ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাক কি কন্ট্রোলে আছে ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৮:৪২ সন্ধ্যা
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ভারত সরকারের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন ২০ দলীয় জোটের টানা অবরোধে ও হরতালের প্রশ্নে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার নাক গলাবে না ।তিনি আরো বলেছেন “আমরা শুধু এটাই চাই, বাংলাদেশ সরকার ও জনগণ ভাল থাকুক। আশা করতে পারি যে, তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে।”.
এরপর থেকে দেশের মিডিয়ায় এ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক রকম গুঞ্জন ও হচ্ছে। কিন্তু কথা হলো আসলেই কি ভারত সরকার নাক কন্ট্রোলে রেখেছে নাকি নতুন পদ্ধতিতে নাকের ব্যবহার করতেছে ? ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আর ভেঙ্গের সর্দি এক কথা।
৫ জানুয়ারির একক নির্বাচন থেকে শুরু করে বিরুধিদলীয় নেতা কর্মীকে গুম খুনের পেছনে ও ভারতের "র " কাজ জড়িত রয়েছে । বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের স্বার্থে ভারত নাক গলাচ্ছে বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে। আজ এমন কি হলো যে ভারত নাক গলাবে না বলল ? নাক গলাবে না বলে কি বাংলাদেশকে জানান দিল ভারত চাইলে অনেক কিছু পারে ? নাক গলাবে না বলার এক দিন পরেইতো নজিরবিহীন ভাবে নব্য মার্কিন রাষ্টদুতের সাথে প্রধানমন্ত্রী ,মন্ত্রী এমপির সাক্ষাতের পূর্বেই ভারতের রাষ্টদূত সন্দেহবাজন সাক্ষাত করেছেন।
ভারত নাক গলাবে না ঠিক ,নাক হয়তো দরজার ফাঁকে তবে কৌশলিক কাজ চালাবে নিজের করে।
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সুচিন্তিত মন্তব্যের সাথে সহমত পোষণ করলাম হে শ্রদ্ধেয় শেখের পোলা...।
মন্তব্য করতে লগইন করুন