বিচার চাই

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ মার্চ, ২০১৫, ০৬:৫৮:২৭ সন্ধ্যা

খুনিদের হাতে বন্দী সিলেট শহর ,

নগরেতে বইছে রক্তের নহর।

শিশু সাইদের রক্তে ,

সিলেটের ল্যাম লাইট জ্বলছে।

খালেদের লাশ আজ ও চোখের সামনে ভাসছে।

শিশু সাইদের মা ছেলের জন্য আর অপেক্ষা করে না।

খালেদের বাবা পথ চেয়ে বসে থাকে না।

সাইদের চেচামেচিতে আর কেউ বিরক্ত হয় না।

খালেদের মিষ্টি হাসি দেখে আর কেউ হা করে থাকিয়ে থাকেনা।

একের পর এক হচ্ছে খুন ,

বাগান থেকে হারিয়ে যাচ্ছে ফুল মুন।

খুনিদের গ্রেপ্তার শুধু সমাধান নয় ,

বিচার যেন হয়।

( ২০১৪ সালের জুলাই মাসে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের খুন হওয়া ছাত্র খালেদ আহমদ এবং চলতি মাসে শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সাইদ হত্যার চূড়ান্ত বিচার চাই )



ছবিতে শিশু সাইদ



ছবিতে খালেদ

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310884
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
আফরা লিখেছেন : বিচার চাই কিন্তু কে করবে বিচার ! !
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
252147
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই আসল কথা। সময় আসবে একদিন বিচার হবে অপরাধীদের ,,ইনশা আল্লাহ
310895
২৪ মার্চ ২০১৫ রাত ০৮:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিচার চাই বিচার নাই
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252148
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে একদিন সকল অপরাধীদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ
310899
২৪ মার্চ ২০১৫ রাত ০৮:২৬
আবু জান্নাত লিখেছেন : ও বিচারপতি, তোমার বিচার করবে কেড়া? একমাত্র ক্বিয়ামতের দিনই ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া যাবে। জাযাকাল্লাহ খাইর
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252149
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে একদিন সকল অপরাধীদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ
310908
২৪ মার্চ ২০১৫ রাত ০৯:৩৯
শেখের পোলা লিখেছেন : কার কাছে বিচার চাইবেন? যারা খুন করেছে তাদের কাছে? শুনেছি সাঈদের খুনী পুলিশের সাথে ওলামালীগের একজন আছে৷ উনি নিশ্চয় ওলামা হবেন৷
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252150
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে একদিন সকল অপরাধীদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ
310913
২৪ মার্চ ২০১৫ রাত ০৯:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। এরূপ নিষ্ঠুরতার দ্রুত বিচার হোক আপনার সাথে সবারই প্রত্যাশা। জাজাকাল্লাহু খাইর।
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252152
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে একদিন সকল অপরাধীদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ
310934
২৪ মার্চ ২০১৫ রাত ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে এখন কোন বিচার নাই।
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252153
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে একদিন সকল অপরাধীদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ
310967
২৫ মার্চ ২০১৫ রাত ০২:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : আসিতেছে শুভদিন ইনশা'আল্লাহ । এত গুলো মানুষের আহাজারি ,জীবন উৎসর্গ বিথা যেতে পারেনা ।
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252154
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে একদিন সকল অপরাধীদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File