পরীক্ষা নেওয়ার জন্য ভালো পরিবেশ পূর্ব শর্ত

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ মার্চ, ২০১৫, ০৭:২০:২২ সন্ধ্যা

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদ।

এসএসসি ও সমমানের পরীক্ষা সময় মত নিতে সক্ষম নয় সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোসনা করা হলো কিসের ভিত্তিতে ? রাজনৈতিক সংকট সমাধান করে ছাত্র-ছাত্রীদের জীবনের মূল্যবান সময়ের প্রতি সম্মান না দিয়ে শুধু পরীক্ষার তারিখ দিয়ে লাভ কি ?

মানসিক ভাবে চাপ দেওয়া ছাড়া এই তারিখ ঘোসনার কোনো মানে নেই !রাজনৈতিক সংকট সমাধান করতে হবে দেশের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে অন্যতায় পরীক্ষার তারিখ ঘোসনা অপরাজনীতি ছাড়া অন্য কিছু বলা যায় না। দিনের পর দিন হরতাল পালন করে আসতেছে দেশের গণতন্ত্রকামী জনগণ সেদিকে লক্ষ্য না দিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার তারিখ ঘোসনা দেওয়া সম্পূর্ণ অপরাজনীতি।

ছাত্র - ছাত্রীদের বাবার নিরাপত্তা নেই ভাইয়ের নিরাপত্তা নেই তাহলে কি করে পরীক্ষা দেবে পরীক্ষার্থী ? প্রথমে পরীক্ষার্থীর বাবা ভাইয়ের নিরাপত্তা জরুরি তারপর পরীক্ষা। পেট্রোলবোমা আর ক্রসফায়ারের মধ্যে কি ভাবে নিজেকে নিরাপদ মনে করবে পরীক্ষার্থী ? পুলিশের গুলির শব্দে যেখানে সাধারণ জনগণ রাস্তায় আসতেছেনা সেখানে কিশোর কিশোরী কি করে পরীক্ষার হলে পৌছার সাহস করবে ? হয়তো বাধ্য হয়ে পরীক্ষার হলে যাবে কিন্তু সেখানে গিয়ে তার মনে যে ভয় কাজ করবে সেটার কি হবে ?

পরীক্ষার পূর্বে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরী হতে হবে পরীক্ষার্থীদের চিন্তা মুক্ত রাখতে হবে।

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307711
০৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো বলেছেন। এটাও এক প্রকার রাজনীতি। বাংলার মানুষকে বুঝানো যে আমরা কতটা সিনসিয়ার ছাত্রদের প্রতি।
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
248991
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওদের দ্বারা সব কিছু সম্ভব
307712
০৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছাত্র-ছাত্রিদের হুমকি দিয়ে নিজেদের সুবিধা আদায় এর চেষ্টা ছাড়া আর কি????
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
248992
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া ওদের হীনমন সব কিছু করতে পারে
307722
০৮ মার্চ ২০১৫ রাত ১২:৪১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ কাঠামো ভেঙ্গে দিয়ে এখন যা করা হচ্ছে সেগুলো অপরাজনীতি। অনেক দিন পর ব্লগে আসলেন! ভালো আছেন তো?
গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য জাজাকাল্লাহু খাইর।
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
248993
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগে আছি কিন্তু সুযোগ কম পোস্ট দেওয়া ও মন্তব্য করার। আপনার সাথে একমত ধন্যবাদ
307734
০৮ মার্চ ২০১৫ রাত ০১:৪৩
অভিমানী বালক লিখেছেন : যেখানে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই,রাস্তায় বের হলে সুস্ত ভাবে ঘরে ফিরবে কি না সন্দেহ থাকে,সেখানে আবার কিসের পরীক্ষা?
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
248994
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন আগে সাভাবিক মৃত্যুর গ্যারান্টি পরে পরীক্ষা
307737
০৮ মার্চ ২০১৫ রাত ০১:৪৯
আফরা লিখেছেন : অভিমানী বালক লিখেছেন : যেখানে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই,রাস্তায় বের হলে সুস্ত ভাবে ঘরে ফিরবে কি না সন্দেহ থাকে,সেখানে আবার কিসের পরীক্ষা?

ভাইয়ার সাথে একমত ।
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
248995
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন আগে সাভাবিক মৃত্যুর গ্যারান্টি পরে পরীক্ষা
307778
০৮ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৯
হতভাগা লিখেছেন : পরীক্ষা না হলে যে এক বছর পিছিয়ে পড়বে বা সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সময় কম পাবে সেটার দায় কি খালেদা জিয়া ও তার জোট নেবে ?

অল্প কয়েকদিনের মধ্যেই এই অশান্তি বেগমকে কাশিমবাজারে নিয়ে যাওয়া হবে । তখন দেশ আবার স্বাভাবিক হয়ে আসেব ।
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
248996
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পরীক্ষা নেওয়ার জন্য ভালো পরিবেশ পূর্ব শর্ত
307859
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:১০
ইবনে আহমাদ লিখেছেন : নাহিদ সাহেব অনেক কিছু করেছেন।রাজনীতি আর অপরাজনীতি যাই হউক - সবই একই ছকে এগুচ্ছে। অপেক্ষা করুন।
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
248997
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওদের হীন মনের দ্বারা যেকোনো কিছু করা সম্ভব ভাইয়া
307935
০৯ মার্চ ২০১৫ রাত ১২:১০
আবু জারীর লিখেছেন : যে সরকার পরীক্ষার্থীকে রাজনৈতিক হীন কারণে তুলে নিয়ে গিয়ে ডিটেনশান দেয় তাদের পরীক্ষার তারিখ ঘোষণা দেয়ার অধিকার নাই।
০৯ মার্চ ২০১৫ রাত ০৮:০৮
249152
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File