সমাজের গালে কষে একটা থাপ্পর দিয়ে যেতে পারল না শিশু সাঈদ !

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ মার্চ, ২০১৫, ০৮:৩৩:৪৫ রাত



একটি লাশের নাম সাঈদ। ৯ বছরের এই সাঈদ ছিল সিলেটের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। যার লাশ শহরের এক পুলিশ কনস্টেবলের বাসা থেকে শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।

সাঈদ শিশু সে খুন হয়েছে সমাজের পশুদের হাতে।সাঈদ এই সমাজকে ঘৃনা করতে শিক্ষার আগেই খুন হয়ে গেল। সাঈদ এই সমাজের গালে কষে একটা থাপ্পর দেওয়ার আগেই নিজে চলে গেল সমাজের মানবপ্রেমিকদের চোখে পানির বন্যা করে । কিন্তু যে পশুরা থাকে খুন করেছে আর যে পশুদের কারণে সমাজের এই করুন অবস্থা সেই সব পশুদের বিজয়ী করে গেছে ছোট শিশু সাঈদ। সে পশুদের সাথে পেরে উঠে নি।

আমাদের কি কিছুই করার নেই ? আমরা কি শুধু সাঈদের লাশের পাশে বসে চোখের পানি ফেলবো ? নাকি খুনিদের বিচার করতে চাপ সৃষ্টি করব ? হ্যা এটাও ঠিক কি লাভ আমাদের প্রচেষ্টার ? টাকার বিনিময়ে পার পেয়ে যাবে খুনিরা। আসল অপরাধী পুলিশ এবং ক্ষমতাসীনদের নেতা হওয়ায় ভয় হচ্ছে।

তবে একটা সমাধান পেয়েছি , সেটা হলো আক্ষেপ " ভাই সাঈদ এই সমাজের গালে একটা থাপ্পর দিয়ে যেতে পারল না " ।

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309331
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:৪৪
হতভাগা লিখেছেন : এসব অপরাধীদের জনসন্মুখে শাস্তি দেওয়া উচিত যাতে এরকম মানসিকতার কেউ এধরনের কাজ করার আগে ১০০ বার চিন্তা করে ।
১৬ মার্চ ২০১৫ রাত ১১:০৭
250331
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া ,,কিন্তু আসামী যে ওলামা লীগের
309334
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:৫৭
আবু জারীর লিখেছেন : আমাদের অনেক কিছুই করার আছে। আমাদের কর্মের ফেলেইতো গুণ্ডাদের হাতে আজ ক্ষমতার বাগডোর।

১৬ মার্চ ২০১৫ রাত ১১:০৭
250332
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের যা করার তা করতে পারিনা বলেই এই হল ,,ধন্যবাদ ভাইয়া
309337
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
সালাম আজাদী লিখেছেন : আগে যুদ্ধাপরাধীদের বিচার হোক তারপর এদের বিচার। এখন আর কোন বিচার হবে না। এরা একেক জন হাজার টা করে খুন করলেও কোন অপরাধ নেই, কারণ এই দেশ আওয়ামিলীগের। ওরা বাঁচাইলে আমরা কৃতার্থ, ওরা মারলে বলি কোস সমস্যা নেইক্কা।
১৬ মার্চ ২০১৫ রাত ১১:০৮
250333
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন আওয়ামী হলেই সব মাফ ,,বলা যেতে পারে সব স্বপ্ন
309351
১৬ মার্চ ২০১৫ রাত ১০:২৯
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : পুলিশ জনগণের আজ এমনই বন্ধু।পুলিশকে এ পর্যায়ে নামিয়ে দিয়েছে বর্তমান সরকার।
১৬ মার্চ ২০১৫ রাত ১১:০৮
250334
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত ভাই ,,হায়েনাদের হাতে জনগণ বন্দী
309365
১৬ মার্চ ২০১৫ রাত ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুলিশের সকল অপরাধ এখন মাফ!!!
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
250466
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা কইছেন
309379
১৬ মার্চ ২০১৫ রাত ১১:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগার সাথে একমত! সমাজ বলতে যা আছে তা এখন শুধু হিংসা.... আমরা এখন পশুত্বের সমাজে বাস করি! পরিবর্তনের আন্দোলন জিম্মি হয়ে আছে নরপশুদের হাতে।
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
250467
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক ভাইয়া আমরা পশুদের হাতে বন্দী
309402
১৭ মার্চ ২০১৫ রাত ০১:১২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মাঝে মনে হয় মানুষ বুঝি তার বিবেক বুদ্ধি ন্যায় অন্যায়বোধ হারিয়ে ফেলেছে। তা না হলে এসব ঘটনা ঘটে কী করে?!!
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
250468
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,মানুষ আজ অমানুষ
309407
১৭ মার্চ ২০১৫ রাত ০১:৪৬
অভিমানী বালক লিখেছেন : নরপিশাচরা সমাজে এমন আধিপত্য স্তাপন করেছে অন্যায়ের প্রতিবাদ করতে ও মানুষ ভয় পায়,পুলিশের পাহারায় সরকারি দলের লোকেরা গুম হত্যা করছে,সরকারি দলের পাহারায় পুলিশ নরকীয় হত্যাযঙ্গ চালিয়ে যাচ্ছে।
দেশে যেন গুম হত্যার মহোৎসব চলছে।
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
250470
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুম খুনের রানীকে সিংহাসন থেকে না নামাতে পারলে এভাবে লাশের মিছিল লম্বা হতে থাকবে
309416
১৭ মার্চ ২০১৫ রাত ০৪:২৭
তায়িফ লিখেছেন : এখন ২০১৫, কিন্তু ৭১ এ পরে আছে দেশ। একসময় ৭১ শুনলে গর্ব হত। আমার চাচা ৭১ এ জীবন দিয়েছেন দেশের জন্য অথচ। ১৭ বছরের শিশু কামরুজ্জামান, নিরপরাধ সাঈদীর কারাদন্ড এসব কারনে ঘৃণা করি ৭১ কে।
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
250471
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মত অনেকেই আজ হতাশ ভাইজান
১০
309420
১৭ মার্চ ২০১৫ সকাল ০৬:৪১
শেখের পোলা লিখেছেন : চড়মারার মত গাল অনেক আছে কিন্তু হাত নেই৷ ওগুলো দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে৷ ঝুড়ি ঝুড়ি মিথ্যাবক্তৃতা শুনেও কেউ ছেঁড়া হাওয়াইচপ্পলটা ছুড়ার মত শক্তিও কারো হাতে নেই৷ কারণ বলতে গেলে অনেক সময় লাগবে, তাই থাক৷
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
250472
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কষ্টের কথা শেষ হয় না ভাইয়া ,,ধন্যবাদ
১১
309434
১৭ মার্চ ২০১৫ সকাল ০৯:১২
সাদা লিখেছেন : আমাদের ইনষ্টিটিউশনগুলো ধবংশ হয়ে গেছে।দেশটা বসবাসের অযোগ্য পড়ছে।বাসের ভিতর ট্রাভেল ব্যাগে শিশুর লাশ পাওয়া যাচ্ছে।হে আল্লাহ্‌ ,আমাদের রক্ষা কর ।এ দেশকে রক্ষা কর ।
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
250473
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পাশাপাশি আমাদের ক্ষমা করুন আল্লাহ ,আমরা যে আমাদের সমাজকে সঠিক পথে আনতে পারতেছি না ,,আমিন
১২
313692
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি বলবো? ভাষা নেই যে মুখে! কবে যে এই অপমৃত্যুর অবসান ঘটবে? আল্লাহ তুমিই সহায় হও সকলের!
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
254636
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ছুম্মা আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File