স্বপ্ন এমন কেন ? Good Luck Rose Crying

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:২৩:৫৬ সন্ধ্যা



আমার স্বপ্ন বারবার আমাকে কষ্টে ফেলে দেয়। আমি একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি ,একটি সুন্দর পরিবেশের স্বপ্ন দেখি ,একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখি ,সুন্দর ভাবে জীবন পরিচালনার স্বপ্ন দেখি। কিন্তু আমার এই অতি আবেগ জড়িত স্বপ্ন আমাকে বারবার কষ্টে ফেলে দেয়।

যখন দেখি দেশের আকাশে কালো মেঘ ,যখন দেখি সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ,যখন দেখি নিজ মনের আকাশে উড়ালরত পাখির কন্ঠে করুন সুর তখন নিজের স্বপ্ন নিয়ে নিজেই পরে যাই সন্দেহে। নিজের অজানাতে চোখ দিয়ে পানির বন্যা নেমে আসে। কিন্তু আমার চোখের পানিতে ফলাফলে কোনো রকম প্রভাব পড়বে না। কিন্তু তারপর ও কেন আমার চোখে পানি আসে ? কেন নিজেকে কন্ট্রোল করতে পারিনা ?

দেশ ,সমাজ ,নিজের মন এই তিনটি বিষয়ে আমি স্বার্থপর। আমার দেশ আমার সমাজ আমার মন আমার কাছে অনেক মূল্যবান। দেশের ক্ষতি হচ্ছে অগণতান্ত্রিক সরকারী আচরণে ,সমাজ নষ্ট হচ্ছে অপসংস্কৃতির বেড়াজালে পরে। আর আমার মন কাদতেছে নিজের স্বপ্ন নিয়ে।

স্বপ্ন বাস্থবায়ন করতে হলে আমি একা নয় দেশের সমাজের এবং আপনজনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আর কাজের জন্য চাই মনোবল। যতক্ষণ না মনোবল সৃষ্টি হচ্ছে কোনো স্বপ্নের সফলতা দেখা যাবে না।

মাজে মধ্যে আমি চিন্তা করি আমার স্বপ্ন এমন কেন ? আমার মন এমন কেন ? দেশকি আমার একার ? সমাজ কি আমার একার ? আমার মনের মধ্যখানে যে স্বপ্ন সেটা কি আমার একার ?

দেশ আমার একার যদি না হয় , সমাজ যদি আমার একার না হয় , আমার মনের স্বপ্ন যদি আমার একার না হয়। তাহলে কেন সবাই ঐক্যবদ্ধ হচ্ছি না ? স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্থবায়নে অবশ্যই কাজ করতে হবে অত্যন্ত কৌশলে ,আবেগ এবং বাস্থবতাকে সামনে রেখে।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303543
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাই সপ্ন দেখে কিন্তু কেউ এই সপ্ন কে সত্যি করার চেষ্টা করেনা!
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১০
245644
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সকল চেষ্টা ও সফল হয় না
303548
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই দেশকে নিয়ে আর স্বপ্ন দেখি না। পচে যাওয়া , নষ্ট হয়ে যাওয়া দেশকে বোধহয় আর ফেরানো সম্ভব না।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১০
245645
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু তাতে যে দেশের ক্ষতি
303592
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৫
আফরা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাই সপ্ন দেখে কিন্তু কেউ এই সপ্ন কে সত্যি করার চেষ্টা করেনা!ষবুজ ভাইয়ার সাথে একমত ।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১০
245646
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু তাতে যে দেশের ক্ষতি
303616
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : প্রবাসী হয়ে দেশের জন্য স্বপ্ন না দেখে দেশে এসে কিছু কাজ করলে তাতে নিজের , সমাজের তথা দেশেরও উপকার হবে ।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
245643
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বপ্ন দেখতে সবাই চায়
304108
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বপ্ন শুধু দেখা যায়, তার জন্য শ্রম দিতে হয় না, স্বপ্নে দেখায় কষ্ট নেই। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেই যত ঝামেলা।

আপনি যদি পরিবর্তনে উদ্যোগ গ্রহণ করেন, হতাশা আপনার মানায় না। ত্বরিত ফলাফলের আশাও আপনার মানায় না। আজ ব্যার্থ, কাল ব্যার্থ, সারাজীবন ব্যার্থই হবেন এমন ভাবার কারণ নেই। চালিয়ে যান দৃঢ় চিত্তে, একদিন না একদিন সফলতা আসবেই।

স্বপ্ন দেখুন বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে, তাহলে অশান্ত মনে প্রশ্ন জাগবে না, আমার স্বপ্নগুলো কেন এমন হয়?
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
246019
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যৌক্তিক ও সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া ভাইজান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File