গণতন্ত্র বালুমন্ত্রে পিস্ট
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জানুয়ারি, ২০১৫, ০৭:২৮:৩৮ সন্ধ্যা
গণতান্ত্রিক দেশে নতুন করে একটা সংস্কৃতি চালু হয়েছে বালুর ট্রাক। খুন ,গুম ,জেল ,জুলুম ,নির্যাতনের পর এবার নতুন রূপে হাজির হয়েছে বালুর ট্রাক। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে অগনতান্ত্রিক ভাবে আওয়ামীলীগ ক্ষমতা দখল করে নেয় । অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করে অগণতান্ত্রিক আচরণ করেই যাচ্ছে আওয়ামীলীগ।
একতরফা নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। উক্ত সভা-সমাবেশের ওপর সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ। শুধু তাই নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশের পথ ইট-বালু-সুড়কি ভর্তি ১৩টি ট্রাক দিয়ে বন্ধ করে দেয়া হয়। দেশের রাজনীতিতে আওয়ামীলীগ বালুর ট্রাক সংস্কৃতি চালু করেছে। ৫ জানুয়ারি একতরফা নির্বাচন ঠেকাতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেছিলেন খালেদা জিয়া। সেই কর্মসূচিতেও তিনটি বালুর ট্রাক দিয়ে তাকে গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল । এই যে বালুর ট্রাক সংস্কৃতি চালু করা হয়েছে এই সংস্কৃতির ফলাফল অনেক খারাপ হবে বলে মনে হচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ যে সকল অগণতান্ত্রিক আচরণ করতেছে তার জবাব জনগণ মেনে নিচ্ছে না বলেই গণতান্ত্রিক পদ্ধতিতে আনদোলন করে যাচ্ছে বিএনপি -জাময়াত জোটের নেতৃত্বে।এক দিকে প্রশাসনের নির্যাতন অন্যদিকে জনগনের আন্দোলনে দেশের পরিস্থিতি এখন থমথমে।
আওয়ামীলীগ গণতন্ত্রকে বালুমন্ত্রে পৃষ্ট করতে চাচ্ছে কিন্তু তাদের এই অপচেষ্টা সফল হবে না। বাংলাদেশের ইতিহাস আন্দোলনের ইতিহাস। আন্দোলনের মাধ্যমেই সকল বিজয় এসেছে এবার ও জনগনের আনদোলনের ফলাফল বিজয়ের মাধ্যমেই হবে ইনশা আল্লাহ ।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গনতন্ত্র কে বেঁধে হলেও আনা হবে!!!
গনতন্ত্র কে বেঁধে হলেও আনা হবে!!!
কালো মানিকের হুমকির পর বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে এখন চরম অস্থিরতা শুরু হয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন