Don't Tell Anyone Don't Tell Anyone গণতন্ত্র Don't Tell Anyone Don't Tell Anyone

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ জানুয়ারি, ২০১৫, ০৮:২৫:৫৫ রাত



গণতন্ত্র এখন পথ শিশু।

খেতে পাচ্ছে না সে কিছু,

নষ্ট লোকের লাথি খাচ্ছে প্রতিদিনই ,

রাত হলে ঘুমানোর যায়গা নেই।

তার কান্নাও কেউ শুনেনা,

তাকে তার নিজের মত করেও চলতে দেওয়া হয় না।

তার পানে কেউ মায়ার চোখে দেখে না,

উল্টো নব্য বাকশাল গলা টিপে হত্যার করে চেষ্টা।

পথ শিশুর পথে কেন গণতন্ত্র?

জবাব দেবে কোন যন্ত্র?

ওরাতো পড়ে আছে বাকশাল মন্ত্র!

গণতন্ত্রকে পথ থেকে তুলে আনতে হবে,

বাকশাল কে পথে পাঠাতে হবে।

বিষয়: বিবিধ

৮২৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301310
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গনতন্ত্রে এখন গন নাই কেবল তন্ত্র মন্ত্র বাকি!
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243944
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
301315
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৫
অবুঝমন লিখেছেন : আসলেই গনতন্ত্র এখন স্ব- তন্ত্র।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243945
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন Good Luck
301316
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালই বলেছেন। গণের ভিতর গণ নেই
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243946
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইজান
301321
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৫
আফরা লিখেছেন : আহারে-----গণতন্ত্র ।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243947
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying
301323
২২ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৮
সন্ধাতারা লিখেছেন : গণতন্ত্র এখন দাস তন্ত্র ভাইয়া।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243948
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
301351
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪১
দ্বীপ জনতার ডাক লিখেছেন : গনতন্ত্র এখন বন্দুকের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243949
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
301354
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫০
দ্বীপ জনতার ডাক লিখেছেন : আমি ব্যক্তিগত ভাবে মনে করি; বাংলাদেশের সংবিধানে একটা আইন সংযোজন করা এখন সময়ের দাবি। সেইটা হল:- রাজনৈতিক নেতারা মিডিয়াতে কিভাবে কথা বলবে তার একটা আইন থাকা প্রয়োজন। বর্তমানে রাজনৈতিক নেতারা মিডিয়াতে যেই ভাবে মত প্রকাশের স্বাধীনতার নামে বিশ্রী কথাবার্তা আদান প্রদান করে তা দেখে আমাদের যুব সমাজ তাদের কাছ থেকে কিছুতো শিখতে পারবেনা বরং সমাজে রাষ্ট্রে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাবে। যদি এইসব কথাবার্তা অব্যাহত থাকে তাহলে তাদের কে দেখে কোন সুশিক্ষিত মানুষ রাজনীতিতে প্রবেশ করবে না। রাজনৈতিক নেতাদের প্রতি ঘৃণা জন্মাবে। ফলে তখন দেশ পরিচালনা করবে কুশিক্ষিত কুলাঙ্গার ব্যক্তিরা । দেশে আইনের শাসন থাকবে না , সাধারণ মানুষ আইনের সবটুকু অধিকার হারাবে । দিন দিন তখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে । এখনো বাংলাদেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে কিছু কিছু চিহ্নিত গডফাদার আইনের শাসনের তোয়াক্কা করে না , তাদের অপরাধ প্রবণতা এতোটা বৃদ্ধি পেয়েছে যে আইন প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ টুকু ও তাদের নেই বললেই চলে । দেশ যদি এইসব গডফাদার দের হাতে চলে যায় তাহলে ত্রিশ লক্ষ শহীদের রক্ত বৃথা যাবে । তাদের পবিত্র আত্মা এই জাতিকে অভিশাপ দিবে। এই আইনটা যতটা তাড়াতাড়ি করা যায় এই হতভাগা জাতির জন্য ততোই মঙ্গল।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243950
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মহামূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
301364
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৩১
কাহাফ লিখেছেন :
গণতন্ত্র এখন স্বার্থতন্ত্রের রুপ ধারণ করে জনতা কে নিষ্পেষিত করার মরণ যন্ত্র হয়েছে!
যথার্থই ছন্দাবদ্ধ করলেন!!
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
243951
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মহামূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File