দুধ আসুক আর না আসুক বাঁট ধরে টানতে থাকুন Surprised Surprised Puppy Dog Eyes Puppy Dog Eyes

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ মার্চ, ২০১৫, ০৬:৪৯:০২ সন্ধ্যা



ভারত বরাবরের মত আবার ও প্রমান করেছে তারা হীনমানা। বাংলাদেশি ক্রিকেট খেলোয়ারদের কটাক্ষ করে ইউটিউবে ভারতীয়দের বিজ্ঞাপন আমাদের মনে বিশাল আঘাত দিয়েছে । বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করা হয়েছে বিজ্ঞাপনে।

আমাদের দেশের যারা ভারতের রাজনৈতিক নেতাদের দাদা- দিদা ডেকে গলা ফাটান তাদের লজ্জা নেই। লজ্জা থাকলে জাতীয় ভাবে ব্যাবস্থা নেওয়ার স্বপ্ন দেখতে পেতাম কিন্তু তা হবে না।সব কিছুতেই দাদা দিদাদের কথা না বললেই যেন নয়। সমাজ সংস্কৃতি সব কিছুতেই ভাগ বসাতে হয় উনাদের দাদা দিদাদের।

সীমান্তে কাটাতারের বেড়া ,বিএসএফের হত্যা ,মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ,ক্রিকেট টাইগারদের অপমান যাদের পা চাটা থেকে সরিয়ে আনতে পারে না তাদের কিছুই বলার নেই।

শুধু এই কথা বলতে চাই " দাদাদের বাঁট থেকে দুধ আসুক আর না আসুক বাঁট ধরে টানতে থাকুন নির্লজ্জভাবে "।

বিষয়: বিবিধ

১৬৬৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309106
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin শিরোনামটা জটিল
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
250092
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের কাজ কারবার ও জটিল ভাইয়া Tongue
309111
১৫ মার্চ ২০১৫ রাত ০৮:১৫
মেঘবালক লিখেছেন : তোমাদের ভাই বাশঁ দিবনা
গলা ফাঁটায় এই বলে,
বাশেঁর চেয়ে বড় কিছু দিল
অনেক ছলে কলে।


ওদের বলে লাভ নেই ভাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের এই সোনার দেশে এসে হাজার রকমের কথা বলে গেলো অথচ সীমান্ত হত্যার ব্যপারে কোন কথা বা চুক্তি সই হওয়া নিয়ে কথা হলো না Give Up
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
250093
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আইক্কা ওয়ালা বাশঁ দিলেও কিছু যায় আসেনা ওদের কারণ দাদা তো দাদাই ।
আপনার সাথে একমত ভাইয়া
309115
১৫ মার্চ ২০১৫ রাত ০৮:৪১
হতভাগা লিখেছেন : ৩২৯ বার পঠিত , আর মন্তব্য মাত্র ৩ টি (আমারটা সহ)

বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনালে উঠেছে সেটাই ঢেড় ।

ভারতের মত পরম বন্ধুকে হারানো কি ঠিক হবে যারা ৭১ এ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল ?
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:১৭
250094
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেমনি কি হয়েছে আমি নিজেও অবাক।
তাইতো দাদাদের ধরে টানতে বলেছি
309122
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:০৭
শেখের পোলা লিখেছেন : কৃতজ্ঞতা বলে একটা কথা আছেনা৷ এটা চৌদ্দ পুরুষদের প্রতি কৃতজ্ঞতা৷
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
250095
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক তাইতো টানতে হবে বেশি করে ভাইজান Tongue
309126
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:৩৮
আবু জান্নাত লিখেছেন : বেশ্যদের বেশ্য বলে গালি দিলেই কি আর না দিলেই কি? তারাতো বেশ্যাই। যে কুকুরকে "এ্ই কুকুরের বাচ্ছা" বলে গালি দেওয়া সমান কথা। যার লাজ আছে তারই তো লাজ যায়। কিন্তু যার লাজই নেই, তার আর যাবে কি? অসংখ্য ধন্যবাদ।
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৭
250141
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক ভাইয়া ওদের গায়ে লাগে না যা ইচ্ছে বলেন
309134
১৫ মার্চ ২০১৫ রাত ১০:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্রিকেটের তিন মোড়ল এর এক মোড়ল ইতমধ্যে ছিটকে গেছে। এখন আরেক মোড়ল গেলে তাদের মোড়লি নিয়েই টানাটানি পড়বে! তাই অন্য রাস্তা নিচ্ছে মনে হয়!!
দাদা-দিদি বলে.....
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৮
250142
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এক সময় ছিল পাকিস্তান ভারতের মধ্যকার ম্যাচ বিশ্ব কাপানো এখন বাংলাদেশ - ভারত
আমরা ওদের তাড়িয়ে দেওয়ার মত ক্ষমতা রাখি বলে প্রমান করেছে আমাদের টাইগার বাহিনী
309167
১৬ মার্চ ২০১৫ রাত ১২:৩৬
এ,এস,ওসমান লিখেছেন : ঠিক বলেছেন
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৮
250143
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইজান
309173
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : দাদারা আমাদের এতো বেশি অনুগ্রহ করেছে যে, ঘরের বউকে দান করে দিলেও সে দেনা কখনো শোধ হবার নয়!!!!!
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৯
250144
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু ভাইয়া আর কত কাল এমন চলতে থাকবে ?
দাদাদের নিচে না ধরে কানে ধরব ?
309176
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জনাব সাহীন ভাই শিরোনাম দেখে লজ্জা কিছুটা প্রশমিত হল! তার পর পড়তে শুরু করলাম।

আমরা জাতী হিসাবে আসলে দাদা প্রিয়..... তাইতো দাদাদের দিকে হা করে হুইয়ে থাকি। বিশেষ করে চেতনা ধারীরা....।
১৬ মার্চ ২০১৫ রাত ০১:৫০
250145
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কি করব ভাই ওদের কর্মকান্ড দেখে লজ্জা হচ্ছে কিন্তু ওদের লজ্জা নেই।
১০
309198
১৬ মার্চ ২০১৫ রাত ০৩:১৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় শাহীন ভাইয়া। আপনার অন্তর্দাহের কারণ খুবিই যুক্তি সংগত। কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ আছে কী? ক্ষমতাসীনরা তো এই দাদাদের পা ধরে ক্ষমতা আঁকড়িয়ে আছে!
গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

১৬ মার্চ ২০১৫ রাত ১১:১০
250336
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য ,,হায়েনাদের হাত থেকে দেশ রক্ষা করা দেশে শান্তি ফিরিয়ে আনার প্রথম সর্ত
১১
309245
১৬ মার্চ ২০১৫ সকাল ১১:১৪
আব্দুল গাফফার লিখেছেন : এদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি পাওয়া সম্ভব , দেশকে আগে ভাদা মুক্ত করতে হবে । অনেক ধন্যবাদ
১৬ মার্চ ২০১৫ রাত ১১:১০
250335
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য ,,হায়েনাদের হাত থেকে দেশ রক্ষা করা দেশে শান্তি ফিরিয়ে আনার প্রথম সর্ত
১২
309563
১৮ মার্চ ২০১৫ রাত ১২:১৬
আবু জারীর লিখেছেন : চার মার ছক্কা মার

সবাই তালে তালে

বোল্ড স্টাম্প করে ওদের

চপেট মার গালে।

১৮ মার্চ ২০১৫ রাত ০১:১৪
250526
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিজয় আমাদেরই হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File