২
253430
আবু জান্নাত লিখেছেন : মাশা-আল্লাহ আপনাদের উদ্যোগ ও প্রচেষ্টা দেখে অনেক ভালই লাগছে। এ চেষ্টা যেন বৃথা না যায়, এই প্রত্যাশায়......
312346
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : সাথেই আছি ইন্সেআল্লাহ । Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
253384
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ Good Luck Good Luck
312354
০২ এপ্রিল ২০১৫ রাত ০২:০৮
কথার_খই লিখেছেন : সুন্দর একটি উদ্যোগ টুডে ব্লগকে আমরা আমাদের বাড়ি বানিয়ে নিতে চাই....... এই প্রত্যাশা.... এই অনুভূতি....... সবার কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব সম্মানিত সম্পাদক মোহদয়ের!!!
আজকের এই লেখাটি স্টিকি করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি!
০২ এপ্রিল ২০১৫ রাত ০২:১২
253390
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগ জমানোর জন্য অন্যতম একটি আপনার এই মন্তব্য বলে মনে করি।
ব্লগ চলবে আপন গতিতে ব্লগার সবাই থাকবে তার পাশে। Good Luck Good Luck
১০
312361
০২ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৭
লোকমান লিখেছেন : আমি নতুন ব্লগার। আপনাদের সহযগিতা চাই। আমাকে হেল্পাইবেন প্লিজ
০২ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩০
253403
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি আর কি কমু দাদায় বলেন নাতি বড়!!
জনাব ধন্যবাদ হাজিরার জন্য।
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৫
253433
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লোকমান নিজেকে নতুন বললেন আর আপনারা সবাই........ মেনে নিলেন!!!!! আমি মানিবার পারিলামনা......
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৮
253559
লোকমান লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
১১
312371
০২ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৪
কাহাফ লিখেছেন :
বিদগ্ধ ব্লগারদের পোস্ট বেশী বেশী আসতে হবে,সাথে সাথে অন্যের লেখায় তাদের মন্তব্য ও প্রতি মন্তব্য সাধারণ ব্লগার কে উৎসাহিত করবে!
বিষয়টায় খেয়াল দেয়া দরকার!!
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৭
253474
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা সবাই গুরুত্ব সহকারে দেখব
১২
312374
০২ এপ্রিল ২০১৫ সকাল ০৭:১৮
আলআমিন লিখেছেন : সাথে আছি
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৭
253475
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আলহামদুলিল্লাহ ,,লিখেন ভাই নিজের করে
১৩
312379
০২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৯
ছালসাবিল লিখেছেন : হিহিহিহিহিহি____> ভাইয়া, বউকে নিয়ে এই বাড়িতে বসবাস কারা যাবে কি?? Love Struck Day Dreaming
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৯
253477
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেন যাবে না ,,উনি ও পোস্ট করবে আপনি ও পোস্ট করবেন Good Luck Good Luck
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৬
253491
ছালসাবিল লিখেছেন : আপনার বউ কি লেখে ? Day Dreaming
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৭
253492
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখনো জীবিত আছি Tongue
০৩ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৪
253629
ছালসাবিল লিখেছেন : হিহিহিহিহি Tongue বউ হলে মানুষ মরে নাকি চারা গাছের মতো লকলকে হয় Smug Tongue আপনার ডা: দেখানো দরকার Rolling on the Floor Tongue
১৪
312382
০২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০১
গ্রাম থেকে লিখেছেন : আমি তো গেরামের মানুষ, কেউ যদি শাহভাগের বলগার ভাইবা জমিনের আইলে কুপাইয়া ফেলে রাকে কি হপে তকন?
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১১
253478
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শাহবাগী দের প্রতিহত করার লক্ষা আমদের এগিয়ে আসতে আর তার জন্য ব্লগে নিয়মিত আসা যাওয়া করতে হবে।
আমরা খুনের পক্ষে নয় লিখনির মাধ্যমে ওদের বিতারিত করব ,আর তখন আর কারো ভয় থাকবে না।
১৫
312383
০২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৬
অভিমানী বালক লিখেছেন : শুধু বাড়িতে বসে থাকলে হবে না,
বাড়িতে মেহমান (নতুন মুখ) আসলে তাদেরকে আপ্যায়ন (উৎসাহিত) করা প্রয়োজন।
আমি এখনো বাড়ির আঙ্গিনায় আছি,তবে বেডরুমে পৌছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাথে আছি সাথে থাকবো ইনশাআল্লাহ।
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩০
253434
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঐ নতুনের কেতন উড়ে.... নতুনদের বেশী হাওয়া দিতে নেই বেশী হাওয়া দিলে ব্লগ বাড়ি ছেড়ে আকাশে বাতাসে উড়াল দিবে.......! সুতরাং আপনাকে ব্লগে দরকার। শুভ ব্লগিং।
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১২
253479
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার যৌক্তিক মন্তব্যের সাথে একমত। আমরা আমাদের বাড়ি কে স্যাবো ফুলের বাগানে।
১৬
312389
০২ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিও মনে করি আমরা সবাই এক পরিবারের সদস্য,,,,,এখান থেকে আমরা সবার কথা শেয়ার করবো এবং একে অপরের পাশে থাকবো! আমরা আলোচনা করবো দেশ এবং দেশের মানুষের,গল্প করবো,কবিতা লিখবো,হাসবো খেলবো,এবং সব সময় জমিয়ে তুলবো এই ব্লগবাড়ীকে! আমি আছি এবং যতদিন বেচে আছি পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ! ইনশা-আল্লাহ আমাদের ব্লগ বাড়ি হবে ফুলের বাগানের মতোই..! আকাশে ডানা মেলে যাওয়া পাখির মতোই.....।
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১২
253480
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ ,,আমাদের পথ চলা চলতেই থাকবে
১৭
312391
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
লোকমান নিজেকে নতুন বললেন আর আপনারা সবাই........ মেনে নিলেন!!!!! আমি মানিবার পারিলামনা...... লোকমান সাহেব ব্লগকে আগেই বাড়ি বানিয়ে নিয়েছেন!!

০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৩
253481
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনি ছোট মানুষ কোরন দেখেন নাই দাদারা বড় হলে ছোট হয়ে যায়
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৯
253560
লোকমান লিখেছেন : তদন্ত হচ্ছে বুঝি :Thinking :Thinking
০২ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৬
253572
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তদন্ত হবেনা? ব্লগে সাদাকে কালো বানিয়ে দিবেন আর তদন্ত হবেনা এ কেমন কথা?

আসুন বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলি.......! @লোকমান
১৮
312402
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৫
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৩
253483
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
১৯
312408
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৯
দ্য স্লেভ লিখেছেন : আপনার প্রবাস জীবনের গল্পগুলো খুব ভাল লাগে। আল্লাহ আপনাকে কল্যানের উপর রাখুন
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৪
253484
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন ,,আমিন
২০
312431
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৫
প্রেসিডেন্ট লিখেছেন : ছিলাম, আছি ও থাকবো ইনশাল্লাহ।
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৪
253485
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের উপস্থিতি অনেক গুরুত্বের ভাইজান
২১
312465
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। একেই বলে প্রাণের আকুতি এবং হৃদয় নিংড়ানো অনুভূতি!!

অন্তরে অমৃত না থাকলে কি কলমে এভাবে ভালোবাসার ছোঁয়া লাগে?!!

আপনার পারিবারিক বন্ধনের সাথে সম্পৃক্ত হতে পেরে একজন সদস্যা হিসাবে আমিও গর্বিত এবং আনন্দিত।

আবেগমথিত সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
253493
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বর্তমান সময়ে আপনি ব্লগ বাড়িটাকে যতেষ্ট সাজিয়ে রেখেছেন এখন থেকে আমরা আপনাকে সাহায্য করব যেমনট সম্ভব।
২২
312475
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ! আছি ,থাকব ।

ধন্যবাদ ভাইয়া ।
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১১
253504
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কাছে আমরা কৃতজ্ঞ বরাবরের মত বাড়িটাকে সাজিয়ে রেখেছেন Good Luck
২৩
312501
০২ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : তাড়িয়ে নাদিলে সরছিনা বলে দিলাম হাঁ৷
০২ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩০
253540
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া তাড়িয়ে দেব না
২৪
312807
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:৩১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই আগের নেয় ব্লগে সময় দেয়া যায়না। বিভিন্ন ঝামেলায় পেয়েছে।
তবে চেষ্টাকরিব আসতে।
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১১
254472
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck
২৫
313412
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাদের প্রচেষ্টা সফল হোক।
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১১
254473
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক শুকরিয়া Good Luck
২৬
314711
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনারা যেন এই ব্লগটাকে জমজমাট করতে পারেন সেই দোয়া করি।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৯
255585
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Love Struck Love Struck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File