চড়ুইভাতি ২০১৫
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২৫:২৮ রাত
গত ৩০ জানুয়ারী শুক্রবার আরব আমিরাত রাস আল খাইমা সাকর পার্কে সোশ্যাল ক্লাবের উদ্বেগে চড়ুইভাতি পিকনিক অনুষ্ঠিত হয়েছে। উক্ত পিকনিকে শতশত প্রবাসী বাংলাদেশীরা যোগ দিয়েছিলেন।শিশু কিশোর সহ প্রবাসীদের এই পিকনিক মিলন মেলায় রূপ নিয়েছিল। শিশু কিশোরদের জন্য ছিল খেলাদোলার ভিন্ন আমেজ , মহিলাদের জন্যে বালিশ খেলা এবং কবিতা গানে পিকনিককে উৎসবে পরিনিত করেন প্রবাসীরা ।
পিকনিকের শেষ পর্বে এসে বক্তব্য রাখেন ক্লবের প্রেসিডেন্ট মোঃ নওশের আলী তিনি তার বক্তব্যে চড়ুইভাতি সফল করায় প্রবাসীদের ধন্যবাদ জানান।বক্তব্য পর্বে আরো উপস্তিত ছিলেন আরব আমিরাত বিশিষ্ট ব্যাবসায়ী ক্যাপ্টেন আহাদ সহ ক্লাবের সকল সদস্য।
তার আগে সকাল ৯ টার সময় আমিরাতের শারজাহ থেকে প্রায় ১০০ গাড়ি নিয়ে রাসুল খামার সকর পার্কে যান প্রবাসীরা।
প্রবাসীরা পিকনিকের ফাকে বসে কথা বলতেছে
চড়ুইভাতির ফাকে কবিতা আবৃত্তি
ক্লবের প্রেসিডেন্ট মোঃ নওশের আলীর বক্তব্য
খাবারের জন্য লাইন
প্রবাসী শিল্পীরা গান গাইতেছেন
ক্লাব প্রেসিডেন্টের সাথে প্রবাসীরা
ক্লাবের মহিলা সদস্য ও প্রবাস্রী মহিলা
আড্ডা
আড্ডা
খেলার সময়
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাসিদের আনন্দ কিন্তু এই দেশে এখনও কোন পিকনিক হচ্ছেনা এই বছর।
ক্লাবের মহিলা সদস্য ও প্রবাস্রী মহিলা ম্যামরা আধুনিক এবং প্রগতিশীল ।
যে কোন পিকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ন ইভেন্ট এবং তার জন্য সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত।
মন্তব্য করতে লগইন করুন