" মওকা মওকা " এর প্রতিবাদে আমার ফেসবুকের ১০ টি স্ট্যাটাস Time Out Chatterbox Cheer

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ মার্চ, ২০১৫, ০১:২০:৩৮ রাত



মওকা মওকা (১)

চার ছক্কা হবে

ভারত জংলের আড়ালে পালাবে

মুখ লুকাতে নয়

পটি করিতে

(বি:দ্র - ভারতের ৬০ ভাগ মানুষ খোলা আকাশের নিচে পটি করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা)

মওকা, মওকা (২)

বাংলাদেশের সাথে খেলা,

তাইতো ওদের মাথা ব্যাথা।

এক সময় যাদের করতে অবহেলা,

দেবে সেই দেশ তোদের গলা ধাক্কা।

মওকা মওকা (৩)

জহির খানের মনে আছে

তামিমের মার কেমন লাগে।

ভিরাট কোহলি কাইন্দা বলে

রুবেল হোসেন যেন না আসে!

মওকা মওকা (৪)

কুইত্তা সব সময় ঘেউ ঘেউ করলেও সময় মত করে না।

ইমরানের মত কুইত্তারা নিজের জন্য অনেক নাটক করে কিন্তু দেশের জন্য ভালো কিছু করতে জানেনা। ভারতের এই গোলামরা দেশের স্বাধীনতা কে অপমান করে ভারতের মওকা এডের প্রতিবাদ করে নাই, তাদের পতিতা নিয়ে শাহবাগে গিয়ে ঘেউ ঘেউ ও করে নাই।

কিন্তু দেশ প্রেমিক অনলাইন এক্টিভিস্টরা প্রতিবাদ শুধু করে নাই মওকা ভিডিও ইউটিউব থেকে সরাতে বাধ্য করেছে।

মওকা মওকা ( ৫ )

আমরা চেয়েছিলাম ক্রিকেট থাকবে ক্রিকেটের পথে ,

ভারত নেমে গেল আন্তর্জাতিক যুদ্ধে।

কখনও ভেঙ্গ ভিডিও ,

কখনও আবার বাক যুদ্ধ।

আমরা দেখতে চেয়েছিলাম শুধু ক্রিকেট ,

এখন দেখব সাথে টাইগারের রকেট।

মওকা মওকা ( ৬)

সানি লিওন যাদের সম্পদ

তাদেরকে বলতে হয় লম্পট

ইন্ডিয়া ইন্ডিয়া রূপ তার রেন্ডিয়া রেন্ডিয়া

খেলার আগে পাতলা পায়খানা

খেলার পরে কি হবে বুঝে আসে না

ইন্ডিয়া ইন্ডিয়া রূপ তার রেন্ডিয়া রেন্ডিয়া

মওকা মওকা ( ৭ )

একের বদলে দশটা লাশ তোমাদের স্লোগান ,

আমরা একের বদলে দশটা মওকা দিয়েছি প্রতিদান।

তোমরা ভারতের অন্যায়ের প্রতিবাদ কর না ,

আমরা প্রতিবাদে গলা না ফাটিয়ে থামিনা।

মওকা মওকা (৮)

সম্মান দিলে সম্মান পাবি,

নয়তো জুতা খাবি।

মুখে দে তালা ,

নয়তো বলব শালার শালা।

মওকা মওকা (৯)

২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে যে ম্যাচে ভারত পরাজিত হয় সেই ম্যাচে দর্শক গ্যালারী থেকে বাংলাদেশী সমর্থকরা হাসাহাসি কেন করলো তা ও নাকি অপরাধ। ভারতের এক টেলিভিশনে সেই ভিডিও দেখিয়ে বলা হয়েছে ভারত যখন শ্রীলংকার কাছে পরাজিত হচ্ছে ঠিক তখন বাংলাদেশীরা গ্যালারিতে হাসতেছে ,দ্রাবির ,সচিনরা যখন চোখের পানি মুছতেছে বাংলাদেশীরা গ্যালারিতে হাসাহাসি করেছে তাই ২০০৭ সালের এই হাসির বদলা নিতে হবে ধনী বাহিনীকে। খালি হতে দেশে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশকে।

ভারতের টেলিভিশনের এই হীনমনা উপস্তাপনা দেখে অবাক হলাম। ভারত ক্রিকেট অনেক এগিয়ে তারচেয়ে এগিয়ে খুচানিতে।

ভারত ক্রিকেট থেকে বের হয়ে এখন ভিন্ন পথে নিজেদের উপস্তাপন করতেছে যা তাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে বিশ্বকে।

মওকা মওকা (১০)

আমরা চেয়েছিলাম শুধুই ক্রিকেট ,

তোমরা পরিয়ে দিলে মওকা মওকা জেকেট।

আমরা চেয়েছিলাম খেলার ধন্দ ,

তোমরা বাধিয়ে দিলে মানসিক যুদ্ধ।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309578
১৮ মার্চ ২০১৫ রাত ০১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
সুযোগ আসছে মাশরাফিদের..... জয়ী হবার।
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:০৩
250713
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরাই জিতব
309604
১৮ মার্চ ২০১৫ সকাল ০৬:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ফেসবুক স্টার! হার্ড হিটার ব্লগার! সামাজিক এক্টিভিস্ট! চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, এক্তা মানুষের আর কত গুন থাকা চাই বা খ্যাতি থাকা চাই!

ভাল লাগল পড়ে।
যদি পসিবল হয়য় ফেসবুক লিংকটা আমাকে দেবেন।
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:০২
250712
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যেমনটা বলছেন তেমন নয় ,,আমার ফেসবুকে বন্ধুদের তালিকা অনেক ছোট ,,তবু ও আসুন ফেসবুকে
https://www.facebook.com/ami.b.cai.9
309638
১৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৩১
নূর আল আমিন লিখেছেন : মওকা মওকা
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:০১
250711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue
309664
১৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৭
আফরা লিখেছেন : হুজুকে বাংগালী হুজুকে কারবার কি এক মওকা মওকা করে ব্লগটাও ভরে গেছে । আমি এসব কিছু বুঝি না ।
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:০১
250710
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুজুকে ঠিক বোন ,,তবে এই প্রথম আমি নিজে ও হুজুকে হলাম ,,কিন্তু আপনি যখন বুঝনে নাই বিষয়টা তাহলে এরকম না বললেই পারতেন ,,ধন্যবাদ
309702
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:০০
250709
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Applause Applause Good Luck Good Luck
309733
১৮ মার্চ ২০১৫ রাত ১০:১৬
হতভাগা লিখেছেন : এত উতলা হওয়ার কিছু নাই ।

বাংলাদেশ ভারতের সাথে হারবে । আগে ব্যাট করলে ভারত ৪০০ এর কাছাকাছি যাবে । আর ভারত চেজিংয়ে বস । কোনভাবেই বাংলাদেশের জেতার চান্স নেই ।

তবে সন্মানজনক পরাজয় হতে পারে ।
১৯ মার্চ ২০১৫ দুপুর ০২:০৬
250877
নূর আল আমিন লিখেছেন : 302
১৯ মার্চ ২০১৫ দুপুর ০২:২৪
250878
হতভাগা লিখেছেন : জিততে হলে বাংলাদেশের এটা লাগবে






http://www.ebay.com/itm/Replica-British-Lee-Enfield-SMLE-303-Rifle-Non-Firing-Prop-Gun-/111227099564?pt=LH_DefaultDomain_0&hash=item19e5a6d9ac#ht_1799wt_1105
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
250895
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Surprised Surprised
309887
১৯ মার্চ ২০১৫ রাত ১১:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া।
চমৎকার লিখাটির জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুকরিয়া।
২০ মার্চ ২০১৫ সকাল ০৭:১৬
251000
হতভাগা লিখেছেন : এটা আপনার একটা রেডি মন্তব্য হয়ে গেছে
২১ মার্চ ২০১৫ রাত ০১:০৩
251146
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
312895
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
253886
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File